Right forms of Verb এর কৌশল: Part-A (Tense চিহ্নিতকরণ পদ্ধতি)

line_style

Tense চিহ্নিতকরন পদ্ধতিতে Verb এর সঠিক form বসানো

আমরা পূর্ববর্তী Common rules এর lesson এ Tense চিহ্নিতকরনের মাধ্যমে ও সূত্র অনুসরনে Sentence এ Right form of verb বসানোর ব্যাপারে আলোকপাত করেছি। একই সাথে Right form of Verb এর জন্য প্রয়োজনীয় Tense গুলো চিহ্নিতকরনের কৌশল ও Structure প্রদর্শন করেছি। এই lesson টিতে প্রবেশের পূর্বে পূর্ববর্তী lesson টি অবশ্যপাঠ্য, এখনই পড়ে নাও।

এই lesson এ প্রয়োজনীয় Tense গুলোকে আরো সুনির্দিষ্ট Trick প্রয়োগ, Explanation ও Example দ্বারা আলাদা আলাদাভাবে চিহ্নিতকরনের কাজটা অধিকতর সহজ করে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এখানে Tense গুলো আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সবগুলো সূত্রকে একসাথে বিবেচনা করে কাঙিত sentence এর Tense নিরূপন করতে হবে।

Rule: A1 Sentence টি কি Simple Present?

পরীক্ষা করে দেখ তোমাকে দেওয়া Sentence টি নিম্নের শর্তগুলো পূরণ করে কিনা, যদি করে তাহলে sentence টির Tense হবে Simple Present-

  • Sentence এর সম্ভাব্য কাজ (Verb) টি হবে- কোন কাজ ‘সাধারনভাবে হয়, ঘটে বা সব সময় হয়ে থাকে’ এ রকম।
  • Sentence টি চিরন্তন সত্য, সাধারন সত্য বা অভাসগত বাস্তবতা বুঝাচ্ছে।
  • Sentence বা Passage টিতে পূর্ববর্তী কোন সময়ের উল্লেখ ব্যতিত যদি সচরাচর নিম্নের Word গুলো থাকে-
    • always (সর্বদা)
    • generally (সাধারনতঃ)
    • normally (স্বাভাবিকভাবে)
    • regularly (নিয়মিত)
    • usually (সচরাচর)
    • everyday (প্রতিদিন)
    • daily (্দৈনিক)
    • often (প্রায়ই)
    • sometimes (মাঝে মাঝে)

তুমি যদি নিশ্চত হও Sentence টি Simple Present tense এর, তাহলে Principal Verb এর Right form হবে-

Verb এর Present form (V1) বা s/es form

এক্ষেত্রে, Subject টি Third person Singular number ছাড়া অন্য কিছু হলে, Verb এর Present form (V1) বসবে।

আর, Subject টি Third person Singular number হলে Verb এর s/es form বসবে। [Rule-2 দেখ]।

আর Sentence টি Negative (না-বাচক) হলে Right form of Verb হবে-

do not/does not + Verb এর base form (V1)

এক্ষেত্রে, Subject টি Third person Singular number ছাড়া অন্য কিছু হলে, (do not + V1) বসবে।

আর, Subject টি Third person Singular number হলে (does not + V1) বসবে।

Examples

Q: Trees — us food, wood, oxygen and other things. (give)
A: Trees give us food, wood, oxygen and other things.

Q: The Tiger — on meat. (live)
A: The Tiger lives on meat.

Q: People usually — glittering things. (like)
A: People usually like glittering things.

Q: Every Friday, students — a jolly day as they — to school. (pass, go)
A: Every Friday, students pass a jolly day they do not go to school.

Q: Generally, educated people — the logical way. (follow)
A: Generally, educated people follow the logical way.

Q: Happiness and sorrow — by turns.
A: Happiness and sorrow come by turns.

Q: Because of illness, Abdur Razzak — to office regularly.
A: Because of illness, Abdur Razzak does not go to office regularly.

Rule: A2 Simple Present এর Subject টি কি Third person-Singular?

Simple Present tense নিশ্চিত হওয়ার পর যদি দেখ Subject টি Third person Singular number, তাহলে Verb এর সঠিক form হবে-

Verb এর s/es form

আর Sentence টি Negative হলে Right form of Verb হবে-

does not + V1
Examples

Q: The sun — move round the sun.
A: The sun does not move round the earth.

Q: Because of illness, Abdur Razzak — to office regularly.
A: Because of illness, Abdur Razzak does not go to office regularly.

Q: The cow — water but it does not — its own milk.
A: The cow drinks milk but it does not drink its own milk.

Q: Shihab is a good boy. He — the class. (disturb)
A: Shihab is a good boy. He does not disturb the class.

Q: The moon — light of its own. (have)
A: The moon does not have light of its own.

Rule: A3 Sentence টি কি Simple Past?

যাচাই করে দেখ প্রদত্ত Sentence টি নিম্নের শর্তগুলো পূরণ করে কিনা, যদি করে তাহলে sentence টির Tense হবে Simple Past-

  • Verb এর বাংলা অর্থটি- অতীতে কোন কাজ ‘হয়েছিল বা ঘটেছিল’ এরূপ নির্দেশ করলে।
  • Sentence বা Passage টি সচরাচর ব্যবহৃত নিম্নরূপ অতীত নির্দেশক চিহ্নযুক্ত হলে-
    • Once, Once upon a time, One day, In the ancient time/period যা sentence বা passage এর শুরুতে থাকে।
    • Ago, long ago, long long ago, long since- sentence এর শুরুতে বা শেষে থাকে।
    • yesterday, Last, last week, last month, last year, formerly ইত্যাদি sentence এর শুরুতে বা শেষে থাকে।
    • যে কোন পূর্ববর্তী সাল; যেমন- in 1971 ইত্যাদি sentence বা Passage এর শুরুতে বা শেষে থাকে।

Sentence টি Simple Present tense, এ ব্যাপারে নিশ্চিত হলে Verb এর সঠিক form টি বসাতে হবে-

Verb এর Past form (V2)

আর Sentence টি Negative হলে Right form of Verb হবে-

did not + Verb এর base form (V1)
Examples

Q: Many of our freedom fighters — their lives to save the motherland. (sacrifice)
A: Many of our freedom fighters sacrificed their lives to save the motherland.

Q: Stalin — Soviet Union with an iron hand. (rule)
A: Stalin ruled Soviet Union with an iron hand.

Q: Due to illness, Ashik — go to college last Sunday. (go)
A: Due to illness, Ashik did not go to college last Sunday.

Q: Many years ago, there — a king in a deserted island. (live)
A: Many years ago, there lived a king in a deserted island.

Q: It — Newton who — Calculus. (be, invent)
A: It was Newton who invented calculus.

Q: It — although there was cloud in the sky. (rain)
A: It didn’t rain although there was cloud in the sky.

Q: Last week, they — no special news. (publish)
A: The week, they published no special news.

Q: I — that mad dog in the street yesterday. (see)
A: I saw that mad dog in the street yesterday.

Q: At last, God — pity on him. (take)
A: At last, God took pity on him.

Rule: A4 Sentence টি Simple Future কিনা কিভাবে বুঝব?

Sentence টি Simple Future ধরে নিতে হবে যদি-

  • Verb দিয়ে ভবিষ্যতে সংগঠিত হবে এমন কোন কাজ বুঝায়।
  • Sentence টিতে পূর্ববর্তী কোন সময়ের উল্লেখ বা প্রসঙ্গ ছাড়া tomorrow (আগামীকাল), (next/following + সময়বাচক noun); যেমন- the next month, the following year ইত্যাদি থাকে।

Sentence টির tense যদি Simple Future হয়, তাহলে Verb এর Right form হবে-

shall/will + Verb এর base form (V1)

এক্ষেত্রে Negative এর জন্য আলাদা কোন Rule এর প্রয়োজন নেই। যে সকল sentence এ Helping Verb থাকে, সেখানে Helping Verb এর সাথে not যোগ করে দিলেই Negative হয়ে যায়। যেমন এক্ষেত্রে হবে-

shall/will + not + Verb এর base form (V1)
Examples

Q: Our college — from tomorrow after a long vacation. (start)-দীর্ঘ ছুটির পর আমাদের কলেজ কাল —।
A: Our college will start from tomorrow after a long vacation.

Q: If you rise early, you — see the sunrise. (see)
A: If you rise early, you will/can see the sunrise.

Q: As you have cheated us, we — you. (help)
A: As you have cheated us, we will not help you.

Q: Our government — a culvert over this canal next year. (build)
A: Our government will build a culvert over this canal next year.

Q: Father — for New York next week. (start)
A: Father will start for New York next week.

Rule: A5 চিনে নাও Present Continuous tense

Sentence টিকে Present Continuous ধরে নিতে হবে যদি-

  • Verb এর কাজটি বর্তমানে ‘হইতেছে/চলিতেছে/ঘটিতেছে’ এরূপ বুঝায়; অর্থাৎ বর্তমানে কাজের চলমানতা বুঝায়।

Sentence টির tense যদি Present Continuous প্রমানিত হয়, তাহলে Verb এর Right form হবে-

am/is/are + (Verb+ing)

আর Sentence টি Negative হলে Helping Verb এর সাথে not যোগ করলেই হবে।

Examples

Q: The class is finished; students — home now. (return)- ক্লাশ শেষ, ছাত্র-ছাত্রীরা এখন বাড়ি —।
A: The class is finished; students are returning home now.

Q: Look; children — in the sun. (busk)
A: Look; children are busking in the sun.

Q: In the recent years, world climate — abnormally. (change)
A: In the recent years, world climate is changing abnormally.

Q: We cannot get out now as it — outside. (rain)
A: We cannot get out now as it is raining outside.

Q: It is matter of hope that our country — day by day.
A: It is matter of hope that our country is developing day by day.

Rule: A6 Past Continuous tense কিভাবে চিনব?

Sentence টি Past Continuous tense হবে যদি-

  • Verb এর কাজটি অতীতে ‘হইতেছিল/চলিতেছিল/ঘটিতেছিল’ এরূপ বুঝায়; অর্থাৎ অতীতের কাজের চলমানতা বুঝায়।
  • Simple Past এর মতই কিছু অতীত নির্দেশক চিহ্ন; যেমন- Oncee, Once upon a time, long ago, yesterday, long since, (last + সময়বাচক Noun) ইত্যাদি থাকতে পারে।

Sentence টি Past Continuous tense হলে, Verb এর Right form হবে-

was/were + (Verb+ing)
Examples

Q: A bear came forward while two friends — through a forest. (passing). একটা ভাল্লুক এগিয়ে এল, যখন দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করিতেছিল
A: A bear came forward while two friends were passing through a forest.

Q: Some naughty girls gathered under a mango tree on a picnic. Some —, some — water where some others — nearby. A little girl — them too. (cook, bring, play, help).

A: Some naughty girls gathered under a mango tree on a picnic. Some were cooking, some were bringing water where some others were playing nearby. A little girl was helping them too.

Rule: A7 Future Continuous চেনার উপায়

Sentence টি Future Continuous tense হবে যদি-

  • Verb এর কাজটি ভবিষ্যতে সংগঠিত ‘হইতে থাকবে/চলতে থাকবে/ঘটতে থাকবে’ এরূপ বুঝায়; অর্থাৎ ভবিষ্যত কাজের চলমানতা বুঝায়।

Sentence টি Future Continuous হলে, Verb এর সঠিক form হবে-

shall be/will be + (Verb+ing)
Examples

Q: Don’t worry; the baby — in a few minute. (sleep). চিন্তা করোনা, শিশুটি কয়েক মিনিটের মধ্যেই ঘুমাতে থাকবে
A: Don’t worry; the baby will be sleeping in a few minutes.

