Third person singular number: বেশি সহজ বেশি ভুলের Grammar
Level-2
কোথায় ভুলটি সবচেয়ে বেশি হয়?
আমি স্কুলে যাই: I go to school.
তুমি স্কুলে যাও: You go to school.
সে স্কুলে যায়: He goes to school.
এখানেই ভুলটি। Grammar একটি সহজ অথচ গুরুত্বপূর্ণ Formula কে ঘিরে। আর তা হল-
এটা তো প্রায় সবারই জানা। কিন্তু ভুল কেন হয়?
কারনগুলো হল-
- অনেকেরই Formula টি জানা নেই।
- জানা থাকলেও মনে থাকেনা।
- সহজ বলে গুরুত্বপূর্ণ মনে হয়না।
- মনে থাকলেও যথাসময়ে প্রয়োগ করার কথা মনে থাকেনা।
- প্রয়োগ করার কথা মনে থাকলেও Third person, Singular number না চিনার কারনে ভুল হয়।
ফলে মাসুল গুনতে হয় জলজ্যান্ত নম্বর হারানোর মাধ্যমে।-
যাই হোক, এবার দেখে নাও, এর সহজতা কোথায়-
line_styleবুঝে নাও Third person, singular number
→ Subject হয় Noun অথবা Pronoun।
→ Noun/Pronoun এর Person তিন প্রকার;- First person, Second person এবং Third person।
→ Noun/Pronoun এর Number দুই প্রকার;-Singular Number, Plural Number।
First person Noun হয়না, শুধুমাত্র ‘আমি’ সম্পর্কিত Pronoun; যেমন- I, we, me, us, my, our, myself, ourselves, mine, ours ইত্যাদি। এর মধ্যে First person এ Subject হিসাবে শুধুমাত্র I এবং We ছাড়া অন্য কিছু বসেনা।
Second person Noun হয়না, শুধুমাত্র ‘তুমি’ সম্পর্কিত Pronoun; যেমন- You, your, yours, yourself, yourselves ইত্যাদি। এর মধ্যে Second person এ Subject হিসাবে শুধুমাত্র You ছাড়া অন্য কিছু বসেনা।
Third person হিসাবে Noun ও Pronoun দুইই বসে। Subject হিসাবে Third person এর singular Pronoun হল- he, she, everybody, anybody, somebody, any ইত্যাদি;
Third person এর Noun পৃথিবীর অবশিষ্ট সমস্ত Words।
আমাদের দরকার Third person, Singular number
সুতরাং বুঝতেই পারছ, তুমি শুধু লক্ষ্য করবে, Third person, singular number PRONOUN গুলো (He, she, anybody/anyone, everybody/everyone, somebody/someone, any ইত্যাদি) এবং পৃথিবীর যে কোন Noun এর Singular। তাহলেই যথেষ্ট।
মনে রাখবে, বিষয়টা ছোট কিন্তু এর গুরুত্ব বিশাল।
আশা করি Third person, Singular number নিয়ে আর কোন সমস্যা হবেনা।
Share করে অন্যদের পড়ার সুযোগ করে দাও। তোমাদের গঠনমূলক Question ও Comment এর reply দেওয়া হয়।