Active voice থেকে Passive এ change: একটি শুভ সূচনা
Academic exams, job test, Admission test অথবা যে কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যাই বলিনা কেন, সব ক্ষেত্রেই Active voice-Passive voice একটি favorite grammar item যা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই । এছাড়া Voice অনুসরণ করে Sentence গঠন Written ও Spoken উভয় English এ Formal ও Informal উভয় Language এ সমানভাবে গুরুত্বপূর্ণ ।
এই Lesson টি মূলতঃ Active voice ও Passive voice এর সূচনা বা বলা যেতে পারে Voice Changing এর Homepage । এখানে Voice Changing এর প্রাথমিক বিষয়গুলো focus করা হয়েছে, সহজ ও আকর্ষনীয় উপায়ে Common rule গুলো সাজিয়ে দেওয়া হয়েছে এবং Add করা হয়েছে Voice সংশ্লিষ্ট সমস্ত Lesson এর Link ।
Changes of Voice এর সম্ভাব্য সমস্ত Rule lesson-wise প্রদর্শন করা হয়েছে যার বাইরে থাকা প্রায় অসম্ভব । প্রতিটি Lesson এর শেষে থাকছে Online Quiz, থাকছে Voice Changing এর সমস্ত Presentation ও Quiz এর সম্মিলিত Link page ।
যে কোন আগ্রহী শিক্ষার্থী- school-college-university students, job seekers, NTRCA candidates, BCS candidates এই page টির মাধ্যমে Active-Passive voice সংশ্লিষ্ট challenge এর complete guideline পেতে পারেন। Assure করছি – এর জন্য অন্য কোন Learning materials বা Paper মিডিয়ারও প্রয়োজন হবেনা ।
প্রতিটি Quiz শেষে থাকছে instant score জানারএবং Question-Answer review করার সুযোগ । Score কম হলে বার বার Quiz Retake করার মাধ্যমে পূর্ণাঙ্গ (১০০%) Score অর্জন করতে পারলে আশা করা যায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত হবে ।
এই আয়োজনে আরো থাকছে, প্রতি ক্যাটাগরির student দের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা Latest Suggestions ।
Let’s proceed-
কেন Active ও Passive Voice প্রসঙ্গ
English grammar এ Verb এর ৫ টি properties আছেঃ Voice, Mood, Tense, Person, and Number। এর মধ্যে Voice এর value দুইটি- Active এবং Passive।
English sentence structure এর ভিত্তিটা মূলতঃ প্রথমত Verb-কেন্দ্রিক, দ্বিতীয়ত Subject ও Verb কেন্দ্রিক যেখানে সাধারনত Subject এর পরে থাকে Verb; অন্যভাবে, Verb এর পূর্বে থাকে Subject ।
Subject হল সেই grammatical উপাদান যা Verb এর কাজটি কে করল (Who), কারা করল (Who) বা কিসে করল (What) এই প্রশ্নের জবাব দেয় । Subject হতে পারে কোন ব্যক্তি (person), বস্তু (thing), বিষয় (matter), পরিস্থিতি (situation) বা ধারনা (idea)।
- Boys are playing cricket.
- Success comes by hard labor.
