Phrase কি-ইংরেজি শিখতে হলে জানতে হবে

Level-3

line_style

What is Phrase

Word অর্থ শব্দ

Phrase অর্থ শব্দসমষ্টি, শব্দগুচ্ছ, a group of words।

কিন্তু যে কোনওভাবে একগুচ্ছ Words একত্রিত হলেই সেটা Phrase হয়না। তাহলে কি ধরনের শব্দগুচ্চকে Phrase বলে?

সেটা পরে জানব। সংজ্ঞা জানার চেয়ে চিনতে পারাটা বেশি জরুরি। আমরা সেদিকেই এগুব

একটা উদাহরন নিই-

Father likes tea
বাবা পছন্দ করেন চা
Sub verb object

উপরের sentence টিতে ৩ টি Grammatical elements আছে- Subject (Father), Verb (likes) এবং Object (tea)।

  1. Subject: Father যা একটি Noun
  2. Verb: likes
  3. Object: tea যা একটি Noun

এখন আমরা যদি sentence টিকে নিচের মত করে লিখি তাহলে কি দাঁড়ায়-

Father likes tea without sugar.
বাবা পছন্দ করেন চিনিবিহীন চা
Sub verb object

এবার-

  1. Subject: Father যা একটি Noun
  2. Verb: likes
  3. Object: tea without sugar যা একটি Noun

এখন পার্থক্যটা কি স্পষ্ট হয়ে গেলনা?

প্রথম উদাহরনে- Object হল tea যা একটিমাত্র word এবং Parts of speech এর হিসাবে Noun।

দ্বিতীয় উদাহরনে- Object হল ‘tea without sugar’ যা a group of words বা একগুচ্ছ শব্দ এবং Parts of speech এর দিক থেকে একই অর্থাৎ- Noun। একেই বলে Phrase।

অর্থাৎ-

একগুচ্ছ (একাধিক) Words যখন একটিমাত্র Grammatical উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে একটিমাত্র Parts of speech হিসাবে কাজ করে এবং এদের মধ্যে কোন Finite verb না থাকে, তখন তাকে Phrase বলে।

সুতরাং Phrase হওয়ার ক্ষেত্রে শর্ত হল, একগুচ্ছ Words-

  • একটি element হিসাবে কাজ করবে।
  • একটি Parts of speech হিসাবে কাজ করবে।
  • Words গুলোর মাঝে কোন Finite verb থাকবেনা। Finite verb থাকলে সেটা হয়ে যাবে Clause যা অন্য lesson এ আলোচনা করা হয়েছে।
line_style

Phrase এর জ্ঞান কেন প্রয়োজন

  • Phrase ধরতে না পারলে ইংরেজি sentence কে দুর্বোধ্য মনে হবে।
  • বড় Sentence কে ছাড়া ছাড়া ও সামঞ্জস্যহীন মনে হবে।
  • Phrase যুক্ত বড় Sentence এর গঠন (structure) বোঝা যাবেনা; ফলে অর্থও বোঝা যাবেনা।
  • নিজে নিজে বড় Sentence তৈরি করতে সমস্যা হবে।
line_style

Phrase এর প্রকার

কোন Phrase যদি Noun এর কাজ করে, তবে সেটা Noun phrase। Adjective এর কাজ করলে Adjective phrase, Verb এর কাজ করলে Verbal phrase ইত্যাদি।

এভাবে Phrase এর শ্রেণিবিভাগ Parts of speech এর শ্রেণিবিভাগের মতই। শুধু Pronoun phrase হয়না; Phrase ৮ প্রকার Parts of speech এর মধ্যে অবশিষ্ট ৭ টির হয়ে কাজ করতে পারে। ফলে Phrase ৭ প্রকার-

  • Noun phrase
  • Adjective phrase
  • Verbal phrase
  • Adverbial phrase
  • Prepositional phrase
  • Conjunctional phrase
  • Interjectional phrase

এবার এই ৭ টি Parts of speech এর প্রতিটি ক্ষেত্রে Word এর ব্যবহার এবং Phrase এর ব্যবহার এর তুলনামূলক চিত্রটা দেখে নাও; Phrase সম্পর্কে ধারনাটা আরো স্বচ্ছ হবে।

Noun Phrase
  • Noun word (Subject হিসাবে): Walking is a good exercise.
  • Noun phrase (Subject হিসাবে): Walking in the morning is a good practice.
  • Noun word (Object হিসাবে): She likes ring.
  • Noun phrase (Object হিসাবে): She likes ring of gold.
Adjective Phrase
  • Adjective word: The gentle man is my cousin./ ভদ্র লোকটি আমার কাজিন।
  • Adjective phrase: The man standing on the road is my cousin./রাস্তায় দাঁড়ানো লোকটি আমার কাজিন।
Verbal Phrase
  • Verb word: I like you.
  • Verbal phrase: I look for you.
Adverbial Phrase
  • Adverb word: He beat the dog rudely (নিষ্ঠুরভাবে).
  • Adverbial phrase: He beat the dog black and blue (নির্দয়ভাবে)
Prepositional Phrase
  • Preposition word: Sima sat beside (পাশে) Rima
  • Prepositional phrase: Luna sat in front of (সামনে) Runa.
Conjunctional Phrase
  • Conjunction word: Rifat and (এবং) Rahat are good players.
  • Conjunctional phrase: Rifat as well as (সেই সাথে) Rahat is good player.
Interjectional Phrase
  • Conjunction word: Hurrah! (কী মজা!) I have won the lottery.
  • Conjunction word: What a shame! (কী লজ্জার কথা!) He has taken a bribe.

আশা করি Phrase সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট Background তৈরি হয়ে গেছে।

Comment ও Share করবে অবশ্যই। তোমাদের গঠনমূলক ও যোক্তিক comment ও প্রশ্নের অবশ্যই Reply দেওয়া হবে।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *