আমার একটি বই আছে “My have a book” কেন নয়

অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন- সারাজীবন পড়াশোনা করেও আমরা এই প্রশ্নটার মধ্যে ঘুরপাক খাাই।

আমার একটি বই আছে

I have a book

My have a book- কেন নয়?

ইংরেজিতে তোমার আক্কেল কতটুকু আছে, সেটা যাচাই এর লক্ষ্যে, হয়ত তোমার দিকে এই প্রশ্নটার বুলেট ছুড়ে মারতে পারে কোন শ্রদ্ধেয় বড়ভাই অথবা ইন্টারভিউ বোর্ড অথবা কোন চটুল বন্ধু। সুতরাং উত্তরটা সচেতনভাবে জেনে রাখা তোমার নিরাপত্তার জন্যই আবশ্যক।

প্রশ্নটার উত্তর Grammar এর দৃষ্টিকোন থেকে এক বাক্যে দিয়ে দেওয়া যায়। কিন্তু তাতে তুমি জানতে পারবে, শিখতে পারবেনা, অতৃপ্তি রয়ে যাবে, মনে থাকবেনা।

সুতরাং আমরা ধাপে ধাপে এমন উত্তরের দিকে এগিয়ে যাব যাতে সমাধানটা তোমার মধ্যে নির্মিত হয়ে যায়, কখনো ধসে না পড়ে। Grammar আসবে সকলের শেষে।

My have a book- কেন নয়?

have/has- (কারো) আছে, মালিকানায় আছে, অধিকারে আছে ইত্যাদি

have ও has এর মধ্যে Subject যদি third-person singular number হয় তবে তার সাথে has বসে; অন্য সকল ক্ষেত্রে have বসে। যেমন-

Chart-1
  • কামালের একটি বই আছে- Kamal has a book
  • মিনার একটি বই আছে- Mina has a book
  • বাবার একটি বই আছে- Father has a book
  • আমার একটি বই আছে- I have a book

এবার আসি অন্য প্রসঙ্গে, আমরাতো সবাই জানি, Kamal অর্থ- কামাল। Kamal’s অর্থ- কামালের; যা একটি সম্বন্ধ পদ (possessive case)। সম্বন্ধ পদগুলো Noun এর পূর্বে বসে Noun এর সাথে সম্বন্ধ সৃষ্টি করে- এতো সবারই জানা। যেমন-

Chart-2
  • কামালের কলম- Kamal’s pen
  • মিনার কলম- Mina’s pen
  • বাবার কলম- Father’s pen
  • আমার কলম- My pen

আশ্চর্যের বিষয় লক্ষ্য কর, Chart-2 তে ‘আমার কলম- My pen’। ‘আমার’ এর বদলে ‘my’। কিন্তু Chart-1 এ ‘আমার একটি বই আছে- I have a book’। ‘আমার’ এর বদলে ‘I’। এতে তোমার আপত্তি আছে।

কিন্তু, Chart-2 তে ‘কামালের কলম- Kamal’s pen’। ‘কামালের’ এর বদলে ‘Kamal’s’। কিন্তু Chart-1 এ ‘কামালের একটি বই আছে- Kamal has a book’। ‘কামালের’ এর বদলে ‘Kamal’। এ নিয়ে তো তুমি কোন প্রশ্ন তোলনা?

অর্থাৎ, তুমিতো কখনো প্রশ্ন করনা- কামালের একটি বই আছে- Kamal’s has a book হলনা কেন?

আসলে, Subject হিসাবে Possessive case বসেনা।

তাহলে কি Chart-2 এর ‘কামালের’ এবং Chart-1 এর ‘কামালের’ এর মধ্যে পার্থক্য আছে?

নিশ্চয় আছে। আর এখানেই লুকানো আছে মূল ব্যাপারটা।

Chart-2 এর ‘কামালের’ মানে হল ‘Kamal’s’ যা একটি possessive case। কিন্তু Chart-1 এর ‘কামালের’ কথাটা এভাবে আসেনি।


Chart-1 অনুসারে,

‘কামালের’ মানে- (কামাল + এর)। এই ‘এর’ টি এসেছে have/has এর অর্থ থেকে, possessive থেকে নয়।

অনুরূপভাবে, ‘মিনার’ মানে- (মিনা + এর); বাবার মানে- (বাবা + এর)

এবং ‘আমার’ মানে- (আমি + এর)।

সুতরাং, Chart-1 এ, Subject খুঁজে পেতে- একটি বই আছে ‘কার’? বা একটি বইয়ের মালিকানা আছে ‘কার’?- এভাবে প্রশ্ন করা যাবেনা। এভাবে তো উত্তর হবে ‘কামালের’ মানে ‘Kamal’s’। ‘মিনার’ মানে ‘Mina’s’। ‘বাবার’ মানে ‘Father’s’। ‘আমার’ মানে ‘my’। তা কি Subject হওয়া সম্ভব?

Subject কে খুঁজে পেতে Verb কে কিভাবে প্রশ্ন করতে হয় , জানা আছে তো? ‘কে/কারা’ দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়।

সুতরাং, প্রশ্ন করতে হবে এভাবে-

  • একটি বইয়ের মালিক কে? উত্তরঃ কামাল বা Kamal; সুতরাং Subject হল Kamal
  • একটি বইয়ের মালিক কে? উত্তরঃ মিনা বা Mina; সুতরাং Subject হল Mina
  • একটি বইয়ের মালিক কে? উত্তরঃ বাবা বা Father; সুতরাং Subject হল Father
  • একটি বইয়ের মালিক কে? উত্তরঃ আমি বা I (my নয়); সুতরাং Subject হল I

এবার স্পষ্ট হল তো, কেন ‘আমার একটি বই আছে’ সেটা ‘My have a book’ না হয়ে ‘I have a book’ হল?

তাহলে এবার চল, লাখ টাকার এই প্রশ্নটির Grammatical answer জেনে নেওয়া যাক-

Grammatical answer to the question
Verb এর Subject সব সময় Nominative case হয়, কখনো Possessive case হয়না।

এবার Personal Pronoun গুলোর (অল্প কয়েকটি) ও Personal Noun এর Nominative ও Possessive case এর তালিকাটা এক নজরে দেখে নাও-

Nominative Possessive
I my
we our
you your
he his
she her
they their
it its
Sajal Sajal’s
Doctor Doctor’s

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *