What is Infinitiveঃ ইনফিনিটিভ টা আসলে কি?
Level-2
‘ছাত্ররা চাইল একটি বাগান তৈরি করতে’ – এর English translation টা কি হবে বলতো। মনে মনে ভাব।
আচ্ছা, আমি help করছি। প্রথমে তো Subject বসাতে হবে, তারপর Verb, এরপর বাকি অংশ।
এখানে Subject হল- ছাত্ররা (students)। Verb কোনটি?
আসলে এখানে দুইটি Verb আছে। একটি- চাইল (wanted), অন্যটি- তৈরি করা (make)।
প্রশ্ন হল- Subject এর পর কোন Verb টি বসবে?
উত্তর হল- ‘চাইল বা wanted’ ই হল Subject কেন্দ্রিক Verb বা Finite verb। ফলে এটিই বসবে Subject এর পর পর। অবশিষ্ট Verb টি (make) হল Non-finite verb যা বসবে পরবর্তীতে।
এবার দেখে নাও-
The students | wanted | to make | a garden. |
---|---|---|---|
চাত্ররা | চাইল | তৈরি করতে | একটি বাগান। |
এখানে Finite verb- ‘wanted’ ছাড়া অন্য Verb টি (make), Non-finite verb হিসাবে বসেছে। এখানে ‘তৈরি করতে’ বুঝাতে ‘to make’ বসেছে। (to + V1) দিয়ে গঠিত যে form টি Non-finite verb হিসাবে বসেছে, সেটিই Infinitive।
Related links-
line_styleInfinitive সম্পর্কে আরো
তিন ধরনের Non-finite verb আছে; যেমন- Participle, Infinitive ও Gerund। এর মধ্যে-
লক্ষ্য কর-
Infinitive = to + Verb এর base form
যেমন-
- to come- আসতে
- to do- করতে
- to go- যেতে
- to write- লিখতে
- to read- পড়তে
- to buy- ক্রয় করতে
- to run- দৌড়াতে
Sentence আকারে-
- I want to go home.
আমি বাড়ি যেতে চাই। - They decided to arrange a picnic.
তারা সিদ্ধান্ত নিল একটি পিকনিকের আয়োজন করতে (করার)। - Father ordered me to bring a pen.
বাবা আমাকে আদেশ দিল একটি কলম আনতে। - She requested me to give him some money.
সে অনুরোধ করল তাকে কিছু টাকা দিতে। - Students go to school to earn knowledge.
ছাত্ররা স্কুলে যায় জ্ঞান অর্জন করতে।
আশা করি, Infinitive সম্পর্কে প্রাথমিক ধারনাটা সুস্পষ্ট হয়েছে।