Simple Compound Complex sentence নিয়ে মজার আলোচনা

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)
line_style

Simple-Compound-Complex: এখানেই শুরু কর

আমরা জানি, Sentence ৫ প্রকার, যথা- Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory

কিন্তু এ হল অর্থ অনুসারে Sentence এর ভাগ। অর্থাৎ sentence টি কি ধরনের অর্থ দেয় সেই অনুসারে ভাগ।

কিন্তু গঠন কাঠামো অনুসারেও sentence এর শ্রেণিবিভাগ আছে।

গঠন অনুসারে Sentence তিন প্রকার, যথা-।

  • Simple sentence: সরল বাক্য
  • Compound sentence: যৌগিক বাক্য
  • Complex sentence: জটিল বাক্য
line_style

গঠন অনুসারে ভাগ- Simple-Compound-Complex- বিষয়টা কি?

একটি উদাহরন নেওয়া যাক-

Mr. Shahjahan, the GM of the Modern Fashions Ltd. invited all of the workers to the grand feast of the marriage ceremony of his only daughter Saima on Monday next setting a bright example in the area.

মিঃ শাহজাহান, যিনি মডার্ন ফ্যাশন্‌স লিমিটেড এর জেনারেল ম্যানেজার, এলাকায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করিয়া, সমস্ত শ্রমিকদের দাওয়াত করেন তার একমাত্র মেয়ের বিয়ের বিশাল ভোজসভায়।

এই sentence টি কি Simple (সরল)? Compound (যৌগিক)? নাকি Complex (জটিল)?

আমি নিশ্চিত বলতে পারি, তুমি বলবে যে এটি একটি Complex (জটিল) sentence। অন্ততঃ common sense তাই বলে। এত বড় sentence জটিল না হয়ে পারেনা।

এবার অবাক (এবং হতাশ!) হওয়ার জন্য প্রস্তুত হও। আসলে ৩৬ word লম্বা এই sentence টি একটি Simple বা সরল sentence।

কারন কি?

কারন হল, এই দীর্ঘ sentence টিতে একবার Subject ও একবার Verb আছে।
  • Subject: Mr. Shahjahan, the GM of the Modern Fashions Ltd.
  • Verb: invited

তাহলে বুঝতে পেরেছ তো? Sentence এর দৈর্ঘ-প্রস্থ নয়, বরং একটি sentence এ কতবার Subject, কতবার Verb আছে বা (Subject + Verb) গ্রুপ কতবার আছে, তার উপরেই নির্ভর করে সেটি Simple, Compound না Complex- সেই বিষয়টি।

ফলে Simple-Compound-Complex এর আলোচনায় আবশ্যিকভাবে চলে আসে আর একটি Grammatical term এবং সেটি হচ্ছে CLAUSE বা বাক্যাংশ। অর্থাৎ Clause চিনলেই Simple-Compound-Complex চিনবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। ।

তাহলে চল Clause কি- এই বিষয়টি clear হয়ে নিই
list

Clause আবার কি জিনিস?

শিক্ষার্থী বন্ধুরা, Clause সম্পর্কে বিস্তারিত নিচের লিঙ্ক থেকে পড়ে নাও। বর্তমান আলোচনার প্রয়োজনে এ বিষয়ে সম্যক ধারনা দিচ্ছি-

পড়-

Clause হল বাক্যাংশ বা বাক্যের অংশ। কিন্তু বাক্যের যে কোন অংশই Clause নয়। Clause হল বাক্যের এমন অংশ যাতে অন্ততঃ একটি Subject ও একটি Finite verb থাকে; অর্থাৎ (Subject + Verb) গ্রুপটি উপস্থিত থাকে।

Note: Finite Verb (সমাপিকা ক্রিয়া) হল সেই Verb যা Subject এর পর পর বসে। অর্থাৎ- Subject যে কাজটি সম্পন্ন করে তার Verb টি। Subject কেন্দ্রিক এই Verb টি ছাড়াও sentence এর অন্যান্য স্থানে Verb থাকে। সেগুলি Finite verb নয়, Non-Finite verb।

পড়ে নাও-

বুঝতে পেরেছ কি?

বুঝনি। কারন, ভাবছ- (Subject + Verb + Ext.) এটা তো খোদ Assertive sentence এরই structure। তাহলে Sentence আর Clause এর মধ্যে পার্থক্য রইল কোথায়?।

ঠিকই ধরেছ। Structure এর দিক থেকে Sentence এবং Clause মূলতঃ একই। তবে পার্থক্য হল- Clause ছোট, Sentence বড়। Clause হল sentence এর অংশ।
নিচের ছবিটি দেখ

এটি একটি পাতার ছবি। লক্ষ্য কর, এই পাতাটি ২ সারিতে অনেকগুলো ছোট ছোট পাতা দিয়ে গঠিত। ভাল করে তাকালে দেখবে যে, এর প্রতিটি ছোট ছোট পাতার গঠন এবং সম্পূর্ণ পাতাটির গঠন কিন্তু একই রকম। অর্থাৎ- বলতে গেলে পাতার ভিতরে পাতা।

তেমনিভাবে, Clause এবং Sentence এর সম্পর্কও একই রকম। Clause হল ক্ষুদ্র পাতাগুলো এবং Sentence হল সম্পূর্ণ পাতাটি। অন্য কথায়, Clause হল- sentence এর ভিতরে sentence ।

যেমন-

Students are happy today because their school is closed.
ছাত্রছাত্রীরা আজ খুশি কারন তাদের স্কুল বন্ধ।

এটি একটি পূর্ণাঙ্গ sentence, এতে কোন সন্দেহ নেই।

কিন্তু এই sentence টির ভিতরে কয়টি Clause আছে? একটি, দুইটি না তিনটি? অন্য কথায়, এই sentence টিতে কয়বার (Subject + Verb) গ্রুপ আছে?

