Noun of Multitude জানতে হবে নিশ্চিতভাবে

Noun of Multitude এই grammar term টি একই সাথে Collective Noun এবং Number of Noun অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট ।

Collective Noun এর সাথে সংশ্লিষ্টতা

Collective Noun দ্বারা একই জাতীয় কত গুলো Noun এর অবিভক্ত সমষ্টিকে বুঝায় ।

Collective Noun হল Singular Number

Example

আমার পরিবার আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছে

My family is going to Cox’s Bazar next week.

family বা পরিবারে অনেক সদস্য থাকে; এখানে প্রত্যেক সদস্যকে আলাদাভাবে বুঝাচ্ছে না । সকলের মিলিত Unit কে বুঝাচ্ছে ।
সুতরাং Family এই noun টি Singular; সঙ্গত কারনে এর সাথে is বসেছে (are নয়) ।

কিন্তু Noun of Multitude এমন Collective Noun যা Plural Number হিসাবে বসে । কিভাবে? একটু পরেই আমরা তা জানব।

Number এর সাথে সংশ্লিষ্টতা
আমরা জানি Noun এর Number কে দুইভাবে প্রকাশ করা হয়-

  • Singular Number
  • Plural Number
এখন চল Noun এর Number সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই-

  • বেশিরভাগ Noun এর Plural করা হয় Noun এর শেষে s/es যোগ করে
  • কতগুলো Noun এর ভিতরের Vowel পরিবর্তন করে Plural করতে হয়
  • কতগুলো Noun এর Plural রূপ নেই
  • কতগুলো Noun এর Singular রূপ নেই
  • কতগুলো Noun এর Singular ও Plural রূপ একই
  • কতগুলো Noun এর Singular form এর এক অর্থ আবার Plural form এর অন্য অর্থ
  • এবং এরকম আরো কিছু

কিন্ত, লক্ষ্য কর, কিছু কিছু Noun আছে যারা রূপ পরিবর্তন না করে কখনো Singular হিসাবে আবার কখনো Plural হিসাবে বসে, পরিস্থিতির উপর নির্ভর করে ।

এখন তাহলে Noun of Multitude কি?

Noun of Multitude

এখন কি সব কিছু স্পষ্ট হয়ে গেল না । চল সংজ্ঞাটা নির্মান করে ফেলি ।

Noun of Multitude হল এমন Collective Noun যা Plural number হিসাবে বসে, সাধারণ Collective Noun এর মত Singular হিসাবে বসে না ।

এরা এক জাতীয় কতগুলো জিনিসের অবিভক্ত সমষ্টি নয় বরং বিভক্ত

এখন উপরের উদাহরনটিকে অন্যভাবে লিখি-

Example

আমার পরিবার দুইটি হোটেলে লাঞ্চ খাচ্ছে

My family are eating lunch in two hotels.

একত্রে নয়, দুইভাগে ভাগ হয়ে; ফলে family টা Plural হয়ে গেছে । সংগত কারণে Verb টাও হয়ে গেছে Plural । এখানে are (is নয়) ।

এখানে family এই Collective Noun টি Noun of Multitude হিসাবে ব্যবহৃত হয়েছে ।

More Examples
  • The class has joined a cricket match today. (এখানে class সাধারন Collective Noun)
  • The class were divided into many groups for group-work. (এখানে class হল Noun of Multitude)
  • The jury is of the same opinion. (এখানে jury সাধারন Collective Noun)
  • The jury are of different opinions. (এখানে jury হল Noun of Multitude)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *