Case কি: Case না জানাটাই কেন তোমার জন্য ক্ষতি
Level-3
Case অর্থ- কারক।
কিন্তু বাংলা ব্যাকরণের কারকের সাথে English grammar এর Case এর বিশাল পার্থক্য। দুইটি শেখার প্রেক্ষাপট ও উদ্দেশ্যের মধ্যে খুব বেশি মিল নেই। তোমরাও মিল খুঁজতে যেওনা।
Case কারকের চেয়ে অনেক অনেক সহজ। আনুমানিক, Case শিখতে কারকের ১০ ভাগের ১ ভাগ সময় লাগবে।
line_styleKinds of Case: Case এর প্রকার, বাংলা কারকের সাথে মিল-অমিল
বাংলা কারক ছয় প্রকার-
- কর্তৃকারক
- কর্মকারক
- করন কারক
- সম্প্রদান কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
আর Case চার প্রকার; যথা-
- Nominative Case (কর্তৃকারক)
- Objective Case (কর্মকারক)
- Possessive Case (সম্বন্ধ পদ)
- Vocative Case (সম্বোধন পদ)
বুঝতেই পারছ, কারকের প্রথম ২ টিই শুধু Case এ অন্তর্ভূক্ত আছে। Case এর Possessive Case (সম্বন্ধ পদ) ও Vocative Case (সম্বোধন পদ) বাংলা কারকের প্রকার নয়, কিন্তু বাংলা কারক অধ্যায়ের আলোচ্য বিষয়।
line_styleCase থেকে কি শিখব? কেন গুরুত্বপূর্ণ?
Case না শিখাটাই তোমার জন্য লোকসান কারন, Case এ প্রধানত অল্প কয়েকটি Pronoun নিয়েই deal করা হয়। Case এর দিক থেকে Noun এর পরিবর্তন অতি সামান্যই হয়ে থাকে।
কিন্তু Case এর idea টা না বুঝলে এবং অল্প কয়েকটি word এর case ভিত্তিক form গুলো না শিখলে তুমি-
- Subject-Object নিয়ে নির্ভুলভাবে deal করতে পারবেনা।
- যত্র তত্র Possessive Word নিয়ে কাজ করতে পারবেনা।
- দক্ষতার সাথে Speech বা Narration পরিবর্তন করতে পারবেনা।
- দক্ষতার সাথে Voice পরিবর্তন করতে পারবেনা।
- Changing sentence এ দক্ষতা দেখাতে পারবেনা।
- Sentence construction ভালভাবে বুঝবেনা।
চিনে নাও Case
listআর Subject এর পরে বসে Verb। Verb কে ‘কে বা কারা’ দ্বারা প্রশ্ন করলেও Subject পাওয়া যায়, তেমনি পাওয়া যায় Nominative case ও।
যেমন- আমরা কতগুলো Personal Pronoun নিই, যেগুলোর মধ্যে বিভিন্ন Case আছে-
I (আমি), we (আমরা), me (আমাকে), us (আমাদেরকে), my (আমার), he (সে), our (আমাদের), she (সে), her (তার), his (তার), him (তাকে), you (তুমি/তোমরা), they (তারা), their (তাদের), your (তোমার), her (তাকে), them (তাদেরকে), you (তোমা্রা/তোমাদেরকে) ইত্যাদি।
এদের মধ্যে Nominative case কোনগুলো? এর formula কিন্তু আগেই দিয়ে রেখেছি। Verb কে ‘কে/কারা’ দ্বারা প্রশ্ন করলে Subject বা Nominative case পাওয়া যায়।
? | পড়ে | বই |
---|---|---|
? | read/reads | a book |
Subject | Verb | Object |
এখন যদি আমরা প্রশ্ন করি- বই পড়ে কে বা কারা? তাহলে উপরের তালিকার কোন কোন Pronoun গুলো পাওয়া যাবে?
- বই পড়ি- আমি (I)
- বই পড়- তুমি (You)
- বই পড়ে- সে (He/She)
- বই পড়ে- তারা (They)
- বই পড়ি- আমার (my) হবেনা
- বই পড়ে- তাদেরকে (them) হবেনা
এভাবে আমরা Nominative case হিসাবে পাচ্ছি নিচের Pronoun গুলো-
I (আমি), we (আমরা), you (তুমি/তোমরা), he/she (সে), they (তারা)।
listআর Object বসে Verb এর পরে। Verb কে ‘কি বা কাকে’ দ্বারা প্রশ্ন করলে Object পাওয়া যায়। একই পদ্ধতিতে পাওয়া যায় Objective case ও।
Verb কে ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ব্যক্তিবাচক বা Indirect Object এবং ‘কি’ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অব্যক্তিবাচক বা Direct Object। আমরা যেহেতু Personal Pronoun বা ব্যক্তিবাচক Pronoun নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি, এখানে Object পাওয়ার জন্য ‘কাকে’ দ্বারা প্রশ্ন করাটাই প্রাসঙ্গিক হবে।
এখন নিচের structure টা ব্যবহার করে আমরা যদি প্রশ্ন করি-
শিক্ষক | সাহায্য করেন | ? |
---|---|---|
The teacher | helps | ? |
Subject | Verb | Object |
শিক্ষক সাহায্য করেন- কাকে? তাহলে পূর্বোক্ত তালিকার কোন কোন Pronoun গুলো পাওয়া যাবে?
- শিক্ষক সাহায্য করেন- আমাকে (me)
- শিক্ষক সাহায্য করেন- তোমাকে (you)
- শিক্ষক সাহায্য করেন- তাকে (him/her)
- শিক্ষক সাহায্য করেন- তাদেরকে (Them)
- শিক্ষক সাহায্য করেন- আমরা (we) হবেনা
- শিক্ষক সাহায্য করেন- তার (his) হবেনা
এভাবে আমরা Objective case হিসাবে পাচ্ছি নিচের Pronoun গুলো-
me (আমাকে), us (আমাদেরকে), you (তোমাকে/তোমাদেরকে), him/her (তাকে), them (তাদেরকে)।
লক্ষ্য কর: ব্যক্তিবাচক Nominative case গুলোর বাংলা form এর শেষে ‘কে’ থাকে; যেমন- আমাকে, তোমাকে, তাহাকে, তাদেরকে ইত্যাদি।
listএখন আমরা পূর্বের মতই নিচের structure টি দিয়ে পরীক্ষা করে দেখি-
? | বই |
---|---|
? | book |
Possessive case | Noun |
যেহেতু আমরা Person pronoun নিয়ে deal করছি, এখন যদি প্রশ্ন করি ‘কার বই?’ হতে পারে-
- আমার বই বা, My book।
- তোমার বই বা, Your book।
- তার বই বা, His/her book।
- তাদের বই বা, Their book।
- হবেনা- আমাকে (me) বই
- হবেনা- তাকে (him) বই
এভাবে আমরা Possessive case হিসাবে পাচ্ছি নিচের Pronoun গুলো-
my (আমার), our (আমাদের), your (তোমার), his/her (সে), their (্তাদের)।
লক্ষ্য কর: ব্যক্তিবাচক Possessive case গুলোর বাংলা form এর শেষে ‘র’ বা ‘এর’ থাকে; যেমন- আমার, তোমার, তাহার, তাদের ইত্যাদি।
listনিচের উদাহরনগুলো দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। Underline করা word গুলো Vocative case।
- Give me some money, father.
- See you again, friends.
- Hello, little scientists. What are you doing?
- Uncle, could you tell me the way to the nearest mosque.
- Students, let’s go to the playground.
- What are you cooking, my dear mother?
Case of Noun: Noun এর Case
Pronoun এর চেয়ে Noun এর Case তুলনামূলকভাবে সহজ। Noun এর ক্ষেত্রে শুধু Possessive case এ Noun টির রূপান্তর ঘটে, আর অন্য সব ক্ষেত্রে মূল রূপটিই বসে।
এখন বিভিন্ন Case এ একটি ব্যক্তিবাচক Noun (Shakib) এর ব্যবহার লক্ষ্য কর-
- Nominative: Shakib (শাকিব) sent me a nice gift.
- Objective: I invited Shakib (শাকিবকে) to my birthday.
- Possessive: Yesterday, I borrowed Shakib’s (শাকিবের) camera.
- Vocative: How do you do, Shakib (শাকিব)?
Possessive case টি শুধু ‘s দিয়ে গঠন করা হয় (Shakib’s) যা বাংলায় ‘র’ বা ‘এর’ প্রকাশ করে (শাকিবের)। অন্যান্য form গুলো অপরিবর্তিত থাকে। অবশ্য Possessive case ‘of’ দিয়েও গঠন করা হয়। যা হোক, সেটা পরবর্তী level এ আলোচনা করা হবে।
আশা করি Case সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা পেয়েছ।
Share করে অন্যদের পড়ার সুযোগ করে দাও। তোমাদের গঠনমূলক Question ও Comment এর reply দেওয়া হয়।