Parts of Speech কি? Parts of Speech কত ধরনের হয়?

line_style

Parts of Speech আসলে কি?

শাব্দিক অর্থে- Parts of Speech হল কথা বা বাক্যের অংশ।

যেমন, আমরা একটি কথা বা বাক্য নিই-

He goes to school regularly.

উপরের sentence বা বাক্য বা কথাটিতে ৫ টি word বা শব্দ আছে। তাহলে কি এই sentence এ ৫ টি অংশ আছে? এবং প্রতিটি word ই কি এক একটি Parts of Speech?

মোটামুটি তাই! অর্থাৎ-

Sentence এর অন্তর্গত প্রত্যেকটি word বা অংশ যা এক একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বা নির্দিষ্ট কাজ করে, তাই Parts of Speech।

তাহলে উপরের ৫ টি word কি ৫ টি Parts of Speech? –

উপরের ৫ টি word এর ক্ষেত্রে যা যা হতে পারে তা হল-

  • আলাদা আলাদা ৫ টি Parts of Speech হতে পারে।
  • একই Parts of Speech এর একাধিক word থাকতে পারে।
  • একাধিক word মিলে একটি Parts of Speech এর কাজ করে এমন শব্দসমষ্টি ( phrase) থাকতে পারে।

যাই হোক, জেনে রাখ-

Word আর Parts of Speech এক নয়। তাদের মধ্যে আছে সুস্পষ্ট পার্থক্য।

তবে উপরের উদাহরনের ৫ টি word ই আলাদা আলাদা ৫ টি Parts of Speech।

  1. He- Pronoun
  2. goes- Verb
  3. to- Preposition
  4. school- Noun
  5. regularly- Adverb

পড়ে নাও-

line_style

Parts of Speech কত প্রকার?

Parts of Speech ৮ প্রকার-

  1. Noun: নামবাচক word। যেমন- Sujon, Dhaka, father, bird ইত্যাদি।
  2. Pronoun: Noun এর বদলে ব্যবহৃত word। যেমন- he, he, they, we ইত্যাদি।
  3. Adjective: দোষ, গুন, অবস্থা প্রকাশক word। যেমন- small, poor, clever, bad ইত্যাদি।
  4. Verb: কোন কিছু করা বুঝায় এমন word। যেমন- come, go, eat, drink ইত্যাদি।
  5. Adverb: Verb বা ক্রিয়ার সময়, স্থান ও ভাব প্রকাশক word। যেমন- wisely, clearly, fast, well ইত্যাদি।
  6. Preposition: এমন word যা Noun এর পূর্বে বসে Noun টির সাথে sentence এর অন্যান্য word এর সম্পর্ক স্থাপন করে। যেমন- to, in, on, from ইত্যাদি।
  7. Conjunction: দুই বা ততোধিক word/phrase/clause কে সংযুক্তকারী word। যেমন- and, but, if, that ইত্যাদি।
  8. Interjection: আনন্দ, দুঃখ, বিষ্ময়, ভয়, ঘৃনা ও অন্যান্য আবেগ প্রকাশক word। যেমন- Alas!, Fie!, Hush!, Hurrah! ইত্যাদি।

যে কোন sentence এর প্রতিটি word ই এই ৮ টি প্রকারের কোন না কোনটির সাথে আবশ্যই মিলে যাবে। অর্থাৎ একটি sentence প্রতিটি word কোন Parts of Speech তা বের করা যাবে।

এর জন্য পড়ে নাও-

আশা করি Parts of Speech সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়েছ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *