Finite-Non finite, Principal-Auxiliary, Transitive-Intransitive Verb: সম্পর্ক ও পার্থক্য

Verb ইংরেজি sentence এর প্রাণ। কিন্তু কোনটি কি Verb এ নিয়ে যদি Confusion থাকে, তাহলে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে গোড়ায় গলদই বলতে হবে।

অনেকের কাছেই কোনটি Finite বা Non finite verb, কোনটি Principal বা Auxiliary, Transitive বা Intransitive Verb এই বিষয়গুলো স্পষ্ট নয়।

ফলে একটার সাথে আরেকটা গুলিয়ে যায়। একটির সাথে অন্যটির সম্পর্ক কি, কে কার অংশ এ নিয়ে দ্বিধা-দ্বন্দে পড়তে হয়। আশা করি এই lesson শেষে সকল দ্বন্দের অবসান হবে।

আমরা Finite verb থেকে শুরু করব-

line_style
Finite/Non-finite verb

ইংরেজি sentence মূলতঃ Subject-Verb কেন্দ্রিক। সাধারন sentence শুরু হয় Subject (কে কাজটি করে) দিয়ে, তারপরই থাকে verb (সেই কাজটি)।

অদ্ভূত ব্যাপার হল- কেউ কোন কাজ না করলেও ইংরেজি sentence এ subject বসাতে হয়, আবার স্পষ্টতঃ কোন কাজ না ঘটলেও Verb বসাতে হয়। কিভাবে? যাই হোক, সেটি আমাদের এই lesson এর আলোচ্য বিষয় নয়।

তাহলে এই Verb টি কি Verb?

Subject এর পর পর বা Subject-কেন্দ্রিক যে Verb টি বসে এটিই Finite verb।
Students go to school.
Sub Finite verb Ext.

তাহলে কি Subject এর পর পর বা Subject-কেন্দ্রিক যে Verb, তার বাইরেও sentence এ verb থাকে?

অবশ্যই! কি আকারে?

Infinitive, Participle ও Gerund আকারে যাদেরকে বলা হয় Verbals বা Non-finite Verb। এ বিষয়ে বিস্তারিত এখানে প্রাসঙ্গিক নয়। উদাহরন দেখা যাক-

  • Students go to school to earn knowledge.
  • Father returned from office walking.
  • They start writing.

উপরোক্ত প্রতিটি sentence এ প্রথম underline করা Verb গুলো (go, returned, start) Finite verb এবং দ্বিতীয়গুলো (earn, walking, writing) হল Non-finite verb। Non-finite এর ক্ষেত্রে স্পষ্টতই প্রথমটি (earn) Infinitive, ২য় টি (walking) Participle এবং ৩য় টি (writing) Gerund এর ব্যবহার।

line_style
Principal-Auxiliary/Helping verb

আমরাতো জানলাম, Subject এর পর পর যে Verb সেটি হল Finite verb।

এই Finite verb এর দুটি অংশ থাকতে পারে-

  • Principal verb (প্রধান ক্রিয়া)
  • Auxiliary/Helping verb (সাহায্যকারী ক্রিয়া)
Students are going to school.
Sub Helping V. Principal V. Ext.

মনে রাখতে হবে, এটা Finite verb এর দুইটি প্রকার নয়, দুইটি অংশ।

আমরা জানি একটি মূল (Principal) verb এর অর্থকে পরিবর্তন করে দেওয়ার জন্য এর পূর্বে সাহায্যকারী হিসাবে কিছু Verb থাকে; যেমন- am, is, are, was, were, have, has, had, had ইত্যাদি। এই Principal এবং Auxiliary এই দুটো মিলেই Finite verb।

অর্থাৎ, যদি Helping verb না থাকে, তবে-

Principal verb = Finite verb

আর, যদি Helping verb থাকে, তবে-

Helping verb + Principal verb = Finite verb

উপরোক্ত উদাহরনে,

  • are- Helping verb
  • going-Principal verb
  • are going- Finite verb
line_style
Transitive/Intransitive verb

Finite verb দুই প্রকার-

  • Transitive verb
  • Intransitive verb

এই বিভাজন (classification) করা হয়েছে, Finite verb এর Object আছে কি নেই, তার উপরে ভিত্তি করে। Finite verb এর Object থাকলে সেটা Transitive, আর না থাকলে Intransitive। Finite verb এর Object না থাকলে অর্থাৎ Intransitive verb এর ক্ষেত্রে Verb এর পরে Object এর স্থানে Extension হিসাবে Adverb, Adverbial, Verbals ইত্যাদি উপাদান থাকতে পারে।

Students go to school.
Sub Intransitive V. Ext.
Students play football
Sub Transitive V. Object


আশা করি Finite-Non finite, Principal-Auxiliary, Transitive-Intransitive Verb সংশ্লিষ্ট সকল confusion দূর হয়েছে।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *