Double Possessive কি?
Level-1 | Level-2 | Level-3 | Level-4 |
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) | (Level কি?) |
Double Possessive case আবার কি?
পড়ে নাও-
আমরা জানি Possessive case হল Noun/Pronoun এর একটি form যা সচরাচর Noun এর পূর্বে অনেকটা Adjective এর মত বসেে ঐ Noun এর সাথে একটি সম্পর্ক প্রকাশ করে।
Possessive case এর একটি সাধারন বৈশিষ্ট্য হল- এর বাংলায় শব্দটির শেষে একটি ‘র’ বা ‘এর’ থাকে। যেমন-
আমার বন্ধু | my frined. |
তাদের বাড়ি | Their house. |
বাবার অফিস | father’s office. |
রুনার পুতুল | Runa’s doll. |
ফলে আমি যদি বলি, ‘এটি আমার বই’– এর ইংরেজি কি হবে? দেখ-
এটি আমার বই।
This is my book.
কিন্তু আমি যদি বলি, ‘এই বইটি আমার’– এর ইংরেজি কি হবে? দেখ-
এই বইটি আমার।
This book is my.
হবে কি?
হবে না। কারন- পূর্বের উদাহরনে ‘আমার (my) বসেছে একটি Noun (বই) এর পূর্বে। বর্তমান উদাহরনে ‘my’ বসেছে স্বাধীনভাবে, কোন Noun এর পূর্বে নয়। Possessive case যখন এভাবে বসে তখন এর অন্য একটি রূপ ব্যবহৃত হয় (এখানে my এর বদলে mine)। এটিই Double possessive।
অর্থাৎ- ‘এই বইটি আমার’– এর ইংরেজি হবে-
এই বইটি আমার।
This book is mine.
এখানে, ‘mine (আমার)’ হল Double Possessive। অনুরূপভাবে- ours, his, hers ইত্যাদি।
জেনে রাখ-
Possessive | Double Possessive |
---|---|
my (আমার) | mine (আমার) |
our (আমাদের) | ours (আমাদের) |
your (তোমার) | yours (তোমার) |
his (তার) | his (তার) |
her (তার) | hers (তার) |
their (তাদের) | theirs (তাদের) |
Sumon’s (সুমনের) | Sumon’s (সুমনের) |