Verb কি? Verb কেন ইংরেজি sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
Verb: একটি Parts of Speech এর নাম
ইংরেজিতে ৮ টি Parts of Speech এর মধ্যে যেটি ভালভাবে না শিখলে ইংরেজিতে দেউলিয়া বলা যায়, সেটি হল- VERB।
কারন Verb ইংরেজি sentence এর প্রান। কারন Verb ছাড়া ইংরেজি sentence পূর্ণাঙ্গভাবে গঠণ করা যায়না।
Verb ভুল হলে পুরো sentence টিই ভুল।
Verb এ যে যত বেশি দক্ষ, ইংরেজি sentence নিয়ে handle করার দক্ষতা তার তত বেশি।
ফলে Verb ইংরেজি sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
Verb কি?
- come-আসা
- eat-খাওয়া
- go-যাওয়া
- write-লেখা
- read- পড়া
- sleep-ঘুমানো
- walk-হাঁটা
- drink- পান করা
- give-দেওয়া
- run- দৌড়ানো
- cook-রান্না করা
- The cow gives us meat.- গরু আমাদের মাংস দেয়।
- These children play in the rain.- এই শিশুরা বৃষ্টিতে খেলা করে।
- He wrote many poems.- সে অনেক কবিতা লিখেছিল।
- Yesterday I read a novel.- গতকাল আমি একটি উপন্যাস পড়েছিলাম।
- চুরি করা- steal
- মিথ্যা বলা-lie
- হত্যা করা-kill
- প্রহার করা-beat
- খুন করা-murder
- লুট করা-rob
- ঘৃনা করা-hate
- ছেলেগুলো চালাক- The boys are clever.
- পৃথিবী একটি গ্রহ- The earth is a planet.
- কল্পনা করা-imagine
- চিন্তা করা-think
- অনুমান করা-guess
- স্মরন করা-remember
- বুঝা-understand
- একমত হওয়া- agree
- পছন্দ করা- like
- ভালবাসা-love
- অপছন্দ করা-dislike
- ঘৃনা করা-hate
- চাওয়া-want
- ইচ্ছা করা-wish
- বৃষ্টি হওয়া- rain
- শিশির পড়া- dew
- শিলাবৃষ্টি হওয়া- hail
- তুষার পড়া- snow
- বাতাস বহা- blow
- বৃষ্টি হচ্ছে- It rains.
- উত্তরা বাতাস বহে- The northern wind blows.
am | is | are | was |
were | have | has | had |
shall | will | may | can |
should | would | might | could |
must | ought to | need | dare |
used to | do | does | did |
- I am going home.- আমি বাড়ি যাচ্ছি।
- You have missed the train.- তুমি ট্রেন মিস করেছ।
এরকম বিভিন্ন ধরনের নিয়ামক (factor) এর উপর ভিত্তি করে Verb এর আছে বিভিন্ন ধরনের Classification বা শ্রেনিবিভাগ।
Verb এর বিভিন্ন শ্রেনিবিভাগ সম্পর্কে জানতে-
পড়-
আশা করি Verb সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা পেয়েছ।