Finite ও Non-finite verb কি- জেনে নাও সহজে এক্ষুনি
Level-2
line_styleFinite and Non-finite verb
একবারে গোড়ার দিক থেকে বা মূলগতভাবে ইংরেজি Verb দুই প্রকার-
- Finite verb বা সমাপিকা ক্রিয়া
- Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া
তোমাকে যদি প্রশ্ন করি, বলত- ‘আমি স্কুলে যাই’– এর ইংরেজি কি?
তুমি সহজেই বলতে পারবে- I go to school ।
তুমি বলনি- I school go বা এরূপ কিছু। কারন না জানলেও মনে মনে ধরে নিয়েছ, English sentence এর trends টাই এরকম। Subject এর পরে Verb বসবে।
ফলে, ইংরেজি করার আগে তুমি বাংলা বাক্যটিকে মনে মনে সাজিয়ে নিয়েছ এভাবে-‘আমি যাই স্কুলে’। যেখানে Subject-আমি (I) এবং Verb- যাই (go)।
হ্যাঁ, এটাই সত্যি। ইংরেজি sentence এ Subject এর পরে Verb বসে। ইংরেজি sentence Subject-Verb কেন্দ্রিক। প্রথমে বসবে Subject, তারপর Verb- একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে। তারপর বসবে অন্যান্য উপাদান তাদেরকে কেন্দ্র করে।
উত্তরটা সোজা। Subject-সংশ্লিষ্ট Verb ছাড়াও sentence এ অন্যান্য স্থানে অন্যান্য Verb থাকতে পারে, সেগুলোই Non-finite verb। অর্থাৎ-
নিচের উদাহরনটির দিকে তাকাও-
He went to market to buy vegetables.
সে গিয়েছিল বাজারে ক্রয় করতে সব্জি।
এখানে highlight করা Verb টি went (গিয়েছিল) হল Subject- he কেন্দ্রিক। সুতরাং এটি Finite verb। এবং underline করা Verb টি buy (ক্রয় করা) হল Non-finite verb।
আর একটি উদাহরন দেখ-
Reaching the station, they found nobody to receive them.
স্টেশনে পৌঁছিয়া , তারা কাউকে দেখতে পেল না তাদের অভ্যর্থনা জানানোর মত।
এই উদাহরনে স্পষ্টতঃ Finite verb হল- found যা Subject ‘they’ এর verb। এছাড়া দুটি Non-finite verb রয়েছে- reaching ও receive।
উত্তর হল- একবার Sub ও একবার Verb থাকে Simple sentence এ। Compound ও Complex sentence এ একাধিকবার (Subject + Verb) থাকে। ফলে সেখানে একাধিকবার Finite verb থাকবে।
লক্ষ্য কর, নিচের sentence টিতে দুইবার Subject-Verb যুগল রয়েছে, ফলে দুইবার Finite verb রয়েছে-
We found that everybody was sleeping on the grass.
এখানে স্পষ্টতঃ found (we এর subject) এবং was sleeping (everybody এর subject)- এ দুটিই Finite verb।
প্রসঙ্গত- Simple-Compound-Complex এর আলোচনার জন্য আমাদের আলাদা lesson রয়েছে।
line_styleNon-finite verb কত ধরনের হয়?
Non-finite verb তিন ধরনের হয়; যথা-
- Infinitve
- Participle
- Gerund
Infinitive এর গঠন নিম্নরূপ-
Infinitive = (to + V1)
Infinitive হল- (to + verb এর present form) দিয়ে গঠিত একটি form যা সচরাচর যেতে, করতে, হতে, পড়তে– এ ধরনের অর্থ দেয়। যেমন-
- Students decided to go back home.
- We want to develop our country.
Participle এর গঠন নিম্নরূপ-
Participle = (Verb + ing)
Participle হল- Verb এর সাথে ‘ing’ যোগ করে গঠিত একটি form যা সচরাচর করিয়া, করতে করতে, করতে (করা অবস্থায়) -এ ধরনের অর্থ দেয়। যেমন-
- I saw them talking (কথা বলতে).
- Entering (প্রবেশ করিয়া) the cave, he saw a lion.
- She described the incident crying (কাঁদতে কাঁদতে).
Gerund এর গঠন নিম্নরূপ-
Gerund = (Verb + ing
Gerund ও Verb এর সাথে ‘ing’ যোগ করে গঠিত একটি form যা সচরাচর করা, করতে-এ ধরনের অর্থ দেয়। তবে Participle এর সাথে Gerund এর সুস্পষ্ট পার্থক্য রয়েছে; যেমন-
- Swimming(সাঁতার কাটা) is a good exercise.
- I always enjoy traveling (ভ্রমণ করা).
আশা করি Finite ও Non-finite verb এর প্রাথমিক ধারনাটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে।
Comment ও Share করতে ভুলবেনা। তোমাদের গঠনমূলক ও যোক্তিক comment ও প্রশ্নের অবশ্যই Reply দেওয়া হবে।