What is Clause: কঠিন কিছু নয়, শিখে নাও Clause সহজে বাংলায়

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)

Clause এর অর্থ হল- বাক্যাংশ। বাক্যের বা Sentence এর অংশ।

কিন্তু Sentence এর কেমন অংশ? কতটুকু অংশ? একটি Sentence তো অনেকগুলো Words দিয়ে গঠিত হয়। তাহলে- কোথা থেকে, কতগুলো Word নিলে একটি Clause হবে?

এই lesson এ তুমি এটাই আবিস্কার করবে, হ্যাঁ নিজে নিজেই।

What is Clause? Clause কিভাবে চিনব? Clause এর গঠন কি?

Clause হল Sentence এর অংশ বা বাক্যাংশ। কিন্তু sentence এর কেমন অংশ-

Clause হল Sentence এর এমন অংশ যাতে একটি Subject ও একটি Finite verb থাকে। অনেক সময় Subject অনুপস্থিত থাকলেও Finite verb অবশ্যই থাকবে।

কিন্তু আমরা তো জানি, Subject ও Finite verb থাকলে তো সেটা পূর্ণ একটা Sentence ই হয়।

হ্যাঁ, ঠিকই বলেছ।

Clause হল Sentence এর ভিতরে Sentence। একটি বড় Sentence এর ভিতরে যদি একাধিকবার (Subject + Finite verb) যুগলের অস্তিত্ব থাকে, তবে প্রতিটিকে এক একটি Clause বলে। যদি দুইবার (Subject + Finite verb) থাকে, তাহলে সেটি দুই Clause বিশিষ্ট Sentence, আর তিনবার (Subject + Finite verb) এর অস্থিত্ব থাকলে সেটা তিন Clause বিশিষ্ট Sentence।

পরিস্কার করছি-

প্রসঙ্গতঃ নিচের লিঙ্কটি Visit করে আসতে পার-


আমরা দুইটি উদাহরন নিই-

  • A: The boy is helpless./ ছেলেটি অসহায়।
  • B: Nobody helped him./ কেহই তাকে সাহায্য করেনি।

উপরের উদাহরনের দুটি sentence ই পূর্ণাঙ্গ sentence। কারন দুটি sentence এ ই আলাদাভাবে (Subject + Finite) verb আছে। প্রসঙ্গত Finite verb হল সেই verb টি যা sentence এ Subject কে কেন্দ্র করে, Subject এর পর পর বসে।

  • প্রথম sentence এ Subject ‘The boy’ এবং Finite verb- ‘is’
  • দ্বিতীয় sentence এ Subject- ‘Nobody’ এবং Finite verb- ‘helped’

এখন, খেয়াল কর, আমরা কিন্তু উপরের দুটি sentence কে একত্রিত করে একটি sentence এ পরিণত করতে পারি, যেমন-

The boy is helpless but nobody helped him.
ছেলেটি অসহায় কিন্তু কেইই তাকে সাহায্য করেনি।

এখন কি হল। একটি Full stop (.), একটি sentence। কিন্তু পূর্বের sentence দুটি তো অবিকল র‍য়ে গেল। নিচে দেখ-

The boy is helpless but nobody helped him.

এই দুইটি sentence কে এখন কি বলা হবে? নিশ্চয় sentence নয়, কারন- এ দুটি এখন এক sentence এর অংশ হয়ে গেছে।

পূর্বের দুটি sentence এখন একই sentence এর মধ্যকার দুইটি Clause। একেই বলে CLAUSE, sentence এর মধ্যে sentence।

এবার অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আরো কয়েকটি উদাহরন দেখ। প্রতি ক্ষেত্রে Clause গুলোকে color-shade দ্বারা আলাদা করে দেখানো হয়েছে। প্রতি clause এর Subject কে underline ও Finite verb কে box দ্বারা আলাদাভাবে marking করা হয়েছে।

  • Example-1: As Shaila was ill, she could not go to school.

As Shaila was ill, she could not go to school.

  • Example-2: The teacher said that I scored better but I needed improvement.

The teacher said that I scored better but I needed improvement.

  • Example-2: Leave the room at once or he will kill you.

Leave the room at once or he will kill you.

Note-1: লাল চিহ্নিত word গুলো Linker বা Linking word। দুইটি clause এর মধ্যে একটি এবং তিনটি clause এর মধ্যে দুইটি Linker থাকে।

এবার এক নজরে Clause এর বৈশিষ্টগুলো দেখে নাও-

  • Clause হল sentence এর অংশ যাতে একটি Subject ও একটি Finite verb থাকে।
  • Clause এ কখনো কখনো Subject অনুপস্থিত থাকতে পারে (Example-3), কিন্তু Finite verb অবশ্যই থাকবে।
  • একটি sentence এ যদি একটিই Subject ও একটিই Finite verb থাকে, তবে তাকে Clause বলা হয়না, কারন সেটা তো একটি sentence ই, sentence এর অংশ নয়।
  • দুটি Clause কে যোগ করতে একটি Linking word এবং তিনটি Clause কে যোগ করতে দুইটি Linking word এর প্রয়োজন।
  • একটি sentence এ যদি একবার Subject ও একবার Finite verb থাকে, তবে তাকে Simple sentence বলে। একাধিক clause থাকলে সেটা Compound বা Complex sentence।

আশা করি Clause সম্পর্কে তোমাদের মধ্যে একটি স্বচ্ছ ধারনা তৈরি হয়েছে।

Share করে তোমাদের বন্ধুদের পড়ার সুযোগ করে দাও। গঠনমূলক Comment আশা করছি।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *