The Life of a Day Laborer – Paragraph

A Day Laborer/ The Life of a Day Laborer

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

A day laborer is a manual laborer who is hired by the employer on daily basis for minimal wage. They do various kinds of works and all they can employ in their work is physical strength. They are usually employed for agricultural works, construction works, in different projects, in brick fields or for loading and unloading goods in transport section, in busy marketplace, railway stations and bus stand to get things carried from one place to another. Day laborers may be skilled, semi-skilled, or unskilled workers. In the case of the same works in the same fields, their wages are pre-fixed. In other cases, employers can argue with them to settle their labor charges. There also sits labor bazaar, particularly, in the morning in different crowded points where laborers sit together with their tools like spade, basket, etc. From there, employers can choose their required workers by haggling. However, day laborers are lower-class people and most of them live from hand to mouth. When they cannot go out to search for work due to foul weather or fail to find work, they have to starve or pass the day in difficulty. This is the common picture of their lifestyle age by age. They live in a hut in the villages or in a slum in the towns. They never dream of getting more and more but are satisfied with what they earn. Apparently, this is the reason why they are much happier than many tycoons. They do not deserve social rank but their contribution is not negligible in building up civilization.

A day laborer: Word/Phrase/term এর অর্থ

manual laborer শারীরিক শ্রম
hire ভাড়া করা
employer নিয়োগকর্তা
on daily basis দৈনিক ভিত্তিতে
minimal wage স্বল্প মজুরি
physical strength শারীরিক শক্তি
loading and unloading goods মালামাল উঠানো-নামানো
skilled দক্ষ
semi-skilled আধা-দক্ষ
In the case of ক্ষেত্রে
pre-fixed পূর্ব-নির্ধারিত
settle নির্ধারন করা, মিমাংসা করা
crowded points জনাকীর্ন স্থান
tools যন্ত্রপাতি
spade কোদাল
basket ঝুড়ি
haggling দরকষাকষি করা
lower-class নিম্নবিত্ত শ্রেণি
live from hand to mouth দিন এনে দিন খায়
search for খোঁজ করে
foul weather খারাপ আবহাওয়া
starve উপোস করা
difficulty জটিলতা, কষ্ট
lifestyle জীবনপ্রণালী
hut কুঁড়েঘরে
slum বস্তি
Apparently দৃশ্যত, আপাতদৃষ্টিতে
tycoons টাকার কুমির, ধনবান
deserve দাবি রাখা
social rank সামাজিক পদমর্যাদা
contribution অবদান
negligible নগণ্য
civilization সভ্যতা

A day laborer: পূর্ণ বাংলায়

একজন দিনমজুর হল কায়িক শ্রমিক যে তার নিয়োগকর্তার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয় দৈনিক ভিত্তিতে ন্যূনতম মজুরির বিনিময়ে। তারা বিভিন্ন ধরনের কাজ করে এবং তারা তাদের কাজে সর্বোচ্চ যা নিয়োজিত করতে পারে তা হল তাদের শারীরিক শক্তি। তারা সচরাচর নিয়োগপ্রাপ্ত হয় কৃষিকাজে, নির্মান কাজে, বিভিন্ন প্রকল্পে, ইটখোলায় অথবা পরিবহন সেক্টরে মালামাল উঠানো-নামানোর কাজে, ব্যস্ত মার্কেটে, রেলস্টেশন ও বাস-স্টেশনে জিনিসপ্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পরিব্হনের কাজে। দিনমজুররা হতে পারে দক্ষ, আধা-দক্ষ বা অদক্ষ শ্রমিক। একই কর্মক্ষেত্রে একই কাজের জন্য তাদের মজুরিটা পূর্ব-নির্ধারিত। অন্যান্য ক্ষেত্রে, নিয়োগকর্তা তাদের শ্রমের মজুরি নির্ধারনের জন্য দরদাম করতে পারে। আবার শ্রম-বাজারও বসে, বিশেষ করে,সকালে জনাকীর্ন স্থানে যেখানে শ্রমিকরা একত্রিত হয়ে বসে তাদের কাজের যন্ত্রপাতি যেমন- কোদাল, ঝুড়ি ইত্যাদি নিয়ে। সেখান থেকে নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় শ্রমিক বেছে নিতে পারে দরকষাকষির মাধ্যমে। যাই হোক, দিনমজুরেরা নিম্নবিত্ত শ্রেণির লোক এবং তারা দিন এনে দিন খায়। যখন তারা খারাপ আবহাওয়ার কারনে কাজের খোঁজে বাইরে যেতে পারেনা বা কাজ খোঁজে পেতে ব্যর্থ হয়, তখন তাদের উপোস করতে হয় বা সেই দিনটি কষ্টে কাটে। এটাই যুগে যুগে তাদের জীবনযাত্রার সাধারন চিত্র। তারা গ্রামে কোন কুঁড়েঘরে বা শহরে বস্তিতে থাকে। তারা আরো বেশি বেশি পাওয়ার স্বপ্ন দেখেনা বরং তারা যা উপার্জন করে তা নিয়েই সন্তষ্ট থাকে। দৃশ্যত এটাই হল কারন যে কারনে তারা অনেক টাকার কুমিরের চেয়েও বেশি সুখি। তারা সামাজিক পদমর্যাদার দাবি রাখেনা কিন্তু সভ্যতার বিনির্মানে তাদের অবদান নগণ্য নয়।

অথবা, দেখ-

YOUTUBE


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *