Singular number to Plural: Singular থেকে Plural এর সর্বজনীন ক্লাস
Level-1 | Level-2 | Level-3 | Level-4 |
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) | (Level কি?) |
Singular number থেকে Plural এ পরিবর্তনঃ সকল Rules
Singular number থেকে Plural এ পরিবর্তনের Level-2
এর আলোচনায় আমরা Singular থেকে Plural এর Rule গুলো সহজবোধ্য ও আনন্দদায়কভাবে উপস্থাপন করব। উল্লেখ্য, Level-2
এর আলোচনাটা ক্লাস Six থেকে Eight এর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
আমরা জানি, Noun ও Pronoun এর সংখ্যা নির্দেশের বিষয় বিবেচনায়, Noun/Pronoun এর দুই ধরনের Number হয়-
- Singular number বা একবচন
- Plural number বা বহুবচন
Pronoun এর ক্ষেত্রে অল্প কয়েকটি Pronoun ই Singular থেকে Plural এ পরিবর্তন হয়; এবং এগুলো খুব একটা নিয়ম মানেনা। এগুলো আমরা একটি Rule এর অধীনে শিখে নেব।
আসলে Singular থেকে Plural এ পরিবর্তন শেখা বলতে প্রধানতঃ Noun এর পরিবর্তন শেখাকেই বুঝায়। Noun কে Singular থেকে Plural এ পরিবর্তন করার সহজ কিছু Rule আছে, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব।
কিন্তু Noun কে Plural করার সবচেয়ে সহজ/বহুল প্রচলিত/বেশির ভাগ word এর ক্ষত্রে প্রযোজ্য Rule টি হল Singular Noun এর শেষে s বা es যোগ করা। অর্থাৎ-
Plural Noun = Singular Noun + s/es
যেমন-
- book (বই) থেকে books (বইগুলো)
- dog (কুকুর) থেকে dogs (কুকুরগুলো)
- fox (শিয়াল) থেকে foxes (শিয়ালগুলো)
- bench (বেঞ্চ) থেকে benches (বেঞ্চগুলো) ইত্যাদি।
যাই হোক, আমরা সবগুলো Rule ই Perfectly শিখে নেব।
Singular number to Plural: Rule-01
সাধারন (common) সূত্রটি হল- Noun এর শেষে s যোগ করলেই সেটি Plural হয় (অন্য যে কোন Rule যদি প্রযোজ্য না হয়)।
Singular Noun + s = Plural Noun
Singular | Plural |
---|---|
bag (থলে) | bag s (থলেগুলো) |
boy (ছেলে) | boy s (ছেলেরা) |
pen, book, field, chair, table, room, teacher, friend, student, computer, fan, cap, bird, wall, net, farm, book, pencil, shirt, gun, stick, girl, hat, ant, bat, leg, head, cat, dog, arm, animal, river, well, cow, pond, sea, bird, insect, flower, fruit, chain, shop, tree, kite, printer.
Singular number to Plural: Rule-02
যদি Noun এর শেষে x, z, s, ss, sh বা ch (‘চ’ এর মত উচ্চারিত) থাকে, তবে এই সকল Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
x, z, s, ss, sh, ch (‘চ’ এর মত) → es
Singular | Plural |
---|---|
ben ch (বেঞ্চ) | bench es (থলেগুলো) |
fo x (শেয়াল) | fox es (থলেগুলো) |
gla ss (গ্লাস) | glass es (গ্লাসগুলো) |
bu s (বাস) | bus es (বাসগুলো) |
fe z (ফেজ টুপি) | bus es (ফেজ টুপিগুলি) |
Noun এর শেষে ch থাকলে তার উচ্চারন ‘চ’ এর মত হলেই শুধু es বসবে (উপরে), তার উচ্চারন যদি ‘ক’ এর মত হয়, তবে তার শেষে s যুক্ত হয়ে Plural হবে (নিচে)।
ch (‘ক’ এর মত) → s
Singular | Plural |
---|---|
stoma ch (পাকস্থলী) | stomach s (পাকস্থলীগুলো) |
monar ch (সম্রাট) | monarch s (সম্রাটেরা) |
class, ass, address, bush, fish, loss, torch, match, box, bitch, witch, stitch, watch, flash, dish, dash.
Singular number to Plural: Rule-03
Noun এর শেষে y থাকলে এবং সেই y এর পূর্বে consonant থাকলে y এর স্থানে i এবং পরে es যোগ হয়। অর্থাৎ- y এর বদলে ies যুক্ত হয়ে Plural হয়।
CONSONANT + y → ies
Singular | Plural |
---|---|
bab y (শিশু) | bab ies (শিশুরা) |
stor y (গল্প) | stor ies (গল্পগুলো) |
duty, party, fly, city, lady, copy, curry, country, energy, enemy, army, pony, body, opportunity, duty, ferry, belly, spy, study, army, factory.
Singular number to Plural: Rule-04
কিন্তু কোন Noun এর শেষে y থাকলে এবং সেই y এর পূর্বে vowel থাকলে, y এর পরে শুধুমাত্র s যুক্ত হয়ে Plural হয়।
VOWEL + y → s
Singular | Plural |
---|---|
toy (খেলনা) | toy s (খেলনাগুলো) |
day (দিন) | day s (দিনগুলি) |
boy, key, journey, monkey, ray, play, joy, way, valley, tray.
Singular number to Plural: Rule-05
যদি Noun এর শেষে f বা fe থাকে, তাহলে সেই f/fe এর বদলে ves বসিয়ে Plural করতে হয়।
f/fe → ves
Singular | Plural |
---|---|
shel f (তাক) | shel ves (তাকগুলো) |
li fe (জীবন) | li ves (জীবনগুলো) |
knife, calf, half, wife, thief, self, wolf, loaf, elf, leaf, sheaf, reef.
কিন্তু, Noun এর শেষে ief, off, oof, ulf, erf, rife, arf, iff, urf, afe ইত্যাদি থাকলে শুধুমাত্র s যুক্ত হয়ে Plural হবে (ves) হবেনা।
ief, off, oof, ulf, erf, rife, arf, iff, urf, afe → s
Singular | Plural |
---|---|
r oof (ছাদ) | roof s (ছাদগুলো) |
sc arf (ওড়না) | scarf s(ওড়নাগুলি) |
safe, turf, hoof, scoff, chief, grief, proof, gulf, serf, strife, cliff, dwarf.
উপরোক্ত Rule-5 এর অন্তর্ভূক্ত কিছু কিছু Noun আছে যেগুলোকে উপরোক্ত নিয়মানুযায়ী s বা ves উভয়টি বসিয়েই Plural করা যায়।
Singular | Plural |
---|---|
h oof (খুরা) | hoof s, hoo ves (খুরাগুলি) |
sc arf (ওড়না) | scarf s, scar ves(ওড়নাগুলি) |
wharf, stuff.
Singular number to Plural: Rule-06
যদি Noun এর শেষে o থাকে, এবং ‘o’ এর ঠিক আগে CONSONANT থাকে, তাহলে সেই Noun এর শেষে es বসিয়ে Plural করতে হয়।
CONSONANT + o → es
Singular | Plural |
---|---|
toma to (টমেটো) | tomato es (টমেটোগুলো) |
pota to (আলু) | scarf es(আলুগুলি) |
mango, buffalo, hero, zero, Negro, tornado, cargo, echo, veto, volcano, torpedo, embargo.
Singular number to Plural: Rule-07
কিন্তু, Noun এর শেষে যদি o থাকে, এবং ‘o’ এর আগে VOWEL থাকে, তাহলে সেই Noun এর শেষে শুধু s বসিয়ে Plural করতে হয় (es নয়)।
VOWEL + o → s
Singular | Plural |
---|---|
bamb oo (বাঁশ) | bamboo s (বাঁশগুলো) |
cuck oo (কোকিল) | cuckoo s(কোকিলেরা) |
radio, studio, folio, curio.
Singular number to Plural: Rule-08 (Rule-6 এর ব্যতিক্রম)
Rule-6 এর ব্যতিক্রম কিছু Noun আছে যাদের শেষে o এবং ‘o’ এর ঠিক আগে CONSONANT থাকা সত্ত্বেও, সেগুলোর শেষে s বসিয়ে Plural করতে হয় (es যোগ করা যায়না)।
Singular | Plural |
---|---|
pho to (ছবি) | photo s (ছবিগুলি) |
piano, canto, halo, manifesto, Eskimo, proviso, commando.
Singular number to Plural: Rule-09 (Rule-6 ও 7 এর ব্যতিক্রম)
Rule-6 ও 7 এর ব্যতিক্রম কিছু Noun আছে যাদেরকে Rule-6 ও 7 এ প্রদর্শিত উভয়ভাবেই Plural করা যায়। অর্থাৎ শেষে s বা es উভয়ই যোগ করা যায়।
Singular | Plural |
---|---|
mosqui to (ছবি) | mosquito s, mosquito es (ছবিগুলি) |
calico, grotto, portico.
Singular number to Plural: Rule-10
s/es নিয়মের বাইরে কিছু Noun আছে যাদেরকে ভিতরের vowel পরিবর্তন করার মাধ্যমে Plural করতে হয়। যদিও এগুলোর পরিবর্তন একই নিয়মে হয়না, এগুলো মনে রাখা বেশ সহজ ও মজার।
Singular | Plural |
---|---|
m a n (মানুষ) | m e n |
wom a n (মহিলা) | wom e n |
t oo th (দাঁত) | t ee th |
f oo t (পায়ের পাতা) | f ee t |
g oo se (হংসী) | g ee se |
l ous e (উকুন) | l ic e (গুলি গুলো) |
m ous e (ইঁদুর) | m ic e (গুলি গুলো) |
dorm ous e (ইঁদুর বিশেষ) | dorm ic e (গুলি গুলো) |
Singular number to Plural: Rule- 11
শেষে man যুক্ত কিছু word আছে যেগুলো দ্বারা মূলতঃ কোন মানুষ বা পেশাজীবি বুঝায়। এ ধরনের Noun কে Plural করতেও পূর্বের মত (Rule-10) man কে men করে দিতে হবে।
Singular | Plural |
---|---|
milk man (গোয়ালা) | milk men |
boat man (মাঝি) | boat men |
washerman, cameraman, postman, Englishman, Frenchman, sportsman, Fisherman, coachman, yesman.
Singular number to Plural: Rule-12
Rule-11 এর উদাহরনগুলোতে উল্লিখিত ‘man’ কোন মানুষ বা পেষাজীবি বুঝাচ্ছে। কিন্তু word শেষের man দ্বারা যদি মানুষ না বুঝিয়ে ‘জাতি বা অন্য কিছু’ বুঝায়, তাহলে man এর সাথে s যোগ করে অর্থাৎ mans লিখে Plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Ger man (জার্মানীর অধিবাসী) | Ger mans |
Brahman, Mussalman, Norman, Turkoman.
Singular number to Plural: Rule- 13
নিম্নলিখিত Noun গুলোর Plural কোন নিয়ম মেনে না হলেও, এই word গুলো সকলেরই খুবই পরিচিত। word গুলোকে ভালভাবে দেখে/চিনে নাও। সহজ!
Singular | Plural |
---|---|
ox (ষাঁড়) | oxen/oxes |
child (শিশু) | children |
Singular number to Plural: Rule-14
Compound Noun (একাধিক word নিয়ে গঠিত Noun) এর ক্ষেত্রে সাধারনতঃ শুধুমাত্র এর main (প্রধান) word টির সাথে s যোগ করে plural করতে হয় বা main word টিকে যথাযথ Plural এর নিয়ম অনুযায়ী plural করতে হয়।
Singular | Plural |
---|---|
father-in-law | fathers-in-law |
mother-in-law | mothers-in-law |
brother-in-law | brothers-in-law |
sister-in-law | sisters-in-law |
commander-in-chief | commanders-in-chief |
youngman | youngmen |
son-in-law, daughter-in-law, governor-general, step-brother, step-sister, runner-up, grandfather, grandmother, volleyball, housewife.
Singular number to Plural: Rule- 15
কিছু কিছু Compound Noun এর ক্ষেত্রে শুধুমাত্র শেষেই s যোগ করে plural করতে হয় বা শেষের word কেই নিয়মমাফিক plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Major-general | Major-generals |
book-case | book-cases |
marketing-officer, principal-officer, forget-me-not, staff-officer, attorney-general, book-shelf.
Singular number to Plural: Rule- 16
দুই অংশ বিশিষ্ট কিছু কিছু Compound Noun এর উভয় অংশেই s যোগ করে plural করতে হয় বা উভয় অংশেকেই নিয়মমাফিক plural করতে হয়।
Singular | Plural |
---|---|
man-servant | men-servants |
woman-servant | women-servants |
lord-justice | lords-justices |
Singular number to Plural: Rule-17 (Pronoun এর Plural)
আমরা এই পর্যন্ত Noun এর Plural করার Rule গুলোই দেখিয়েছি। এবার Pronoun এর Rule গুলো দেখাব। Singular থেকে Plural করতে হয়, এরকম Pronoun এর সংখ্যা খুব বেশি নয়। এগুলোর সাথে আমরা class one থেকেই পরিচিত হই। ফলে, এগুলো আগে থেকেই জানা থাকার কথা। যাই হোক, এখন, স্পষ্টভাবে অর্থসহ দেখে নাও কোনটির plural কি।
Singular | Plural |
---|---|
I (আমি) | we (আমরা) |
you (তুমি) | you (তোমরা) |
he/she (সে) | they (তারা) |
me (আমাকে) | us (আমাদেরকে ) |
you ( তোমাকে) | you ( তোমাদেরকে) |
him/her (তাকে) | them (তাদেরকে) |
my/mine (আমার) | our/ours (আমাদের) |
your/yours ( তোমার) | your/yours ( তোমাদের) |
his/her/hers ( তাহার) | their/theirs ( তাহাদের) |
this ( এইটি) | that ( এইগুলি) |
that ( ঐটি) | that ( ঐগুলি) |
it ( ইহা) | it’s ( এইগুলি) |