Right forms of Verb: সূচনা
Right forms of Verb: এখান থেকে শুরু কর
Verb হল English sentence এর প্রাণ।
Verb এর form সঠিক না হলে English sentence এর পুরোটাই ভুল।
আবার Verb মানে হল- প্রধানত: Helping verb ও Principal verb। অন্তত: Right forms of Verb এ আমাদেরকে প্রধানত: Helping verb ও Principal verb কেই সঠিকভাবে বসানোর chanllenge গ্রহন করতে হয়।
English sentence এ মূল/প্রধান Verb বা Main verb বা Principal Verb ৫ টি অবস্থায় (form এ) ই থাকতে পারে-এর বাইরে থাকতে পারেনা। FORM গুলো হল-
- Base form ও Present form: যেমন- eat
- Past form: যেমন- ate
- Past Participle form: যেমন- eaten
- s/es-form: যেমন- eats
- ing-form: যেমন- eating
সুতরাং Right form of Verb বসানো মানে Principal Verb এর উপরোক্ত ৫ টি form এর কোন একটিকেই বসানো
অবশ্য কোথাও কোথাও Principal Verb এর পূর্বে যথার্থ Helping Verb ও বসানোর প্রয়োজন হতে পারে। সেটা ভিন্ন প্রসঙ্গ।
পরীক্ষায় Right forms of Verb এর উপর প্রশ্নের ধরন কেমন হতে পারে তার নমুনা এই lesson এর নিচের দিকে পাবে।
→ Academic Exam সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Right forms of Verb বা English sentence এ Verb এর সঠিক রূপ বসানো একটি Favorite Grammar item হিসাবে বিবেচিত।
→ আমরা বিশেষ করে পরীক্ষার প্রয়োজনীয়তাকে FOCUS করেই কথা বলব এবং বলে এসেছি।
→ Right forms of Verb এর এই lesson টিকেও আমরা ‘যে কোন পরীক্ষার Challenge মোকাবেলার’ বিষয়টিকে মাথায় রেখেই design করেছি।
যাই হোক, এই lesson এ আমরা Right form of verb এ দক্ষতা অর্জনের জন্য যে পূর্ব প্রস্তুতির প্রয়োজন, সে সম্পর্কে দিক-নির্দেশনা দেব।
চল শুরু করা যাক-
listRight forms of Verb এর জন্য পূর্ব-প্রস্তুতি
Sentence এ Right forms of Verb বসাতে পারদর্শিতা অর্জনের জন্য Grammar এর নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকতে হবে-
- Conjugation বা Verb এর forms (Present-Past-Past participle)
- Tense এর structure ও Tense চিহ্নিতকরন
- Helping Verb এবং এর সাথে Principal Verb এর সম্পর্ক
- Verb এর Singular-Plural
- Active-Passive চিহ্নিতকরন
এখন এগুলো সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করছি।
পরবর্তী ২য় Lesson (Common rules) টিতে এ বিষয়গুলো সহজে আয়ত্ব করার কার্যকরি কলাকৌশল দেখানো হবে।
৩য় Lesson থেকে Right form of verb এর প্রতিটি Rule আলাদাভাবে আলোচিত হবে।
1 Conjugation বা Verb এর forms (Present-Past-Past participle)
Conjugation বা Verb এর form আমরা Primary level থেকেই শিখে আসি/আসছি। এগুলো নির্ভুল বানানে শিখা আবশ্যকীয়। এগুলোর মধ্যে Irregular verb গুলো পরিবর্তন করা তুলনামূলকভাবে বেশি challenging। তবে Irregular verb এর সংখ্যা খুবই কম। বেশির ভাগই Regular verb যা সহজেই মনে রাখা যায়। বড় বা বেশি Letter-বিশিষ্ট verb গুলো Irregular ই হয়ে থাকে।
Present | Past | Past Participle |
---|---|---|
see | saw | seen |
speak | spoke | spoken |
Present | Past | Past Participle |
---|---|---|
like | liked | liked |
arrange | arranged | arranged |
যাই হোক, Regular-Irregular সব ধরনের Verb গুলোকে সহজে এবং নির্ভূল, নিখুঁত ও পাকাপোক্তভাবে আয়ত্ব করার কলাকৌশল নিয়ে আমাদের আলাদা lesson আছে। শুধু Right forms of Verb এর জন্যই নয়, তোমার ইংরেজিতে একটা টেকসই foundation এর জন্যও এখনই এই lesson এ কিছু সময় ব্যয় কর।
2 Tense এর structure ও Tense চিহ্নিতকরন
অনেক ক্ষেত্রেই, Tense এর সূত্র ধরে Verb এর Right form বসাতে হয়। এর জন্য Tense এর structure জানা থাকতে হবে। প্রশ্নপত্রে যেহেতু Verb এর স্থান ফাঁকা থাকে; সেহেতু Verb বিহীন অবস্থায় sentence ও passage এর Tense চিহ্নিত করতে পারার কলাকৌশল জানা থাকতে হবে।
