Right forms of Verb এর কৌশল: Part-B (Helping Verb সূত্রে সমাধান)
Helping Verb দেখে Principal Verb বসানো
পূর্ববর্তী lesson (Part-A) তে আমরা দেখিয়েছি কিভাবে Tense নির্নয় করার করার মাধ্যমে, Tense এর structure অনুসরনে Verb এর সঠিক form বসানো যায়।
কিন্তু sentence এ যদি Helping Verb দেওয়া থাকে, তাহলে Tense অনুসরন করার প্রয়োজন নেই। Helping Verb দেখেই Principal Verb বসানো যায়। Helping Verb কি হলে Principal Verb কি হবে, তার তালিকা আমাদের Right form of Verb: Common rules lesson এ represent করা হয়েছে। Common rules গুলো সর্বদা স্মরনে রাখা অপরিহার্য।
দ্রষ্টব্যঃ কোন একটি sentence থাকতে পারে Active অথবা Passive mode এ। বর্তমান lesson এ sentence টি Active Voice এ থাকলে Helping verb অনুসারে Principal verb কি হবে, সেটা focus করা হবে। Passive mode এর ক্ষেত্রে সর্ব অবস্থায় Principal verb এর V3 form হবে যা 6th lesson এ clarify করা হয়েছে।
যাই হোক, আমাদের বর্তমান lesson এর সুবিধার্থে Active এ Helping Verb এর সাপেক্ষে Principal Verb কি হবে সেই তালিকাটা আরেকবার দেখে নিই-
Helping Verb | Principal Verb |
---|---|
am/is/are/was/were | Verb + ing |
have/has/had | V3 |
have been/has been/had been | Verb + ing |
do/does/did | V1 |
Modal Verb (shall, will,may, can, should, would, might, could, must, ought to) | V1 |
Modal Verb + be) (shall be, will be …..) | Verb + ing |
Modal Verb + have (shall have, will have …..) | V3 |
Modal Verb + have (shall have been, will have been…..) | Verb + ing |
Semi-Modal + have (needn’t, dare, daren’t, daredn’t, usedn’t) | V1 |
Rule: B1 ‘to be’ জাতীয় Helping Verb
এ জাতীয় Helping Verb গুলো হল am/is/are/was/were। চল এদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই-
- am/is/are/was/were এর সাথে Verb এর ‘ing’ form বসে।
- am/is/are/was/were Passive voice এ ও বসে। Passive এ বসলে সর্বক্ষেত্রে সাথে V3 বসবে, যা পরে আলোচ্য।
- am being/is being/are being/was being/were being শুধুমাত্র Passive এ বসে, Active এ বসেনা।
যেহেতু আমরা এখানে শুধু Active নিয়েই কাজ করব, সুতরাং আমাদের কাঙ্খিত structure হল-
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B2 ‘to have’ জাতীয় Helping Verb
এ জাতীয় Helping Verb গুলো হল have/has/had। এদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও-
- have/has/had এর সাথে Verb এর Past Participle (V3) form বসে। have/has/had শুধুমাত্র Active voice এ বসে, Passive voice এ বসেনা।
- have been/has been/had been Active ও Passive উভয় mode এ বসে। Active mode এ এদের সাথে Verb এর ‘ing’ form বসে; Passive mode এ Verb এর V3 form বসে।
- have এর পূর্বে যদি Modal verb যুক্ত হয়ে বসে (যেমন- shall have, might have, could have, will have, should have, must have….), তাহলেও উপরোক্ত নিয়মেই Principal Verb নির্ধারিত হবে।
সুতরাং, এই ধাপে আমাদের কাঙ্খিত structure হল-
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B3 Modal Verb
Modal Verb গুলো Helping বা Auxiliary Verb এর মত করে Principal verb এর পূর্বে বসে। Modal verb দেওয়া থাকলে সেটা অনুসরন করে সহজেই মূল Verb টি বসানো যায়।
এক নজরে Modal Verb এর list টা দেখে নাও-
shall | will | can | may | must |
should | would | could | might | ought to |
এবার Modal Verb সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নাও-
- Modal Verb পরে সাথে Verb এর base (V1) form বসে। Modal Verb শুধুমাত্র Active voice এ বসে, Passive voice এ বসেনা।
- Modal verb এর সাথে have যুক্ত হলে (যেমন- shall have, might have, could have, will have, should have, must have….) তার সাথে মূল Verb এর V3 form বসে। (Modal verb + have) শুধুমাত্র Active voice এ বসে, Passive voice এ বসেনা।
- Modal verb এর সাথে be যুক্ত হয়ে (যেমন- shall be, might be, could be, will be, should be, must be….) Active ও Passive উভয় mode এ বসে। Active mode এ এদের সাথে Verb এর ‘ing’ form বসে; Passive mode এ Verb এর V3 form বসে।
- Modal verb এর সাথে have been যুক্ত হয়ে (যেমন- shall have been, might have been, should have been, must have been….) Active ও Passive উভয় mode এ বসে। Active mode এ এদের সাথে Verb এর ‘ing’ form বসে; Passive mode এ Verb এর V3 form বসে।
সুতরাং, এই ধাপে প্রয়োগের জন্য আমাদের কাঙ্খিত structure হল-
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B4Semi-modal Verb
Semi-modal হল এমন যেগুলো Modal Verb হিসাবে বসতে পারে আবার ক্ষেত্রবিশেষে Full verb হিসাবেও বসতে পারে।
Semi-modal verb এর list টা দেখে নাও-
need | dare | used to |
এই Semi-modal verb গুলো যে যে রূপে Helping verb এর অনুরূপ sentence এর মূল verb এর পূর্বে বসে, সেটা দেখে নাও-
needn’t | dare | daren’t | daredn’t | used to | usedn’t |
Semi-modal verb সম্পর্কে বলা যায়-
- Semi-modal verb এর সাথে base form (V1) বসে এবং Semi-modal সচরাচর Active mode এই বসে থাকে।
সুতরাং Semi-modal verb সংশ্লিষ্ট structure হল-
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B5 Helping Verb হিসাবে ‘Do’
আমরা জানি, Do অর্থ করা, যা একটি Principal verb হিসাবে বসে। কিন্তু ‘Do’ Helping verb হিসাবেও বসে; বিশেষ করে Negative ও Interrogative করতে।
Helping verb হিসাবে do এর তিনটি রূপ-
do | does | did |
- do/does/did এর সাথে base form (V1) হয় এবং সর্বদা Active voice হিসাবে বসে।
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B6 am to/is to/are to/was to/were to
Helping verb এর সাথে ‘to’ যুক্ত এই সকল phrase গুলোর পরে একটি full verb (Principal verb) বসে। এগুলো যদিও Helping verb নয়, এগুলো sentence এ কার্যতঃ Helping verb এর মতই বসে।
- am to/is to/are to/was to/were to এবং have to/has to/had to এর পরে base form V1) হয়। এভাবে এগুলো Active mode এ বসে।
- Passive mode এ ‘be’ যুক্ত হয়ে, অর্থাৎ- am to be/is to be/are to be/was to be/were to be এবং have to be/has to be/had to be বসে যার পরে নিয়মানুযায়ী V3 বসে।
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B7 am going to/is going to/are going to/was going to/were going to
Helping verb এর সাথে ‘going to’ যুক্ত এই সকল phrase গুলোর পরেও একটি full verb (Principal verb) বসে। Helping verb না হলেও এগুলোকে Helping verb এর মতই বিবেচনা করা যায়।
- am going to/is going to/are going to/was going to/were going to এর পরে base form (V1) হয়। এভাবে এগুলো Active mode এ বসে।
- Passive mode এ ‘be’ যুক্ত হয়ে, অর্থাৎ- am going to be/is going to be/are going to be/was going to be/were going to be বসে যার পরে বসে V3।
Q: — . ().
A: .
Q: — . ().
A: .
Rule: B8 had better, had rather, would better, would rather
এগুলোও Helping verb এর মতই বসে, যাদের পরে বসে একটি full verb (Principal verb)।
- had better, had rather, would better, would rather এর পরে base form (V1) হয়। এগুলো শুধুমাত্র Active voice এ বসে।
Q: — . ().
A: .
Q: — . ().
A: .