Right forms of Verb এর কৌশল: Part-D (Passive mode এর সমাধান)
Right forms of Verb: Passive mode চিনে Verb বসানো
তুমি যদি চিনতে পার, প্রশ্নের sentence টি Passive voice এ বা Passive mode এ আছে, তাহলে Principal verb টি অবশ্যই Past Participle (V3) হবে। অর্থাৎ-
Passive voice এ Principal verb টি সর্বদা Past Participle (V3) form হয়।
তাহলে তো খুবই সহজ, তাইনা? কিন্তু সমস্যা হল- Sentence টি Passive কিনা, সেটা ধরতে পারা।
যাই হোক, Passive চিনার কলাকৌশল নিয়ে আমাদের আলাদা একটি Tutorial আছে, সেটা ঘুরে আস-
যাই হোক, Passive চিনার উপায়টা এখানে সংক্ষেপে বলছি-
listPassive চিনার উপায়
আমরা জানি, Object যুক্ত English sentence এর অতি প্রয়োজনীয় একটি Structure হল-
Subject + Verb + Object
All the members agreed to the proposal.
সকল সদস্য প্রস্তাবে একমত হল
এখানে Verb হল- ‘agree (রাজি হওয়া)’। একে যদি প্রশ্ন করি- ‘কে বা কারা রাজি হয়?’। উত্তর হবে- সকল সদস্য বা All the members। ফলে, All the members হল Subject। স্পষ্টতঃ Subject টি Subject এর স্থানেই আছে। সুতরাং- Sentence টি Active।
His application was granted ten years later.
তার দরখাস্ত মঞ্জুর হল দশ বছর পরে।
এখানে Verb হল- ‘grant (মঞ্জুর করা)’। এখন যদি প্রশ্ন করি- ‘কে বা কারা মঞ্জুর করে?’। উত্তর কি এখানে আদৌ আছে? মঞ্জুর কে করতে পারে? হয়ত কোন Officer বা কর্তৃপক্ষ বা Manager বা Headmaster বা Principal। কিন্তু এখানে Subject হিসাবে এরকম মঞ্জুরকারি কারো উল্লেখ নেই। অর্থাৎ- Subject টি Subject এর স্থানে নেই। কিন্তু ‘কি’ মঞ্জুর করল? Application যা একটি Object- সেটা Subject এর স্থানে আছে। সুতরাং- Sentence টি Passive।
এভাবে আমরা যে কোন sentence এর উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে Active/Passive নির্ণয় করতে পারি।
listPassive sentence এ Helping verb প্রসঙ্গ
Helping Verb দেখেও (যদি দেওয়া থাকে) অনেক সময় Passive voice সনাক্ত করা যায়। এর জন্য Passive voice এ কি ধরনের Helping verb বসে সেটা জেনে নিতে হবে।
চল, সবার আগে Helping verb এর তালিকাটা এক নজরে দেখে নিই-
am, is, are,
was, were
have, has
had
shall, will, may, can
should, would, might, could
must, ought to
do, does
did
প্রসঙ্গত Helping verb কি এ ব্যাপারে যদি তুমি নিশ্চিত না হও, তবে নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নাও-
এখন Passive voice ও Helping verb সম্পর্কে কিছু সাধারন তথ্য জেনে নাও-
- ‘HAVE’ গ্রুপের Verb গুলো (have/has/had) কখনো Passive voice এ বসেনা। এদের সাথে ‘been’ বা ‘been being’ যুক্ত হয়ে বসতে পারে, যেমন- Passive: A new rule has been introduced for the girl students. Active voice এ এদের পরে V3 বসে।
- ‘MODAL’ verb গুলো (will, may, can, must…..) কখনো Passive voice এ বসেনা। এদের সাথে ‘be’ বা ‘have been’ যুক্ত হয়ে বসতে পারে, যেমন- Passive: This puzzle must be solved within twenty-four hours. Active voice এ এদের পরে V1 বসে।
- ‘DO’ verb গুলো (do/does/did বা don’t/doesn’t/didn’t) কখনো Passive voice এ বসেনা। Active voice এ এদের পরে V1 বসে।
- ‘MODAL’ verb গুলো সাথে ‘be’ যুক্ত হয়ে (will be, may be, can be, must be….) যদিও Active voice এ বসতে পারে, তবে Active এ এদের ব্যবহার খুবই সীমিত। সচরাচর Passive এ ই ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমাদের পূর্বে উল্লেখিত ‘Subject কে test করার’ formula প্রয়োগ করে নিশ্চিত হতে হবে।
- কিছু কিছু Verb আছে যেগুলো Helping verb নয়, কিন্তু sentence এ এগুলো কার্যত Helping verb এর মতই কাজ করে যাদের পরে Principal verb এর base form (V1) বসে। যেমন- ‘BE’ গ্রুপের- am to/is to/are to/was to/were to, ‘HAVE’ গ্রুপের- have to/has to/had to। এছাড়া am going to, is going to ইত্যাদি। এগুলো সর্বদা Active voice এ বসে। কিন্তু এদের সাথে ‘be’ যুক্ত হয়ে সর্বদা Passive voice এ বসে। যেমন- Passive: A cultural function is going to be held in our college premises.
- am being/is being/are being/was being/were being সর্বদা Passive এ বসে।
- have been being/has been being/had been being সর্বদা Passive এ বসে।
- ‘BE’, ‘HAVE + been’ ‘MODAL + be’ verb গুলি Active এ বসলে (Verb + ing) কিন্তু Passive এ বসলে V3 বসবে।
এবার বিস্তারিত উদাহরনের মাধ্যমে Passive voice টা আরো পরিস্কারভাবে চিনে নাও-
Qus.: Your question was — easily (answer).
Ans.: Your question was answered easily.
Note: Verb হল ‘answer-উত্তর দেওয়া’। কে/কারা উত্তর দেয়? সম্ভাব্য উত্তর হবে- কোন ব্যক্তি/শিক্ষার্থী/শিক্ষক বা এরকম কেউ। কিন্তু, Subject হিসাবে এরকম কিছু নেই। সুতরাং- Passive voice। ফলে, ‘answer’ এর Past Participle ‘answered’ বসেছে।
Qus.: Trees are — at random nowadays (cut).
Ans.: Trees are cut at random nowadays.
Note: এখানে Verb হল ‘cut-কাটা’। কে/কারা কাটে? সম্ভাব্য উত্তরটি Subject হিসাবে নেই। বরং ‘কি’ কাটে অর্থাৎ- Tree (Object) টিই Subject এর স্থানে আছে। সুতরাং এটি Passive voice। ফলে, ‘cut’ এর Past Participle ‘cut’ বসেছে।
Qus.: Our school is — a study tour next week (arrange).
Ans.: Our school is arranging a study tour next week.
Note: এখানে Verb হল ‘arrange-আয়োজন করা’। কে/কারা আয়োজন করে? উত্তর হল- Our school। সুতরাং যথার্থ Subject টি Subject হিসাবে আছে। ফলে, এটি একটি Active voice। ফলে, is’ এর পরে ‘arrange’ এর ‘ing’ form ‘arranging’ বসেছে।
Qus.: A new school is being — in this area (build).
Ans.: A new school is being built — in this area.
Note-1: ‘is being’ থাকলে সেটা অবশ্যই Passive voice। সুতরাং- ‘build’ এর Past Participle ‘built’ বসেছে।
Qus.: Every worker must — uniform during duty (wear).
Ans.: Every worker must wear uniform during duty.
Note-1: MODAL ‘must’ সর্বদা Active voice এ বসে, Passive এ বসেনা। ফলে নিয়মমাফিক ‘wear’ এর base form ‘wear’ বসেছে।
Qus.: This shop is going to be — from the next month (start).
Ans.: This shop is going to be started from the next month.
Note-1: ‘is going to be’ সর্বদা Passive voice এ বসে। ফলে, ‘start’ এর Past Participle ‘started’ বসেছে।
Qus.: A tragic message was — from her last night (receive).
Ans.: A tragic message was received from her last night.
Qus.: A number of scouts have — part in the ‘Essay competition’ (take).
Ans.: A number of scouts have taken — part in the ‘Essay competition’.
Qus.: An unusual climate is — throughout the world (see).
Ans.: An unusual climate is seen throughout the world.