Your Visit to a Science Fair- Paragraph
Write a paragraph on A Science Fair You Visited or Your Visit to a Science Fair in your own word in about 200 words.
Q. Type-2:
Write a paragraph on A Science Fair You Visited by answering the following questions-
(a) What is a science fair?
(b) Why is a science fair organized?
(c) Who take part in the science fair?
(d) Which science fair did you visit?
(e) What role did you play?
(f) How were you benefited from the science fair?
Q. Type-3:
Write a paragraph on A Science Fair You Visited by following the following hints-
what it is-aim-participants-fair environment-different projects and innovations-curiosity-experience-conclusion.
Suggested answer:
Your Visit to a Science Fair/A Science Fair you Visited
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
A science fair is organized to display the scientific projects usually innovated by the students. The aim of a science fair is to arouse interest among the students about science, make them science-oriented, and help develop their inventive thought. A few days ago, I participated in a science fair organized by the District Education Office of Narayangonj. Twenty educational institutes participated in the fair. Each institute had respective stalls. Our college was one of them. I was one of the participants. It was a three-day-long program.
The stalls were decorated very tastefully. A well-decorated stage was set up at one corner of the big fairground. On the first day, the fair was opened by the Education Minister. Some distinguished educationists and scientists also attended the opening ceremony. It was the first time I participated in such a fair. I was so spirited that I was engaged in fair activity all the time. I went round stall to stall and gathered much experience. Many scientific projects by imaginative science learners were put to display. Some of the projects were- making a solar oven, creating lightning, the process of telling time by the sun, Windmill model, making biogas from garbage, and so on. We presented a model of a simple electric motor. Our project drew the attention of the visitors and the judge. It was selected for the second prize. At the ending session, prizes and certificates were distributed. All the speakers delivered an encouraging speech on science learning to the little scientists. I was inspired by the occasion so deeply that I won’t hesitate to take scientific research as the worship of my life.
Your Visit to a Science Fair: Word/Phrase/term এর অর্থ
organize | সংগঠিত/আয়োজন করা |
display | প্রদর্শন করা |
scientific project | বৈজ্ঞানিক প্রকল্প |
innovate | উদ্ভাবন করা |
arouse interest | কৌতুহল জাগ্রত করা |
science-oriented | বিজ্ঞানমুখি |
inventive thought | উদ্ভাবনী চিন্তা |
participate | অংশগ্রহন করা |
District Education Office | জেলা শিক্ষা অফিস |
respective | নিজ নিজ |
participant | অংশগ্রহনকারী |
three-day-long | তিন-দিন ব্যাপী |
decorate | সাজানো |
tastefully | রুচিসম্মতভাবে |
well-decorated | সুসজ্জিত |
fairground | মেলা প্রাঙ্গন |
open | খোলা, উদ্ভোধন করা |
distinguished | বিখ্যাত, নামকরা |
educationist | শিক্ষাবিদ |
scientist | বিজ্ঞানী |
opening ceremony | উদ্ভোদনী অনুষ্ঠান |
spirited | উজ্জীবিত |
engaged | নিযুক্ত |
fair activity | মেলার কার্যকলাপ |
gather experience | অভিজ্ঞতা সংগ্রহ করা |
imaginative | কল্পনাপ্রবন |
science learners | বিজ্ঞান শিক্ষার্থী |
solar oven | সৌড় চুল্লী |
lightning | ব্জ্র |
process | প্রক্রিয়া, পদ্ধতি |
windmill model | বায়ুকলের নকশা |
biogas | জৈব প্রযুক্তির গ্যাস |
garbage | উচ্ছিষ্ট, ময়লা |
electric motor | বৈদ্যুতিক মটর |
draw attention | দৃষ্টি আকর্ষন করা |
judge | বিচারক |
ending session | সমাপনী পর্ব |
deliver speech | বক্তৃতা দেওয়া |
encouraging speech | উদ্দীপনামূলক বক্তৃতা |
little scientists | ক্ষুদে বিজ্ঞানী |
inspire | অনুপ্রানিত করা |
occasion | উপলক্ষ, উৎসব |
hesitate | দ্বিধা করা |
scientific research | বৈজ্ঞানিক গবেষণা |
worship | সাধনা |
Your visit to a science fair: পূর্ণ বাংলায়
বিজ্ঞান মেলার আয়োজন করা হয় বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনের জন্য যা উদ্ভাবিত হয় সাধারণত ছাত্র ছাত্রীদের দ্বারা। বিজ্ঞান মেলার লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের মাঝে বিজ্ঞান সম্পর্কে উৎসাহ জাগ্রত করা, তাদেরকে বিজ্ঞানমুখী করে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে সাহায্য করা। কিছুদিন আগে আমি একটা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছিলাম যা আয়োজিত হয়েছিল নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস এর দ্বারা। 20 টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছিল। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ স্টল ছিল। আমাদের কলেজও ছিল তাদের মধ্যে একটা। আমিও ছিলাম অন্যতম অংশগ্রহণকারী। এটা ছিল তিন দিনব্যাপী কর্মসূচি। স্টলগুলোকে রুচিসম্মতভাবে সাজানো হয়েছিল। একটা সুসজ্জিত মঞ্চ স্থাপন করা হয়েছিল বিশাল মেলা প্রাঙ্গণের এক কোনে। প্রথম দিন মেলার উদ্বোধন হয় শিক্ষামন্ত্রীর দ্বারা। কয়েকজন বিখ্যাত শিক্ষাবিদ এবং বিজ্ঞানীও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেছিল। এরকম মেলায় অংশগ্রহন করা আমার জন্য ছিল প্রথম। আমি এতই উজ্জীবিত ছিলাম যে আমি সারাক্ষনই মেলার কর্মকান্ডে নিযুক্ত ছিলাম। আমি স্টল থেকে স্টল এ ঘুরে বেড়িয়েছিলাম এবং অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম। কল্পনা শক্তিসম্পন্ন ছাত্র-ছাত্রীদের দ্বারা তৈরি করা অনেক বৈজ্ঞানিক প্রজেক্ট সেখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। প্রজেক্ট গুলোর মধ্যে কয়েকটি ছিল সৌরচুল্লি তৈরি করা, বিদ্যুৎ চমক তৈরি করা, সূর্যের মাধ্যমে সময় নির্ধারন, বায়ু-কলের মডেল, আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি এবং এরকম আরো অনেক কিছু। আমরা একটা বৈদ্যুতিক মটরের মডেল উপস্থাপন করে ছিলাম। আমাদের প্রজেক্টটা দর্শনার্থী ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এটা দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল। সমাপনী পর্বে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছিল। সকল বক্তাই খুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বিজ্ঞান শিক্ষা সম্পর্কে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেছিল। আমি এই অনুষ্ঠানের দ্বারা এতো গভীরভাবে উদ্দিপ্ত হয়ছিলাম যে, আমি বৈজ্ঞানিক গবেষণাকে জীবনের সাধনা হিসাবে নিতে ইতস্তত করবনা।
YOUTUBE
এ