Right forms of Verb এর কৌশল: Part-E (Non-Finite Verb এর সমাধান)
Non-finite Verb এর সঠিক রূপ বসানো
Sentence এ Subject পর পর অর্থাৎ Subject-কেন্দ্রিক যে Verb বসে, তাই FINITE Verb।
আর, Subject-পরবর্তী বা Subject-কেন্দ্রিক Verb ছাড়া Sentence এর অন্যান্য স্থানে যে Verb বসে, তাই NON-FINITE Verb।
Bangladesh earns foreign exchange exporting ready-made garments.
Note: উপরোল্লিখিত sentence এ Subject হল- Bangladesh, এবং এর পরবর্তী verb ‘earn’ ই হল Finite verb। স্পষ্টত অন্য verb ‘export’ হল Non-finite verb।
প্রসঙ্গত, তুমি যদি Finite verb ও Non-finite verb কি এ ব্যাপারে নিশ্চিত না হও, তাহলে আমাদের নিচের টিউটরিয়ালটি অনুসরন কর-
Non-finite verb তিন ধরনের হয়; যথা-
- Infinitve
- Participle
- Gerund
এখন আমরা Right forms of verb এর প্রয়োজনে sentence এ Non-Finite verb গুলোর অবস্থান কোথায়, কিভাবে সঠিক form বসিয়ে শুন্যস্থান পূরন করতে হয়, সে ব্যাপারে আলাদা আলাদা বিশ্লেষণ করব।
listInfinitive
Infinitive= to + Verb (base)
Infinitive কে to-Infinitive ও বলা হয়। to-Infinitive মানে হল (to + Verb এর base form) দিয়ে গঠিত একটি Grammatical term যা Non-finite verb হিসাবে sentence এর বিভিন্ন স্থানে বসে। এর বাংলা অর্থ হয় অনেকটা এরকম-
- to do, করতে
- to go, যেতে
- to come, আসতে
- to write, লিখতে
যেমন-
Students usually go abroad to get higher education.
ছাত্র-ছাত্রীরা সচরাচর বিদেশ যায় উচ্চশিক্ষা গ্রহন করতে।
সুতরাং এর structure টা হল-
লক্ষ্য কর,
Qus.: He went to the airport to — his maternal uncle (receive).
Ans.: He went to the airport to receive his maternal uncle.
Qus.: Man must change his behavior to — greenhouse gas emission (reduce).
Ans.: Man must change his behavior to reduce greenhouse gas emission.
Qus.: To — the illiterate people is my mission (educate).
Ans.: To educate the illiterate people is my mission.
Qus.: It is important for you not to — time to — up the life (waste, build).
Ans.: It is important for you not to waste time to build up the life .
Participle
Sentence এর Subject-পরবর্তী বা Subject-কেন্দ্রিক Verb ছাড়া অন্যান্য স্থানে Verb এর শূণ্যস্থান থাকিলে যেমন বসতে পারে Infinitive, তেমনি বসতে পারে Participle যার Present রূপটি (Verb + ing) দিয়ে গঠিত।
This man earns his livelihood selling playthings to the children.
এই লোকটি জীবিকা অর্জন করে শিশুদের কাছে খেলনা বিক্রয় করিয়া।
Note: sentence টিতে Subject হল- This man, এবং এর পরবর্তী verb ‘earn’ ই হল Finite verb। স্পষ্টত অন্য যে verb টি রয়েছে ‘export’ তার ‘exporting’ রূপটিই হল Participle।
কিন্তু, এ হল Present Participle এর উদাহরন যা বাংলায়- ‘করিয়া’, ‘করে’, ‘করতে করতে’ ‘করা রত অবস্থায়’ এ ধরনের অর্থ প্রকাশ করে। গড়পরতা student রা Participle বলতে Present Participle কেই বুঝে থাকে।
যাই হোক, Participle এর শ্রেণিভেদটা দেখে নাও।
listParticiple কয় ধরনের হয়?
Participle তিন প্রকার-
- Present Participle: (Verb + ing) দিয়ে গঠিত form।
- Past Participle: মূলত Verb এর Past Participle form টি।
- Perfect Participle: (Having + V3) দিয়ে গঠিত form।
Qus.: — bed, I first go to the open field for morning walk (leave).
Ans.: Leaving bed, I first go to the open field for morning walk.
শয্যা ত্যাগ করিয়া, আমি প্রথমে খোলা মাঠে প্রাতঃ ভ্রমনে বের হই।
Qus.: They pass most of their time — online game (play).
Ans.: They pass most of their time playing online game.
তারা তাদের বেশিরভাগ সময় কাটায়, অনলাইন গেইম খেলিয়া/খেলার মাধ্যমে।
Qus.: A girl is coming hither — (run).
Ans.: A girl is coming hither running.
একটি মেয়ে এদিকে আসছে দৌড়াতে দৌড়াতে।
Qus.: I see an old woman — her child on back (carry).
Ans.: I see an old woman carrying her child on back.
আমি একটি বৃদ্ধ মহিলাকে দেখছি আর শিশুটিকে পিঠে বহণ করতে/বহনরত অবস্থায়।
Qus.: — by Rabindranath, ‘The Gitanjali’ won the Nobel Prize (written).
Ans.: Written by Rabindranath, ‘The Gitanjali’ won the Nobel Prize.
রবীন্দ্রনাথের দ্বারা লিখিত (পূর্বে) গীতাঞ্জলি নোবেল পুরস্কার জিতেছিল।
Qus.: — two year ago, the village people are rebuilding the bridge (destroy).
Ans.: Destroyed two year ago, the village people are rebuilding the bridge.
দুই বছর পূর্বে ধ্বংশপ্রাপ্ত, ব্রীজটিকে গ্রামের লোকেরা পুণঃনির্মান করিতেছে।
Qus.: Having — my office-work, I started for my country home (finish).
Ans.: Having finished my office-work, I started for my country home.
আমার অফিসের কাজ শেষ হওয়ার পরে, আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
Qus.: Having — our new residence, our family shifted to it (construct).
Ans.: Having constructed our new residence, our family shifted to it.
আমাদের নতুন বাসস্থান নির্মিত হওয়ার পরে, আমাদের পরিবার এতে স্থানান্তরিত হল।
Gerund
Gerund ও Participle এর মত (Vreb + ing) দিয়ে গঠণ করা হয়। Gerund মূলতঃ একই সাথে Noun ও Verb এর ব্যবহার। কখনো যদি আমাদের Verb কে Noun রূপ দেওয়ার প্রয়োজন হয়, তখন Verb এর সাথে ‘ing’ দিয়ে সেই form টা গঠণ করে নিই, সেটাই Gerund।
Traveling is not only recreative but also educative.
ভ্রমন শুধু বিনোদনমূলকই নয়, শিক্ষামূলক ও।
Note: উপরের উদাহরনে, highlight করা word টি হল ‘travel-ভ্রমন করা’ যা একটি Verb। কিন্তু word টি verb এর স্থানে বসেনি। এটি বসেছে Subject এর স্থানে, যা হবে সর্বদা একটি Noun/Pronoun। সে কারনেই ‘travel’ verb টিকে ‘ing’ যুক্ত হয়ে Noun হয়ে Subject এর স্থানে আসতে হয়েছে। এটিই Gerund। এখন ‘traveling’ অর্থ ‘ভ্রমন করা’ নয়; বরং ‘ভ্রমণের কাজ বা শুধু ভ্রমন’।
Gerund sentence এর যে কোন স্থানে বসতে পারে। যেখানে Noun এর অবস্থান, সেখানে Gerund এরও অবস্থান হতে পারে।
Qus.: No doubt, as an exercise — is suitable for all ages of people (walk).
Ans.: No doubt, as an exercise, walking is suitable for all ages of people.
সন্দেহ নেই, ব্যায়াম হিসাবে, হাঁটা সব বয়সের মানুষের জন্য উপযোগী।
Qus.: If you like to develop a software, you need to learn — (program).
Ans.: If you like to develop a software, you need to learn programing.
যদি তুমি সফটওয়্যার বানাতে চাও, তোমার প্রয়োজন প্রোগ্রামের কাজ শেখা।