The Internet- Paragraph
The Internet
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
The internet is one of the most powerful inventions of modern science. It is an epoch-making technology man has experienced next to computer. It is the network of numerous computers that are connected to each other to exchange information quickly around the world. The internet got its start in the early 1960s in the United States. Today almost one-third of the world’s population use internet regularly. It has brought about a revolution in the field of communication. It has added a new dimension to the world’s computer culture. Men are getting more and more dependent on the internet day by day. Man’s education, recreation, business, and social communication, buying and selling, rites and rituals, organizational works—all have turned into internet-based activities. Internet has millions of smaller domestic, academic, business, and government networks. Anybody from anywhere can access this network and find their desired information from different web media. The use of e-mail through internet has opened a new horizon in the field of communication. Now man can send and receive an electronic letter from one computer to another instantly. The Internet has introduced a new age in the field of social communication. People can easily and instantly share their feelings, thoughts, ideas, image, audio, and video through social networks like Facebook, Tweeter, Instagram, Linkedin, Youtube etc. These sites are the most popular for all sectors of people. Internet is used everywhere for communicating by text message, phone calling or video calling, to listen music, to watch a movie and live television channels, to transfer and share files. It is also being used to pay the bill, for electronic banking, to shop sitting at home, to send or receive money instantly from or to anywhere around the world. The uses of the internet are too many to describe. There is no field of life where internet is not used. The present extent of internet activity is also increasing day by day.
The internet: Word/Phrase/term এর অর্থ
powerful inventions | শক্তিশালী আবিস্কার |
epoch-making | যুগ-সৃষ্টিকারী |
technology | প্রযুক্তি |
experience | অভিজ্ঞতা, অভিজ্ঞতা লাভ করা |
numerous | অসংখ্য |
exchange | বিনিময় করা |
information | তথ্য |
revolution | বিপ্লব |
new dimension | নতুন মাত্রা |
dependent | নির্ভরশীল |
recreation | বিনোদন |
rites and rituals | আচার-অনুষ্ঠান |
internet-based activities | ইন্টারনেট-ভিত্তিক কর্মকান্ড |
domestic | আভ্যন্তরিন |
access | প্রবেশাধিকার,প্রবেশ করা |
desired | কাঙ্খিত |
new horizon | নতুন মাত্রা |
instantly | তাৎক্ষনিকভাবে |
introduce | পরিচিত করা, সূচনা করা |
share | ভাগাভাগি করে নেওয়া |
thoughts | চিন্তা |
extent | ব্যাপ্তি |
increase | বৃদ্ধি পাওয়া |
The internet: পূর্ণ বাংলায়
ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের শক্তিশালী আবিস্কারগুলোর মধ্যে একটি। এটা একটা যুগ-সৃষ্টিকারী প্রযুক্তি যার অভিজ্ঞতা মানুষ লাভ করেছে কম্পিউটারের পরেই। এটা অসংখ্য কম্পিউটার এর নেটওয়ার্ক যা একে অপরের সাথে যুক্ত দ্রুত তথ্য বিনিময় করতে সারা পৃথিবী জুড়ে। ইন্টারনেটের যাত্রা শুরু হয় ১৯৬০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে। আজ পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ লোক নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট বিপ্লব নিয়ে এসেছে। পৃথিবীর কম্পিউটার সংস্কৃতিতে এটা নতুন মাত্রা যোগ করেছে। মানুষ দিনে দিনে ইন্টারনেট এর উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। মানুষের শিক্ষা, বিনোদন, ব্যবসা ও সামাজিক যোগাযোগ , ক্রয়বিক্রয়, আচার-অনুষ্ঠান, সাংগঠনিক কাজ সবকিছু ইন্টারনেট-ভিত্তিক কর্মকান্ডে পরিণত হয়েছে। ইন্টারনেটে আছে মিলিয়ন মিলিয়ন ছোট ছোট আভ্যন্তরিন, প্রাতিষ্ঠানিক, ব্যবসা-সংক্রান্ত এবং সরকারি নেটওয়ার্ক। যে কেউ যে কোন স্থান থেকে এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন ওয়েব-মিডিয়া থেকে তাদের কাঙ্খিত তথ্য খোঁজে বের করতে পারে। ইন্টারনেট এর মাধ্যমে ইমেইলের ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন মানুষ মুহুর্তের মধ্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইলেকট্রনিক চিঠি পাঠাতে পারে এবং গ্রহন করতে পারে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট একটি নতুন যুগের সূচনা করেছে। মানুষ এখন সহজে এবং দ্রুত শেয়ার করতে পারে তাদের অনুভূতি, চিন্তা, ধারনা, ছবি, অডিও, ভিডিও সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক, যেমন- ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইয়ুটিউব ইত্যাদির মাধ্যমে। এই সাইটগুলো অত্যন্ত জনপ্রিয় সকল শ্রেণির মানুষের কাছে। ইন্টারনেট সর্বত্র ব্যবহৃত হয় টেক্সট ম্যাসেজ, ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের জন্য, গান শুনতে, মুভি ও সরাসরি টেলিভিশন চ্যানেল দেখার জন্য, ফাইল শেয়ার ও স্থানান্তরের জন্য। এটা আরো ব্যবহৃত হচ্ছে বিল পরিশোধ করতে, ইলেক্ট্রনিক ব্যাংকিং এর জন্য, ঘরে বসে কেনাকাটা করতে, পৃথিবীর যে কোন স্থান থেকে যে কোন স্থানে তাৎক্ষনিকভাবে অর্থ প্রেরন ও গ্রহন করতে। ইন্টারনেট এর ব্যবহার এত বেশি যে তা বর্ণনা করে শেষ করা যায়না। জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে ইন্টারনেট ব্যবহৃত হয়না। ইন্টারনেট কর্মকান্ডের বর্তমান ব্যাপ্তিও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
YOUTUBE
এ