Sentence কি? word গুলো কখন sentence হয়?
Level-1 | Level-2 | Level-3 | Level-4 |
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) | (Level কি?) |
Basic→Sentence→Level-2
Sentence কি?
Sentence হল word এর ইট দ্বারা তৈরি বিল্ডিং। অর্থাৎ- একাধিক word একত্রিত হয়ে হয় sentence। উল্লেখ্য, একটি word দিয়েও sentence হয়।
তবে, word বা word গুলো তখনই sentence হবে যদি তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে।
Sentence কে সংজ্ঞায়িত করলে হবে এরকম-
নিচের বিক্ষিপ্ত word গুলোকে সঠিক নিয়মে একত্রিত করলে একটি Sentence এ পরিণত হয়।
a | read | |
book | I |
Sentence: I read a book.- আমি একটি বই পড়ি।
- She goes to school.- সে স্কুলে যায়।
- Come here.- এখানে আস।
- What is your name?- তোমার নাম কি?
- Do not disturb me.- আমাকে বিরক্ত করোনা।
Word গুলো কোন কোন শর্ত পূরণ না করলে sentence হবেনা?
নিচের শব্দগুচ্ছগুলো লক্ষ্য কর-
- Goes to school
- Is name what your?
- Here—–come
উপরের শব্দগুচ্ছগুলোর কোনটিই sentence নয়, কারন-
- ১ম গুচ্ছটির word গুলো দিয়ে কথাটির পূর্ণতা (completeness) পায়নি।
- ২য় গুচ্ছটিতে টির word গুলো সুশৃংখলভাবে (in order) সাজানো নেই।
- ৩য় গুচ্ছটিতে word গুলো একত্রিত (combined) নয়।
সুতরাং sentence হতে হলে এই তিনটি শর্ত পূরণ হতে হবে। অন্য কথায়-
Sentence হওয়ার শর্ত তিনটি-
- অর্থের পূর্ণতা (Completeness of sense)
- সঠিক ক্রম (Order)
- শব্দসমষ্টি (Combination of words)
আশা করি, Sentence কি এ সম্পর্কে সুস্পষ্টভাবে প্রাথমিক ধারনাটা পেয়েছ।