Q: Whatever obstacle may come, we — against all oppression. (protest).
A: Whatever obstacle may come, we will be protesting against all oppression.

Q: If you oppress others, you — days after days. (repent).
A: If you oppress others, you will be repenting day after day.

Rule: A8 Present Perfect চিহ্নিতকরন

Sentence টি Present Perfect tense হবে যদি নিচের শর্তগুলো মিলে যায়-

  • Sentence এর সম্ভাব্য কাজ (Verb) টি ‘এইমাত্র সম্পন্ন হয়েছে’ এরূপ বুঝাবে। ‘সম্পন্ন হয়েছিল বা হল’ এ রকম কিন্তু বুঝাবেনা।
  • Sentence বা Passage টিতে পূর্ববর্তী কোন সময়ের উল্লেখ ব্যতিত যদি সচরাচর নিম্নের Word গুলো থাকবে-
    • just (এক্ষুনি)
    • just now (ঠিক এক্ষুনি)
    • already (সবেমাত্র)
    • recently (সম্প্রতি)
    • lately (সম্প্রতি)
    • ever (কখনো)

Sentence টি Present Perfect tense হলে, Verb এর সঠিক form হবে নিম্নরূপ-

have/has + Verb এর Past Participle form (V3)
Examples

Q: My maternal uncle has just — from Japan. (return). আমার মামা এইমাত্র জাপান থেকে ফিরেছে।
A: My maternal uncle has just returned from Japan.

Q: Recently, our school — a cultural program. (arrange).
A: Recently, our school has arranged a cultural program.

Q: Have you ever — to Saint Martin? (be).
A: Have you ever been to Saint Martin?

Q: He — his work; Let him go home. (complete)
A: He has completed his work; Let him go home.

Q: Everybody, come and see. The child — home alone. (return)
A: Everybody, come and see. The child has returned home alone.

Rule: A9 Past Perfect চিহ্নিতকরন

বাংলা ক্রিয়ার দিক থেকে Past Indefinite tense ও Past Perfect tense মূলত একই; অর্থাৎ অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছিল-এরূপ বুঝাবে।

কিন্তু গঠনের দিক থেকে এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। গঠন দেখেই Past Perfect tense সহজেই চেনা যায়।

লক্ষ্য কর-

মূলতঃ, Past Perfect tense এর গঠন নিম্নরূপ-

had + Verb এর Past Participle form (V3)

আর, Past Indefinite এর গঠন হল-

Verb এর Past form (V2)

কিন্তু সচরাচর Past Perfect tense এর গঠনে এর আগে বা পরে Past Indefinite এর একটি clause থাকে।

অর্থাৎ- প্রকারান্তরে Past Perfect এর গঠন হয়, নিচের যে কোন একটি structure অনুসরনে-

had + V3 + … before… + V2

The rain had stopped before we went out.

বা,

V2 + … after… + had + V3

We went out after the rain had stopped.

এভাবে থাকলে সহজেই structure অনুসরন করে শূন্যস্থানের Verb টি বসানো যাবে।

Examples

Q: We stopped walking after the sun —. (set).
A: We stopped walking after the sun had set.

Q: My grandfather — before he — 70. (die, reach).
A: My grandfather had died before he reached 70.

Rule: A10 অন্যান্য Tense চিহ্নিতকরন

উপরে উল্লেখিত Tense গুলো ছাড়া অবশিষ্ট যে Tense গুলো রয়েছে, সেগুলোর structure সহ একবার দেখে নিই-

Future Perfect
shall have/will have + (V3)
Present Perfect Continuous
have been/ has been + (V + ing)
Past Perfect Continuous
had been + (V + ing)
Future Perfect Continuous
shall have been/ will have been + (V + ing)


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *