Water Pollution- Paragraph
Water Pollution
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
Water is one of the most important elements of our environment. No animals or plants can survive without water. It is said that the other name of water is life. Certainly this water means pure drinkable water. But water is being polluted by us everyday and now water pollution has turned into a great problem in our country as well as all over the world. Wastes and rubbish from mills and factories are being mixed with river water and thus polluting it. Human wastes and household wastes are also another cause of water pollution. Farmers are using insecticides in their fields and they are getting mixed with river or pond water resulting in pollution. Oils thrown out from ships and other water vehicles are also responsible for water pollution. In this way, our total environment is greatly being polluted. Due to water pollution, many species of animals and plants have come under the threat of extinction where some of them have already vanished from the world. So, for the mere existence of our life and environment, we have to prevent water pollution at any cost.
Water pollution: Word/Phrase/term এর অর্থ
important element | গুরুত্বপূর্ণ উপাদান |
survive | টিকে থাকা |
drinkable | পানযোগ্য |
rubbish | ময়লা-আবর্জনা |
household wastes | গৃহস্থালির আবর্জন |
insecticides | কীটনাশক |
responsible | দায়ী |
total environment | সামগ্রিক পরিবেশ |
due to | কারনে |
threat | হুমকি |
extinction | বিলুপ্তি |
vanished | বিলুপ্ত |
existence | অস্তিত্ব |
at any cost | যে কোন মূল্যে |
Water pollution: পূর্ণাঙ্গ বাংলায়
পানি পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি। পানি ছাড়া কোন উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না। বলা হয়ে থাকে যে, পানির অপর নাম জীবন। অবশ্যই এই পানি মানে বিশুদ্ধ পানযোগ্য পানি। কিন্তু পানি প্রতিদিনই আমাদের দ্বারা নানাভাবে দূষিত হচ্ছে এবং এখন পানি-দূষণ আমাদের দেশের জন্য এবং একই সাথে সারা পৃথিবীর জন্য বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিল কারখানা থেকে বের হওয়া ময়লা ও আবর্জনা নদীর পানির সাথে মিশ্রিত হচ্ছে এবং এভাবে একে দূষিত করছে। মানবসৃষ্ট আবর্জনা এবং গৃহস্থালীর আবর্জনা ও পানি দূষণের অন্য একটি কারণ। কৃষকেরা তাদের জমিতে কীটনাশক ব্যবহার করছে এবং ওগুলো মিশ্রিত হচ্ছে নদী বা খালের পানিতে যার ফলে দূষণ সংঘটিত হচ্ছে। জাহাজ এবং অন্যান্য জলযান থেকে নিঃসৃত তেল ও পানি দূষণের জন্য দায়ী। এভাবে আমাদের সামগ্রিক পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। পানি দূষণের কারণে উদ্ভিদ ও প্রাণীর অনেক প্রজাতি বিলুপ্তির হুমকির মধ্যে আছে, যেখানে তাদের কিছু কিছু ইতিমধ্যেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই শুধুমাত্র আমাদের জীবন ও পরিবেশের অস্তিত্বের জন্যই আমাদেরকে যে কোনো মূল্যে পানি দূষণ রোধ করতে হবে।
YOUTUBE
এ