স্পষ্টতঃ এখানে দুইবার Subject, দুইবার Verb আছে; অর্থাৎ- দুইটি (Subject + Verb) গ্রুপ আছে। অন্য কথায়,

এই sentence এ দুইটি clause আছে।

কিভাবে? দেখ আলাদাভাবে-

Students are happy today because their school is closed.

প্রথম Clause (Students are happy today) এ-

  • Subject: Students
  • Verb: are

দ্বিতীয় Clause (their school is closed) এ-

  • Subject: their school
  • Verb: is closed

মনে রাখবে: ‘because’ হল এখানে Linking word (Conjunction)। দুইটি Clause কে যুক্ত করতে একটি Linking word এবং তিনটি Clause কে যুক্ত করতে দুইটি Linking word প্রয়োজন।

শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল কাজটি শেষ। অর্থাৎ- Clause কি তা আমরা জেনে ফেলেছি।

এবার দেখে নাও-Clause কিভাবে Simple, Compound ও Complex sentence গঠন করে।
list

Simple sentence কিভাবে গঠিত হয়??

Simple sentence হল সেই sentence-
  • একটিই Clause থাকে; অর্থাৎ- একবার Subject ও একবার Verb থাকে।
  • সুতরাং Clause সংযোগকারী কোন Linking word থাকেনা।

Note: একটি sentence এ একটিই Subject এবং একটিই Verb থাকলে সেটাকে আর Clause বলা হয়না। সেটি একটি sentence। Clause বলা হয় তখন, যখন একটি sentence এ একাধিকবার (Subject + Verb) গ্রুপের অস্থিত্ব থাকে।

Subject + Verb + Extension.

Our country is going to be a developing country soon.

Example

[Subject ও Verb চিহ্নিত]

  • People usually go abroad to earn money.
  • Our earth is the only living place for human being.
  • This year, the summer commenced some days later.
  • Winter is the best season to visit sea-beaches.
list

Compound sentence এর গঠন কি??

Compound sentence হল সেই sentence-
  • যাতে একের অধিক Clause থাকে।
  • Clause গুলো and, but, or ইত্যাদি Coordinating Conjunction দ্বারা যুক্ত থাকে। (তালিকা নিচে)

Clause 1 + Coordinating Conjunction + Clause 2

The sky was cloudy but it did not rain.

বহুল ব্যবহৃত Coordinating Conjunction এর তালিকা
  1. and: এবং
  2. but: কিন্তু
  3. or: অথবা, নতুবা
  4. both…and: উভয়ই
  5. not only…but also: (শুধু এটাই নয় সেটাও)
  6. either…or: (হয় এটা বা সেটা)
  7. neither…nor: (এটাও নয় সেটাও নয়)
  8. no less than: (পরিমাণের) চেয়ে কম নয়
  9. no fewer than: (সংখ্যার) চেয়ে কম নয়
  10. yet: তথাপি, তবুও
  11. still: এখনও

Note: Sentence changing এর ক্ষেত্রে সচরাচর প্রথম ৫ টিই বেশি ব্যবহৃত হয়।

Example
  1. The sun was setting in the west and we started for hunting.
  2. Rita is ill but she is going to school.
  3. Save something for the future or you may fall in danger.
  4. Time was over but he could not finish his writing.
  5. The man got down form a bus and started running.

Note: (3) নং উদাহরনে প্রথম Clause টি একটি Imperative sentence; ফলে Subject ‘You’ উহ্য রয়েছে। (5) নং উদাহরনে 2 টি Clause এর Subject একই হওয়ার কারনে দ্বিতীয়বার Subject বসানো হলনা (contracted বা সংক্ষিপ্ত sentence)।

list

Complex sentence কিভাবে চিনব?

Complex sentence হল সেই sentence-
  • যাতে একের অধিক Clause থাকে।
  • Clause গুলো if, because, since, though, that ইত্যাদি Subordinating Conjunction দ্বারা যুক্ত থাকে। (তালিকা নিচে)

Clause 1 + Subordinating Conjunction + Clause 2

Everybody knows that health is wealth.

or,

Subordinating Conjunction + Clause 1, + Clause 2

As the sky was cloudy, many people did not go out for work.

বহুল ব্যবহৃত Subordinating Conjunction এর তালিকা
  1. as/since: যেহেতু
  2. though/although: যদিও
  3. that: যে
  4. because: কারন
  5. if: যদি
  6. unless: যদিনা
  7. so that/in order that: যাতে
  8. when: কখন/যখন
  9. what: কি/যাহা
  10. how: কিভাবে/যেভাবে
  11. where: কোথায়/যেখানে
  12. why: কেন/যে কারনে
  13. till: যে পর্যন্ত
  14. until: যে পর্যন্ত না
  15. before: পূর্বে/আগে
  16. after: পরে
  17. lest: পাছে, শেষে আবার (ঘটে না যায়)
  18. as if/as though: (এমনভাবে) যেন
Example
  1. I must come back if you call me.
  2. She needs money so that she can buy a sharee.
  3. As Rafa was ill, she could not go to school.
  4. Although the man has no qualification, he got the job.

আশা করি, Simple, Compound ও Complex Sentence কি এ সম্পর্কে অন্যকে শিখানোর মত করে শিখে ফেলেছ।

↑ Back to Top


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *