Smoking/Dangers of Smoking- Paragraph

Smoking/Dangers of Smoking

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

Smoking is a severely bad habit. People addicted to smoking bring about destruction to themselves. Many people start smoking because they believe that it removes their fatigue, and they look smart while smoking. But the effects of smoking are very deadly. Though many people know this, they hardly care about this. Why? As a matter of fact, once addicted to smoking, smokers cannot give it up. Smoking is like taking poison because it affects smokers seriously. Smoking causes many fatal diseases like cancer, heart attack, bronchitis, lung cancer, blood cancer, diabetes, high cholesterol, cough, tuberculosis, Asthma, and so on. It is also liable for poor vision and stained teeth. The nicotine of tobacco badly disturbs the easy circulation of blood through veins. Gradually, it decreases the longevity of life. According to the World Health Organization (WHO); every six-second, one person dies due to tobacco-related illness. It is also a cause of wastage of money. Young smokers sometimes cause various social harms. A non-smoker is also affected by the smoking of smokers. Smoking publicly is prohibited. Many ads are displayed here and there highlighting the evil-effects of smoking. Yet smokers are going on smoking as if they had the right to do on their body whatever they like. Smoking is a curse for human civilization, and so we must prevent it. Many organizations are fighting against smoking. The government should also be more straightforward to discourage and disallow tobacco-related productions. In fine, it is our awareness that can save the world from the terrible effects of smoking.

Smoking: Word/Phrase/term এর অর্থ

smoking ধুমপান
severely মারাত্মকভাবে
addicted আসক্ত
bring about বয়ে আনা
destruction ধ্বংশ
remove দূর করা
fatigue ক্লান্তি
deadly ভয়ানক
taking poison বিষপান
effects প্রতিক্রিয়া
smoker ধুমপায়ী
fatal diseases মারাত্মক রোগ
bronchitis ব্রঙ্কাইটিস
lung cancer ফুসফুসের ক্যান্সার
high cholesterol উচ্চ কোলেস্টেরল
cough কাশি
tuberculosis যক্ষ্মা
Asthma অ্যাজমা
liable দায়ী
poor vision ক্ষীণ দৃষ্টিশক্তি
stained teeth দাগযুক্ত দাঁত
nicotine নিকোটিন (তামাকের ক্ষতিকারক পদার্থ)
circulation of blood রক্ত সঞ্চালন
veins শিরাসমূহ
decreases হ্রাস করা
longevity of life জীবনীশক্তি
World Health Organization বিশ্ব স্বাস্থ্য সংস্থা
due to কারনে
tobacco-related illness
wastage অপচয়
social harms সামাজিক ক্ষতি
non-smoker অধুমপায়ী
affected আক্রান্ত
Smoking publicly জনসমক্ষে ধুমপান
prohibited নিষিদ্ধ
highlighting তুলে ধরে
evil-effects ক্ষতিকর প্রভাব
curse অভিশাপ
straightforward অকপট
discourage নিরুৎসাহিত করা
disallow অনুমতি না দেওয়া
tobacco-related productions তামাক-সংশ্লিষ্ট দ্রব্য
awareness সচেতনতা
terrible effects ভয়ানক প্রতিক্রিয়া

Smoking: পূর্ণ বাংলায়

ধূমপান একটি মারাত্মক বদভ্যাস। ধূমপায়ীরা নিজেদের জন্যই ধ্বংশ ডেকে আনে। অনেকে ধূমপান শুরু করে কারন তারা বিশ্বাস করে যে এটা তাদের ক্লান্তি দূর করে এবং ধূমপান করার সময় তাদেরকে স্মার্ট দেখায়। কিন্তু ধূমপানের প্রতিক্রিয়া খুবই ভয়ংকর। যদিও অনেক লোক এটা জানে, তারা এটাকে কমই পরোয়া করে। কেন? একবার ধূমপানে আসক্ত হয়ে পড়লে ধূমপায়ী আর সেটা ত্যাগ করতে পারেনা। ধূমপান বিষপান তুল্য কারন, এটা ধূমপায়ীকে মারাত্মকভাবে আক্রান্ত করে। ধূমপান অনেক মারাত্মক রোগের সৃষ্টি করে, যেমন- ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, কাশি, যক্ষ্মা, এজমা ইত্যাদি। এটা ক্ষীণ দৃষ্টি এবং দাঁতে দাগ সৃষ্টি হওয়ারও কারন। তামাকের নিকোটিন শিরার মধ্য দিয়ে সহজ রক্ত চলাচলকে বাধাগ্রস্থ করে। এটা ক্রমাগত জীবনীশক্তিকে হ্রাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ, এইচ, ও) এর মতে, প্রতি ৬ সেকেন্ডে একজন লোক তামাক-গঠিত রোগে মারা যায়। এটা অর্থের অপচয়েরও কারন। তরুন ধূমপায়ীরা মাঝে মাঝে সামাজিক ক্ষতির কারন হয়। ধূমপায়ীর ধূমপানে অধূমপায়ীও আক্রান্ত হয়। জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ। ধূমপানের ক্ষতিকর দিককে তুলে ধরিয়া অনেক বিজ্ঞাপন প্রদর্শিত হয়। তথাপি, ধূমপায়ীরা ধূমপান করেই চলেছে যেন তাদের অধিকার আছে তাদের শরীরের উপরে যা ইচ্ছা তা করার। ধূমপান মানব সভ্যতার অভিশাপ। তাই, আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। অনেক সংস্থাই ধূমপানের বিরুদ্ধে লড়ছে। সরকারেরও উচিত তামাক-সংশ্লিষ্ট দ্রব্য উৎপাদনে অনুমোদন না দেওয়া ও নিরুতসাহকরনে অকপট হওয়া। পরিশেষে, আমাদের সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে ধূমপানের ভয়ংকর প্রভাব থেকে।

অথবা, দেখ-

YOUTUBE


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *