সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। LessonBangla'র অনলাইন Spoken Engish কোর্সে আপনাকে স্বাগতম। কোর্সটি ৯ টি ধাপে বিভক্ত। কিন্তু মনে রাখবেন, ৯ টি ধাপ মিলে একটিই রসায়ন সৃষ্টি হবে আপনার মন ও মস্তিষ্কে। সেটা হল ইংরেজিতে Speaking এর জ্বলন্ত প্রেষণা। উদ্দীপকের সামনে অনর্গল ইংরেজি শব্দ বের হয়ে আসার গতিবেগ। প্রতিটি step কি শিখাবে তা ভাল্ভাবে পড়ে নিন। কোর্সটি সেকেণ্ডারি থেকে শুরু করে যে কোন লেভেলের শিক্ষার্থীর জন্য উপযোগী। Good luck!!
কৌতুহলী প্রশ্ন ও উত্তর
প্রশ্নগুলি তোমাদেরই মনের কথা। জবাব পাওয়ার পরে Spoken English এ তোমাদের কৌতুহল বহুগুণে বেড়ে যাবে, ইনশা আল্লাহ।
Spoken English শেখার জন্য আপনি কি প্রস্তুত? Spoken English এর পূঁজি (Capital) আবার কি? পূঁজি হল- সমস্ত নিয়ম-কানুন, কলাকৌশল, চতুরতা, বুদ্ধিবৃত্তি প্রয়োগের পূর্বেই যে জিনিসগুলো আপনার মোটামুটি জানা থাকতে হবে; যেমন- দৈনন্দিন Vocabulary, সহজ Verb এর form, Sentence, Tense ও Parts of speech পরিচিতি, Number, Gender ইত্যাদি। Don't worry!! এই Step এ আপনাকে পূঁজি গঠনেও Help করা হবে।
Sentence বা কথার একটি structure/স্টাইল/frame/ধারা অনুসরন করে নিজের ইচ্ছা, চাহিদা ও প্রবণতা অনুসারে স্বাধীনভাবে শত শত, হাজার হাজার বাক্য বানিয়ে বানিয়ে বলা।
Stucture-ভিত্তিক বা কাঠামো-নির্ভর বাক্য তৈরি করতে পারাই যথেষ্ট নয়। এমন হাজার হাজার sentence আছে, যাদের প্রতিটি word এবং structure জানা থাকা সত্ত্বেও আপনি বাক্যটি বানাতে পারবেননা। কারন তাদের ইংরেজি ও বাংলা ভাষার ছাঁচ আলাদা। এখনই শিখে ফেলুন এই ধরনের সর্বাধিক sentence।
English Grammar এ sentence বলতে যা বুঝায়, শুধু তা দিয়েই কথা বলা হয়না। এমন হাজার হাজার Word/শব্দসমষ্টি/Terms/বাক্যাংশ/বাগবিধি আছে, যা দিয়ে মনের ভাব প্রকাশকে করা যায় অধিকতর শ্রুতিমধুর, সংক্ষিপ্ত, সাবলীল ও আকর্ষনীয়। শিখাতেই মজা আছে, মুখস্ত করার দরকার নেই।
নির্দিষ্ট মনোভাব (mode of mind), নির্দিষ্ট ভাষা (Expressions)
মনের কিছু নির্দিষ্ট মোড বা ধরন; যেমন- কৃতজ্ঞতা, বিরক্তি, উপেক্ষা, আশীর্বাদ, প্রশংসা ইত্যাদি প্রকাশের জন্য ইংরেজি ভাষায় নির্দিষ্ট কিছু ভাষা (Expression) আছে, যা বাংলা ভাষার সাথে পুরোপুরি মেলেনা। এগুলো শিখে নেওয়া মানে ইংরেজি ভাষার রস আস্বাদন করা এবং একই সাথে Speaking এর পূঁজি বৃদ্ধি করা।
বিশেষ কিছু পরিবেশে কথা বলতে গেলে ঐ পরিবেশের নিজস্ব কিছু ভাষা আপনার জানা থাকতে হবে; নতুবা কথোপকথনে সুবিধা করতে পারবেননা। যেমন- রেল স্টেশনে কারো সাথে কথা বলতে গেলে 'ট্রেনে উঠা', 'ট্রেন থেকে নামা', 'টিকেট কাটা', 'বিশ্রামাগার'- এই টার্মগুলোর ইংরেজি রূপ আপনাকে জানতে হবে। শিখে নিন বেশি সংখ্যক উদাহরন সহজেই।
স্পীকিং এ fluency বা অনর্গল বলতে পারা সত্যিই একটি বড় ফ্যাক্টর। ইংরেজিতে Pundit (পন্ডিত ব্যক্তি) হওয়া সত্ত্বেও আপনার সবকিছু পন্ড হয়ে যাবে যদি বলার সময় fluency না থাকে। Fluency প্রতিষ্ঠা করার প্র্যাক্টিক্যাল কার্যকরি পদ্ধতি এখানেই।
Practice makes a man perfect- সবাই জানি, কিন্তু Practice সবাই করিনা। এর অন্যতম কারন হল- অনুপ্রেরণার অভাব এবং প্র্যাকটিস করার যন্ত্রপাতি (equipment) হাতের কাছে না থাকা। এই ধাপে আমরা কিছু ভার্চ্যুয়াল equipment উপহার দেব, যা নিঃসন্দেহে আপনাকে Practice এ motivate (অনুপ্রাণিত) করবে।