Subject-Verb Agreement: Subject ও Verb এর সামঞ্জস্য- বিষয়টি কি?
Subject ও Verb এর সামঞ্জস্য বা Agreement
Subject এর সাথে Verb এর সামঞ্জস্য (Agreement)- ব্যাপারটা আসলে কি?
অন্য কথায়, Subject ও Verb পরস্পর সামঞ্জস্যপূর্ণ হয়েছে- এ কথার অর্থ কি?
আচ্ছা, প্রশ্ন করা যাক, Subject এর কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে Verb এর রূপ পরিবর্তন হয়ে যায়? উত্তর হল: ২ টি-
- Number (Singular-Plural)
- Person (1st Person-2nd Person-3rd Person)
এখন কথা হল- আমরা Singular-Plural তো Number অধ্যায়েই শিখি। সেই অনুসারে Subject এর Singular-Plural নির্ধারন করে ঠিক ঠিক Verb বসালেই তো হয়ে যায়।
আবার, 1st-2nd-3rd Person তো Person অধ্যায়ে শিখিই। তদনুসারে, Subject এর Person নির্ধারন করে ঠিক ঠিক Verb বসালেই তো হয়ে যায়।
তাহলে, এই Subject-Verb Agreement অধ্যায়ের প্রয়োজনটা কি?
আসলে Number ও Person এর সবকিছু শিখে ফেললেও Subject এর চাহিদা অনুযায়ী সঠিক Verb টি বসানো সম্ভব নাও হতে পারে। কারন, কিছু কিছু ক্ষেত্রে বহু Word বিশিষ্ট Subject টি খুবই গোলমেলে (confusing) থাকে। এতে বুঝতে সমস্যা হয় যে-
- Subject টির Number ও Person কি।
- Subject টির কোন অংশের Number ও Person কে বিবেচনায় নিতে হবে।
- Subject টির কোন অংশের Number ও Person কে অগ্রাধিকার দিয়ে Verb বসাতে হবে, ইত্যাদি।
যাই হোক, আমরা Subject-Verb Agreement এর প্রতিটি Rule ই পরবর্তী ধাপে আলাদাভাবে আলোচনা করব।
তবে তার আগে জেনে নেওয়া আবশ্যক, Verb এর Singular-Plural কি। কারন-
Verb এর Singular-Plural কি?
তাহলে Verb এর ও কি Singular -Plural আছে?
হ্যাঁ আছে।
বিষয়টি সহজ।
মনে রাখতে হবে, Verb এর Singular-Plural এর হিসাব-নিকাশ প্রযোজ্য Subject যদি Third person হয় তখন।
অর্থাৎ- Subject Third person singular হলে Singular verb গুলি বসবে; আবার Third person plural হলে Plural verb গুলি বসবে। Subject যদি First person অথবা Second person হয় তাহলে তেমন কোন জটিলতা নেই।
Verb এর Singular-Plural এর বিষয়টি অল্প কয়েকটি verb এর মধ্যেই সীমাবদ্ধ। এদেরকে মোটামুটি নিম্নলিখিত ৫ টি গ্রুপেই ভাগ করা যায়-
- is/are
- was/were
- has/have
- does/do
- s/es যুক্ত Verb/ Verb এর base form
এদের মধ্যে Subject singular হলে গ্রুপের প্রথমটি বসবে এবং Plural হলে দ্বিতীয়টি বসবে। বিষয়টি উদাহরনসহ আরো পরিস্কারভাবে দেখে নিই-
Verb | Singular | Plural |
---|---|---|
is/are | is -A boy is playing. |
are –-The boys are playing. |
was/were | was -A woman was bathing in the pond. |
were -Two women were bathing in the pond. |
has/have | has -This child has no parents. |
have -These children have parents. |
does/do | s/es যুক্ত Verb -Man does not like slavery. |
Verb এর base form -Men do not like slavery. |
s/es form / base form | s/es যুক্ত Verb -Man likes freedom. |
Verb এর base form -Men like freedom. |
আসলে Subject-Verb Agreement এর কাজকারবার basically এই কয়েকটি Singular/Plural Verb গুলো নিয়েই।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এবং পরবর্তী Rule গুলো অনুসরন করে Subject এর Singular-Plural সঠিকভাবে নির্ণয় করে এর সাথে Agree করে এমন Verb টি বসাতে পারবে।
line_styleSubject-Verb Agreement এর সকল Rules
Subject-Verb Agreement এ Subject যদি শুধুমাত্র First person বা Second person হয়, তাহলে তেমন কোন জটিলতা নেই।
আমরা জানি, First person ও Second person যদি Subject হিসাবে বসে, তাহলে এর Singular-Plural হবে নিম্নরূপ-
Person | Singular | Plural |
---|---|---|
First | I | We |
Second | You | You |
সুতরাং, I, We এবং You এর মধ্যে উপরোক্ত ৫ টি গ্রুপের Verb থেকে কোনটির সাথে কোনটি বসে তা আমরা সবাই জানি। আবার দেখে নিই একনজরে-
- I am tired.
- I was a businessman.
- I have many frineds.
- I do not like smoking.
- I rise early in the morning.
- We are happy.
- We were in Paris.
- We have finished our works.
- We do not like tea.
- We play chess.
Singular/Plural
- You are a responsible for this.
- You were in a hurry then.
- You have invited me.
- You do not take exercise.
- You live on fishing.
আর অবশিষ্ট থাকে Third person।
প্রকৃতপক্ষে Subject-Verb Agreement এর প্রায় সবগুলি Rule ই Third person এর Singular এবং Plural নিয়েই, যা আমরা ধাপে ধাপে clarify করব।
Subject-Verb Agreement: Rule-01
♦ You and I are new in this college. (am হবেনা)।
♦ Once upon a time, You, he and I were friends. (was হবেনা)।
Subject-Verb Agreement: Rule-02
♦ Nepal and Bhutan are the South-Asian Countries.
♦ Rice and jute grow well in Bangladesh. (grows হবেনা)।
♦ Sohan and Arif don’t go to gym. (does not হবেনা)।
কিন্তু
♦ Their Bread and butter (জীবিকার প্রধান উৎস) is cultivating pearl. (are নয়।
♦ The Headmaster and secretary has granted the application at last. (have হবেনা, কারন একই ব্যক্তির দুইটি পদবি বুঝাচ্ছে।
Subject-Verb Agreement: Rule-03
♦ Each worker has got a new ID card. (have হবেনা)।
♦ Every student needs special care before the exam. (need হবেনা)।
♦ Every man and every woman is working sincerely. (are হবেনা)।
Subject-Verb Agreement: Rule-04
♦ Rubi or her sister has made this toy. (have হবেনা)।
♦ Either a lion or a tiger has killed this animal.
♦ Neither the earth nor the mars is a star.
♦ Not Shimul but his friend is responsible for this work.
♦ Either Rifat or his friends have stolen the mangoes.
♦ Neither the goats nor the cow was fed well.
♦At that night, Either Rakib nor you were walking on the road.
Subject-Verb Agreement: Rule-05
Linking word গুলো হল-
- as well as: এবং, সেই সাথে
- with: সঙ্গে, সহ
- together with: একত্রে, সাথে
- including: সহ, সমেত
- in addition to: এছাড়াও
- no less than: কোন অংশেই কম নয়
- accompanied by: সঙ্গে নিয়ে
- along with: সঙ্গে নিয়ে
♦ Mr. Rahihan accompanied by his wife and children is going to their country home. (are হবেনা)।
♦ The leader including his supporters has attended the meeting. (have নয়)।
♦ The teacher as well as the students is speaking English. (are নয়)।
♦ The laptop in addition to the mobile phones does not work. (do not হবেনা)।
♦ The lady along with her daughters has participated in the function.
Subject-Verb Agreement: Rule-06
♦ One of the boys says so. (say হবেনা)।
♦ The color of the leaves is brown. (এখানে ‘পাতাকে’ বুঝাচ্ছে না ‘রং’ কে বুঝাচ্ছে)।
♦ A long list of fifty volunteers has been submitted.
♦ Nobody among the students was meritorious.
♦ The eating habit of the people is changing day by day.
Subject-Verb Agreement: Rule-07
এরূপ কিছু Pronoun হল-
- Everybody/Everyone: প্রত্যেকে
- Somebody/Someone: কেউ
- Anybody/Anyone: যে কেউ
- Nobody/No one/None: কেহই না
- each: প্রত্যেকে/প্রতিটি
- either: দুইয়ের মধ্যে যে কোন জন
- neither: দুইয়ের মধ্যে কোন জনই নয়
♦ Everybody hates a liar. (hate নয়)।
♦ Nobody is free from error.
♦ Neither of the pens writes well.
♦ Either of the girls is his cousin. (are হবেনা)।
♦ Someone is coming hither.
♦ Anyone was responsible for the post.
♦ Any of the candidates is qualified for the post.
OR, Any of the candidates are qualified for the post.
♦ None has scored any goal.
OR, None have scored any goal.
Subject-Verb Agreement: Rule-08
♦ I know a woman who lives by goat farming.
♦ I visited those places which were historically important.
Subject-Verb Agreement: Rule-09
THERE | Verb | Subject | Ext. |
---|---|---|---|
There | are | thirty students | in the class. |
♦ There was a king in a certain country. (were হবেনা)।
♦ There are two ways to solve this puzzle. (is হবেনা)।
♦ There comes the leader!
♦ Here are your books on the self.
Subject-Verb Agreement: Rule-10
♦ It is I who am your best friend.
♦ It is we who helped you in danger.
Subject-Verb Agreement: Rule-11
♦ Antony and Cleopatra is a renowned play by Shakespeare.
♦ Financial Times is a world-famous newspaper.
Subject-Verb Agreement: Rule-12
♦ Two and tow make four.
OR, Two and tow makes four.
♦ Two and tow make four.
OR, Two and tow makes four.
Subject-Verb Agreement: Rule-13
♦ Fifty miles is actually a long distance.
♦ Ten hours mark>was the allotted time for us.
Subject-Verb Agreement: Rule-14
♦ Mathematics is a terrifying subject to many. (are হবেনা)।
♦ The news was not important for us at all.
♦ Politics has turned into the means of income nowadays.
Subject-Verb Agreement: Rule-15
Collective Noun দ্বারা একই জাতীয় কতগুলো Noun এর অবিভক্ত সমষ্টিকে বুঝায়; যেমন- class, family, cattle, flock, band, crowd, jury ইত্যাদি। ফলে Collective Noun হয় স্বভাবত singular। কিন্তু-
♦ Our family is going to arrange a picnic. (family টা অবিভক্ত, ফলে singular)।
♦ Our family are going to pass this weekend in different sites. (family টা বিভক্ত, ফলে plural)।
♦ The jury is of the same opinion.
♦ The jury are of different opinions.
Assisting sources
- ‘A Passage to the English Language’ by S.M. Zakir Hussain.
- Online articles.