Helping verb/Auxiliary verb: শিখতে হবে completely

Level-3

line_style

Helping verb বা Auxiliary verb এর মুখোমুখি

Helping verb বা Auxiliary verb এর অর্থ সাহায্যকারি ক্রিয়া। অর্থ থেকেই বুঝা যাচ্ছে Helping verb হচ্ছে এমন কিছু যা অন্যকে সাহায্য করে।

কাকে সাহায্য করে? নিশ্চয় সমগোত্রীয় কাউকে; অর্থাৎ অন্য Verb কে। কি ধরনের Verb কে?

উত্তর হল- মূল Verb কে বা প্রধান Verb কে বা Main Verb কে Principal Verb কে। যে সাধারন Verb গুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। যেমন-

come আসা go যাওয়া
eat খাওয়া drink পান করা
play খেলা করা walk হাঁটা
read পড়া write লেখা
run দৌড়ানো sleep ঘুমানো
drive চালানো see দেখা
know জানা get পাওয়া
know জানা sit বসা
make জানা break ভাঙা

এই ধরনের Principal verb কে Helping verb কিভাবে সাহায্য করে?

উত্তর হল-

  • Principal verb এর অর্থের পরিবর্তন করে দিয়ে।
  • Principal verb এর বিভিন্ন অর্থ গঠন করে দিয়ে।
যেমন-
A. শুধু Principal V দিয়ে sentence-
  • The boy makes a kite.
    ছেলেটি তৈরি করে একটি ঘুড়ি।

লক্ষ্য কর- এই উদাহরনে শুধুমাত্র Principal verb ‘make’ ব্যবহার করা হয়েছে, যার অর্থ- তৈরি করে।

B. (Auxiliary + Principal) verb দিয়ে sentence-
  • The boy is making a kite.
    ছেলেটি তৈরি করিতেছে একটি ঘুড়ি।

লক্ষ্য কর- বাংলা অর্থকে ‘তৈরি করে’ থেকে পরিবর্তন করে ‘তৈরি করিতেছে’ করার জন্য Principal verb ‘make’ এর সাথে ‘ing’ যোগ হয়েছে এবং এর পূর্বে Helping verb ‘is’ আনা হয়েছে।

এভাবে ‘is’ Principal verb ‘make’ কে অর্থ তৈরি বা পরিবর্তন করতে সাহায্য করেছে বলে is একটি Auxiliary verb বা Helping verb।

এখন এই একই Principal verb ‘make’ এর সাথে আরো কয়েকটি Helping verb (will, has,make) যোগ করে sentence গঠন করে আমরা দেখে নিই এরা কি ধরনের অর্থ সৃষ্টি করে। উল্লেখ্য, Helping verb পরিবর্তনের সাথে সাথে আবশ্যিকভাবে Grammatical নিয়ম অনুসারে Principal verb এর form ও পাল্টে যেতে পারে-

  • will: The boy will make a kite.
    ছেলেটি তৈরি করবে একটি ঘুড়ি।
  • has: The boy has made a kite.
    ছেলেটি তৈরি করেছে একটি ঘুড়ি।
  • can: The boy can make a kite.
    ছেলেটি তৈরি করতে পারে একটি ঘুড়ি।

Note: উপরোক্ত উদাহরনে- will, has ও can- make এর সাথে বসে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করেছে। will- ভবিষ্যতকাল গঠন করেছে (তৈরি করবে), has- হয়েছে/চলেছে এই ধরনের অর্থ দিয়েছে (তৈরি করেছে) এবং can- সক্ষমতা বা পারা এই অর্থ দিয়েছে (তৈরি করতে পারে)

তাহলে দেখা যাচ্ছে যে, Helping verb হল সেই সমস্ত Verb যারা Principal verb কে অর্থ প্রকাশে, অর্থ পরিবর্তনে বা অর্থ তৈরিতে সাহায্য করে, কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারেনা।

