
LessonBangla’য় Level বলতে কি বুঝায়?
আমাদের LessonBangla Site এ শিক্ষার্থীদের class/standard/level কে বিবেচনায় রেখে Grammar গুলোকে ৪ টি level এ ভাগ করে আলোচনা করা হয়েছে-
- Level-1
- Level-2
- Level-3
- Level-4
Level গুলো যা নির্দেশ করে-
Level-1: Primary/Starter level; প্রাথমিক শাখার শিশুদের জন্য। স্বাভাবিকভাবেই Grammar ব্যাপারটাকে প্রাধান্য না দিয়ে Visual Content- image, video, animation এর মাধ্যমে Grammar এর idea ডেভেলাপমেন্টের ব্যবস্থা করা হয়েছে।
Level-2: Foundation level; ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা যে কোন শিক্ষার্থীর জন্য। ইংরেজির base/foundation/background নির্মান করে দেওয়াই এর উদ্দেশ্য।
Level-3: Advanced level; ৯ম, ১০ম, S.S.C ও ১১শ, ১২শ, H.S.C তে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা English Grammar এর প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখা শিক্ষার্থীর জন্য। পরীক্ষায় সর্বোচ্চ সফলতা এবং Communicative English এ উচ্চতর দক্ষতা অর্জনকে target করেই এই level।
Level-4: Upper level; Degree পর্যায় ও upper level এর শিক্ষার্থীদের জন্য। BCS candidate, চাকুরিপ্রার্থী, ভর্তি প্রত্যাশী, university student দের জন্য প্রযোজ্য।
