Bare Infinitive টা আবার কি?
Infinitive থেকে Bare Infinitive
আমরা জানি (to + V1) দিয়ে গঠিত একটি form হল Infinitive যা Non-finite verb হিসাবে sentence এ বসে, যা ‘করতে’, ‘যেতে’- এ ধরনের অর্থ দেয়।
যেমন-
Father advised me to speak
the truth.
বাবা আমাকে সত্য বলতে
উপদেশ দিল।
বিস্তারিত-
Bare Infinitive
Bare কথাটির অর্থ শুন্য। Bare Infinitive মানে- শুন্য Infinitive অর্থাৎ- Infinitive নেই। তার মানে?
তার মানে হল- এমন কিছু স্থান আছে যেখানে Infinitive বসার কথা, কিন্তু তা বসেনা। তা সত্ত্বেও Infinitive এর অর্থ বহাল থাকে। সেই অনুপস্থিত/ না থাকা Infinitive ই হল Bare Infinitive।
সহজ ভাষায়-
যেমন-
They let the thief go away
.
তারা চোরটিকে চলে যেতে
দিল।
Infinitive এর রীতি অনুযায়ী এখানে- ‘চলে যেতে’ অর্থে ‘to go away’ হওয়ার কথা ছিল, কিন্তু to অনুপস্থিত। এটাই Bare Infinitive।
খুব জটিল কিছু নয়, ভয়ের কারন নেই। অল্প কয়েকটি verb আছে যেগুলো Finite verb হিসাবে বসলে, পরবর্তী Infinitive টি Bare Infinitive হয়। Verb গুলো হল-
- let: দেওয়া (অনুমতি)
- feel: অনুভব করা
- see: দেখা
- know: জানা
- hear: শোনা
- make: তৈরি করা
- please: সন্তুষ্ট করা
- bid: বিদায় জানানো, আদেশ করা
- behold: দেখা
- watch: দেখা
- notice: লক্ষ্য করা
কয়েকটি উদাহরন-
- The teacher bade me
do it
again.
শিক্ষক আমাকে এটা পুনরায়করতে
আদেশ দিলেন।
= The teacher bade meto do
it again. - I watched the girls
enter
the classroom.
আমি মেয়েদেরকে শ্রেণিকক্ষেপ্রবেশ করতে
দেখলাম। - She made me
write
her address.
তিনি আমাকে তার ঠিকানালিখতে
দিলেন। - I heard him
call
somebody.
আমি তাকে কাউকেডাকতে
শুনলাম। - He felt something
touch
his feet.
সে কোনকিছু তার পায়ের পাতাস্পর্শ করাটা
অনুভব করল।
আশা করি, Bare Infinitive টা তোমাদের কাছে Clear হয়ে গেছে।