Helping verb এর গুরুত্ব এত বেশি যে, Helping verb এর সূত্র ধরেই তুমি English sentence কে সবচেয়ে ভালভাবে বুঝতে পার। অনেক সময় Tense অনুসরন করারও প্রয়োজন হয়না।

list

Helping verb এর বৈশিষ্ট্য

পরিশেষে বলা যায়, Helping verb এর বৈশিষ্ট্যগুলো হল-

  • Helping verb, Principal verb কে অর্থ প্রকাশে ও অর্থ গঠনে সাহায্য করে।
  • Helping verb, Principal verb এর পূর্বে বসে।
  • Helping verb নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারেনা। (পরবর্তী ধাপে আলোচনা করা হয়েছে)
  • ফলে Helping verb sentence এ একা বসতে পারেনা, এর সাথে Principal verb থাকতেই হবে।
  • Helping verb এর তালিকাভূক্ত কোন একটি verb একাই sentence এ বসলে সেটা অবশ্যই Principal verb হিসাবে বসেছে, Helping verb হিসাবে নয়।
line_style

Helping verb এর তালিকা

ইতোপূর্বে আমরা is, will, has, can- এই Helping verb গুলোর সাথে পরিচিত হয়েছি। আরো কিছু Helping verb আছে, তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। সহজেই সবগুলোকে একসাথে দখল করে ফেলা যায়। চল আমরা সচরাচর ব্যবহৃত Helping verb গুলো এক নজরে দেখে নিই-

am is are was
were have has had
shall will may can
should would might could
must ought to need dare
used to do does did

কিন্তু এভাবে শিখলে মসৃনভাবে মনে রাখা এবং দক্ষতার সাথে ব্যবহার করা যাবেনা। এই Verb গুলোরও আছে সুনির্দিষ্ট বিভাগ (classification)। প্রতিটি ভাগের আছে আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য। সেগুলো স্মরণে রেখে পড়লে সবগুলো Helping verb নিয়ে নির্ভূলভাবে Advanced শিক্ষার্থীর মতই Handle করা যাবে। দেখে নাও-

BE Verb

am, is, are,
was, were

HAVE Verb

have, has
had

Modal Verb

shall, will, may, can
should, would, might, could
must, ought to

Semi-modal Verb

need, dare, used to

Do Verb

do, does
did

এই verb গুলোর সাথে be, been, being যুক্ত হয়ে অনেক নতুন form গঠিত হতে পারে; যেমন- have been, shall be, will be, might have, was being, would be, should be, have been being, must have been ইত্যাদি। যাই হোক, বর্তমান Level-3 নিয়ে আর বেশিদূর এগুনো যাবেনা। এদের ব্যবহার ও বৈশিষ্ট্য নিয়ে Level-4 এ আলোচনা করা হয়েছে।

line_style

Verb টি কি Principal নাকি Auxiliary?

উপরের তালিকার Helping verb গুলোর মধ্যে Be verb (am, is, are, was, were), Have verb (have, has, had) এবং Do verb (do, does, did)– এই Verb গুলো Principal verb হিসাবেও বসে।

কিন্তু কিভাবে বুঝা যাবে যে Verb গুলো Auxiliary নাকি Principal?

এর উত্তর আগেই দিয়ে দেওয়া হয়েছে। Helping verb একা কোন অর্থ তৈরি করতে পারেনা। Helping verb গুলো যদি একা বসে, এর সাথে অন্য কোন Principal verb না থাকে, তবে এটিই Principal verb ধরে নিতে হবে। আর Principal verb হিসাবেই এর অর্থ সৃষ্টি হবে। আর যদি এই verb গুলোর পর কোন Principal verb থাকে, তবে এগুলো Auxiliary or Helping verb।

কয়েকটি উদাহরন দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।

is
  • Auxiliary: He is driving a car.
    (এখানে Principal verb ‘driving’ আছে বলে ‘is’ হল Helping verb)
  • Principal: He is a driver.
    (এখানে ‘is’ ই Principal verb)
are
  • Auxiliary: We are going to the countryside.
  • Principal: We are happy now.
have
  • Auxiliary: Farmers have prepared their lands in the meantime.
  • Principal: These Farmers have their own lands.
did
  • Auxiliary: Shaila didn’t join the English class yesterday.
  • Principal: Shaila did a lot of works yesterday.

আশা করি Helping verb সম্পর্কে একটা সম্যক ধারনা অর্জন করতে পেরেছ।

Comment ও Share করবে অবশ্যই। তোমাদের গঠনমূলক ও যোক্তিক comment ও প্রশ্নের অবশ্যই Reply দেওয়া হবে।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *