Quasi-passive verb সম্পর্কে স্পষ্ট ধারনা
Quasi-passive verb হল প্রকৃতপক্ষে Transitive verb কে Intransitive verb হিসাবে ব্যবহার করার উদাহরন।
Transitive এবং Intransitive verb সম্পর্কে details নিচের Link থেকে জেনে নিতে পার-
সংক্ষেপে বলতে গেলে, Transitive verb হল এমন ধরনের verb যার Object আছে বা Object কে ধারন করার যোগ্যতা আছে। অন্যভাবে, কোন verb কে ‘কি’ বা ‘কাহাকে’ দ্বারা প্রশ্ন করিলে যদি উত্তর পাওয়া যায় বা সম্ভব হয়, তবে সেটা Transitive verb (সকর্মক ক্রিয়া)। এবং যে উত্তর পাওয়া যাবে সেটা হল Object। আর বুঝতেই পারছ, Intransitive verb মানে এর উল্টোটা; অর্থাৎ-যার Object নেই বা Object কে ধারন করার যোগ্যতা নেই বা verb টিকে ‘কি’ বা ‘কাহাকে’ দ্বারা প্রশ্ন করিলে উত্তর পাওয়া যায় না বা উত্তর পাওয়া সম্ভব হয়না, সেই verb ই Intransitive verb (অকর্মক ক্রিয়া)।
নিচের উদাহরনগুলো লক্ষ্য কর, বিষয়টা আরো পরিষ্কার হবে-
- EX-1: She is reading a news-সে একটি খবর পড়ছে
এখানে Verb ‘read’ অর্থ- পড়া। সে কি পড়ছে? উত্তর হল- a news। সুতরাং read একটি Transitive verb। - EX-2: Father has gone to England-বাবা ইংল্যান্ড গিয়েছেন
এখানে Verb ‘go’ অর্থ- যাওয়া। বাবা ‘কি’ গিয়েছেন? উত্তর নেই/সম্ভব নয়। বাবা ‘কাকে’ গিয়েছেন? উত্তর- অবান্তর। সুতরাং go একটি Intransitive verb। - EX-3: The boy can run fast-ছেলেটি দ্রুত দৌড়াতে পারে
এখানে Verb ‘run’ অর্থ- দৌড়ানো। ছেলেটি ‘কি’ দৌড়াতে পারে? উত্তর- নেই/সম্ভব নয়। ছেলেটি ‘কাকে’ দৌড়াতে পারে? উত্তর- নেই/সম্ভব নয়। সুতরাং run একটি Intransitive verb। - EX-4: I love the children very much-আমি শিশুদেরকে খুব ভালবাসি
এখানে Verb ‘love’ অর্থ- ভালবাসা। আমি ‘কি’ ভালবাসি? উত্তর- নেই। আমি ‘কাকে’ ভালবাসি? উত্তর- শিশুদেরকে। সুতরাং love একটি Transitive verb।
অনুরূপভাবে,
- Transitive verb: drive, eat, get, draw, write, give, like, buy, bring, take, make etc.
- Intransitive verb: come, sleep, dance, rise, wait, sit, swim, cry, walk etc.
- boil
- smell
- feel
- sell
- look
- build
- taste etc.
- Transitive: He smells a rose-সে একটি গোলাপের গন্ধ নেয়
- Intransitive: The rose smells sweet-গোলাপের গন্ধ হয় মিষ্টি
- Transitive: The man sells rice- লোকটি চাল বিক্রি করে
- Intransitive: Rice sells at high price-চাউল চড়া দামে বিক্রি হয়
- Transitive: Everybody feels iron hard- সবাই লোহাকে অনুভব করে শক্ত হিসাবে
- Intransitive:Iron feels hard- লোহা অনুভূত হয় শক্ত হিসাবে
What is Quasi-passive verb?
তাহলে, Quasi-passive verb টা কি?
Quasi-passive verb এর সংখ্যা খুব বেশী নয়। সচরাচর ব্যবহৃত Quasi-passive verb গুলো হল-
এখন কয়েকটি উদাহরনের মাধ্যমে দেখে নেওয়া যাক, কিভাবে এ verb গুলো Transitive হয়েও Intransitive হিসাবে ব্যবহৃত হয়ে Quasi-passive (অর্ধেক passive, অর্ধেক active) এর মত অর্থের সৃষ্টি করে-
এখানে Verb ‘smell’ অর্থ- গন্ধ নেয়া। সে ‘কি’ গন্ধ নেয়? উত্তর- গোলাপটির বা গোলাপটিকে। সুতরাং smell verb টি Transitive হিসাবে ব্যবহৃত হয়েছে।
এখানে Verb ‘smell’ অর্থ- গন্ধ হওয়া। এখানে গোলাপটির গন্ধ হয় ‘কি/কাকে’ এভাবে প্রশ্ন করা যায়না। বরং গোলাপটির গন্ধ হয় ‘কিরূপ/কেমন’ এভাবে প্রশ্ন করা যায়। সুতরাং smell এখানে কোন Transitive verb নয়; এখানে তা Intransitive হিসাবে ব্যবহৃত হয়েছে। এই sentence এ এই smell টিই হল Quasi-passive verb এর উদাহরন।
অনুরূপভাবে, আরো কয়েকটি উদাহরন দেখ-
স্পষ্টতঃ উপরের উদাহরনগুলোতে Intransitive verb হিসাবে ব্যবহৃত ‘smell’, ‘sell’ এবং ‘feel’ Quasi-passive verb হিসাবে ব্যবহৃত হয়েছে।
আরো একটি বিষয় লক্ষ্য কর, প্রতি ক্ষেত্রেই Transitive verb থেকে Quasi-passive এ verb এর অর্থগুলো নিম্নরূপে পরিবর্তিত হয়ে গেছে-
Verb | Transitive | Quasi-passive |
---|---|---|
smell | গন্ধ নেওয়া | গন্ধ হওয়া |
sell | বিক্রি করা | বিক্রি হওয়া |
feel | অনুভব করা | অনুভূত হওয়া |
build | নির্মান করা | নির্মিত হওয়া |
ছাপানো | ছাপা হওয়া | |
taste | স্বাদ নেওয়া | স্বাদ হওয়া |