- প্রথম Sentence এ verb হল ‘are playing’। কারা খেলছে? উত্তর- Boys; সুতরাং Subject হল Boys (ব্যক্তি)।
- দ্বিতীয় Sentence এ verb হল ‘comes’। কি আসে? উত্তর- Success; এখানে Subject হল Success (ধারনা)।
Verb এর সাথে Subject যখন এরকম সরল সম্পর্কে থাকে তখন সেটা Active voice ।
অন্যভাবে, Verb কে কেন্দ্র করে Subject যে sentence এ এভাবে সক্রিয় (Active) থাকে সেটা Active voice।
কিন্তু Subject নিষ্ক্রিয়ও থাকতে পারে। অর্থাৎ Verb এর কাজটি কে/কারা করল সেটাকে গুরুত্বহীন রেখে অন্য কিছুকে (Object কে) subject করে Sentence তৈরি করা যায়। এক্ষেত্রে Object টিই বরং Subject হিসাবে সক্রিয়, প্রকৃত Subject নেই। এরূপ হলে Sentence টি Passive voice ।
উপরের প্রথম উদাহরনের ক্রিকেট খেলা সম্পর্কিত Sentence টি অন্যভাবে গঠন করি-
- Cricket is played everywhere. ক্রিকেট সর্বত্র খেলা হয়।
ক্রিকেট কে/কারা খেলে? সেটা কি এই sentence এ আদৌ গুরুত্বপূর্ন? না। আর গুরুত্বপূর্ন নয় বলেই ”কারা খেলে’ বা ‘খেলোয়াড়’ দের reference টা Subject হিসাবে নেই। বরং যা খেলে বা Cricket (Object) টিই Subject এর স্থান দখল করে আছে।
Passive style এ sentence গঠন করার প্রয়োজন হয় কেন? কারন-
- অনেক সময় Verb এর কাজটি কে করল বা কর্তা (Agent) Sentence এর অর্থ প্রকাশে আদৌ গুরুত্বপূর্ণ নয়।
- Subject (কর্তা) বা Agent অস্পষ্ট বা কে তা জানা যায়না।
- Subject (কর্তা) বা Agent কে তা সবার জানা।
- Sentence এ Object (কর্ম) এর উপর জোরারোপ করা বেশি গুরুত্বপূর্ণ।
নিচের Passive উদাহরনগুলো পড়। বিষয়টি স্পষ্ট হবে।
- The house is painted white (Agent গুরুত্বপূর্ণ নয়)
- My calculator was stolen (Agent কে তা জানা যায়না)
- The earth was created for definite purpose (Who created? সবারই জানা)
- The first class was missed by many (Object ‘The first class’ এর উপর জোরারোপ করা হয়েছে)
Active Voice ও Passive Voice কাকে বলে
উপরের আলোচনায় Active voice ও Passive voice বিষয়টা কি স্পষ্ট হয়ে গেল না? সংজ্ঞা জানার চেয়ে Idea টা gain করতে পারাটাই জরুরী। যাই হোক, এ পর্যায়ে আমরা বিষয়টাকে আরো স্পষ্ট করব-
Active voice এ Subject এর কাজ করার বিষয়টি প্রবল (strong), স্পষ্ট (Clear) এবং প্রত্যক্ষ (Direct)। English language এ Active voice হল Default voice।
পক্ষান্তরে,
Passive voice অস্পষ্ট (unclear) এবং পরোক্ষ (indirect) এবং দুর্বল (weak)। ফলে এর ব্যবহার uncommon। কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে Passive voice ব্যবহারে sentence হয় অধিকতর আকর্ষনীয় (attractive), বর্ণাঢ্য (colorful) ও যৌক্তিক (logical)।
- Tommy buys a car (কে ক্রয় করে? Tommy; subject নিজেই সক্রিয়, সুতরাং Active voice )
- A kite is flown by the child (কে fly করে বা উড়ায়? উত্তর-the child । কিন্তু verb এর doer ‘the child’ subject হিসাবে সক্রিয় নেই। Subject হিসাবে আছে A kite যা doer করেছে বা object; সুতরাং এটি একটি Passive sentence)
যাই হোক, আশা করি উপরোক্ত আলোচনা থেকে Active ও Passive voice এর মূল ভাবটিকে বুঝতে পেরেছ।
প্রসঙ্গতঃ Active ও Passive voice কে সহজে সুস্পষ্টভাবে চিহ্নিত করার tricks গুলো জানতে নিচের লিঙ্ক অনুসরন কর-
পরের ধাপে আমরা sentence কে Active to Passive এ পরিবর্তনের পদ্বতিগুলোর সূচনা করব। আমাদের লক্ষ্য প্রধানতঃ যে কোন পরীক্ষায় Active থেকে Passive ও Passive থেকে Active সংক্রান্ত প্রশ্নের সমাধানের জন্য তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহনে সহায়তা করা।
Change Active voice to Passive: Common rules
এখন উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে Active/Passive এর সাধারন ধারনা সংক্রান্ত নিচের Quiz (Online Test) টাতে অংশগ্রহন কর । Score কম হলে Retake Quiz এ click কর এবং বার বার দাও, যতক্ষন না score ১০০% হয় ।
Quiz area
‘Start to change Active voice to Passive’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।