Tense এর আলোচনা একটি পৃথক বিষয়, যা আমাদের আলাদা lesson এ আছে।
যাই হোক, বর্তমান Right form of Verb এর প্রয়োজনে আমাদের পরবর্তী, ২য় lesson (Right forms of Verb: Common rules) এ বিষয়গুলো সুস্পষ্ট করা হয়েছে-
3 Helping Verb এবং এর সাথে Principal Verb এর সম্পর্ক
শুধু Tense এর সূত্রে নয়, sentence এ Helping Verb দেওয়া থাকলে, Tense অনুসরন না করেও Principal Verb টি accurately বসানো যায়। কারন, Helping Verb সব সময়ই Principal Verb এর সাথে একটা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সম্পর্ক বজায় রেখে চলে।
পরবর্তী ‘Common Rules’ lesson এ Helping Verb ও Principal Verb এর এরূপ সম্পর্ক তালিকাবদ্ধ আকারে উপস্থাপন সহ এ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে–
4 Verb এর Singular-Plural
Noun/Pronoun এর যেমন আছে Singular-Plural, তেমনি আছে Verb এরও, সীমিত কয়েকটি ক্ষেত্রে। এ বিষয়টি প্রাধান্য পায় Subject-Verb Agreement অধ্যায়ে। এবং Subject-Verb Agreement এর উপরে আমাদের স্বতন্ত্র একটি lesson আছেও।
যাই হোক, বর্তমান Right forms of Verb এর প্রয়োজনে পরবর্তী ‘Common rules’ lesson এ বিষয়টি clarify করা হয়েছে-
5 Active-Passive চিহ্নিতকরন
Active থেকে Passive ও Passive থেকে Active পরিবর্তন নয় বরং sentence এর Active ও Passive mode ধরতে পারাটা একটা আলাদা যোগ্যতার ব্যাপার।
অর্থাৎ একটি sentence Active এ আছে নাকি Passive এ আছে, তার উপর নির্ভর করেও Verb এর সঠিক form নির্ধারিত হয়। যেমন- Active voice এ Principal verb এর যে কোন form হতে পারে, কিন্তু Passive voice এ Principal verb এর শুধুমাত্র Past participle form হয়।
Sentence এর Active ও Passive mode কে চিহ্নিত করতে পারার সহজবোধ্য ও কার্যকরী কলাকৌশল পরবর্তী ‘Common rules’ lesson এ উপস্থাপন করা হয়েছে-
Sample Questions: পরীক্ষায় আসা প্রশ্নের নমুনা
Single sentence এর শূন্যস্থানে বসার জন্য নির্ধারিত Verb টি Sentence এর শেষে ব্র্যাকেটে দেওয়া থাকবে। Verb এর সঠিক form বসিয়ে উত্তর করতে হবে।
Q: Look, some children — in on the road. (play).
A: are playing.
শূন্যস্থানে বসার জন্য নির্ধারিত Verb টি দেওয়া থাকবেনা। নিজ থেকে সম্ভাব্য Verb টি আগে নির্ধারন করে নিতে হবে; পরে এর সঠিক form বসাতে হবে।
Q: We — to visit Sonargaon last week.
A: went.
একটি passage দেওয়া থাকবে, যাতে কতগুলো Verb এর জায়গা শুন্য থাকবে। উপরে বক্সে Verb গুলোর base form এলোমেলোভাবে দেওয়া থাকবে। প্রথমে কোন শুন্যস্থানে কোন Verb বসবে সেটা নির্ধারন করতে হবে। পরে এর সঠিক রূপ নির্ধারন করে শুন্যস্থানে বসাতে হবে।
be | see | gather | beg | speak |
Q: Yesterday, I (a) — an old beggar (b) — from door to door. Though he (c)— in shabby dress, he could (d)— English. Many people (e)— around him out of curiosity.
A: (a) saw (b) begging (c) was (d) speak (e) gathered.
নমুনা-৩ এর মত একইভাবে একটি Passage থাকবে, কিন্তু কোন Verb সরবরাহ করা হবেনা। নিজ থেকে প্রতিটি শূন্যস্থানের জন্য একটি করে Verb ও এর যথার্থ form নির্ধারন করে বসাতে হবে।
Verb এর ভুল (Incorrect) form সহ sentence বা passage দেওয়া থাকবে। শুদ্ধ (Correct) form বসিয়ে sentence বা passage টি পুনরায় লিখতে হবে বা rewrite করতে হবে।
Incorrect: The sun rise in the east. (play).
Correct: The sun rises in the east.
আশা করি, প্রথম lesson এর বিষয়বস্তু সফলভাবে বুঝতে পেরেছ।
এবার দ্বিতীয় Lesson এ প্রবেশ কর-