Tag Question: সূচনা

line_style

Tag Question তৈরি করা: এখান থেকে শুরু কর

Tag মানে হল বেঁধে দেওয়া বা জুড়ে দেওয়া। কোন একটি জিনিসকে চিহ্নিত করার জন্য বা এতে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এর সাথে ছোট কিছু লেখা বা লেখা/লগো সম্বলিত কার্ড ইত্যাদি জুড়ে দেওয়া হয়, একেই বলা Tagging করা।

Tag Question Example
Tagging example

English Grammar এর Question Tag এর মত বাংলা ব্যাকরনে অনুরূপ কোন বিষয় নাই; তাই Tag Question এর সহজ বাংলা নেই। সাধারনভাবে, একটি English sentence এর শেষে ছোট্ট একটি Question জুড়ে দেওয়াকেই Tag Question যোগ করা বা Tag Question তৈরি করা বলে; যেমন-

Assertive sentence: Omar went to school
Tag Question সহ Assertive sentence: Omar went to school, didn’t he?

এখানে didn’t he? এই অংশটুকুই Tag Question।

এখন প্রশ্ন হল, এই Tag Question আসলে কি প্রকাশ করে? কেন sentence এর সাথে Tag Question যোগ করা হয়?

চল আর একটা example এর মাধ্যমে আমরা বিষয়টা clear করি-

Sentence: Rumi doesn’t go to college.
রুমি কলেজে যায়না।
+Tag Question: Rumi doesn’t go to college, does she?
রুমি কলেজে যায়না, তাইনা?
কোন একটি বিষয় সম্পর্কে বক্তা মোটামুটি বা আংশিক জানে যা সম্পর্কে সে নিঃসন্দেহ নয়। তার ধারনা বা জ্ঞান সম্পর্কে সমর্থন লাভের জন্য বা বিষয়টা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তার বক্তব্যের সাথে তদন্তমূলক একটি প্রশ্ন যোগ করে, এটাই Tag Question।

বাংলায় এই Tag Question টির অর্থ “তাইনা” বা এরূপ কিছু হয়, কিন্তু English এ sentence এর Subject ও Verb এর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে যায়।

তাহলে, চল দেখে নিই, English sentence এ কিভাবে Tag Question যোগ করতে হয়-

line_style

Tag Question তৈরির কলাকৌশল

উপরের উদাহরনে আমরা দেখেছি যে, Tag Question এর দুটি অংশ। এবং সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় দুটি অংশই হবে। এই দুটি অংশ calculation করে সঠিকভাবে বসাতে পারলেই Tag Question হয়ে গেল।

হ্যাঁ, calculation এরই ব্যাপার আছে বৈকি , যা পরবর্তী lesson এ গেলেই বুঝতে পারবে। যাই হোক, আলোচনার সুবিধার্থে ধরে নিই প্রথম অংশটি A এবং দ্বিতীয় অংশটি B, ঠিক নিচের উদাহরনটির মত-

The boy is looking for somebody, isn’t he?
A B

এখন, A ও B অংশে কি কি বসেছে অনুমান করতে পেরেছ কি? দেখে নাও ভাল করে-

A Helping verb এর সাথে not যুক্ত contracted form (যেমন- is + not = isn’t)
B Subject এর Pronoun রূপ

সুতরাং কোন একটি sentence (Affirmative) এর সাথে Tag Question যোগ করতে হলে, নিম্নের কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে-

  • মূল sentence টি লিখতে হবে।
  • Sentence টির শেষে Comma (,) বসবে।
  • Helping verb এর সাথে not যুক্ত contracted form বসবে।
  • Subject টি Pronoun হলে Pronoun টি বসবে আর Noun হলে এর Pronoun রূপ বসবে।
  • শেষে Question-mark (?) বসবে।

যাই হোক, Tag Question তৈরির Start-up lesson টি আমরা এ পর্যন্তই থাক।


পরবর্তী ২য় Lesson টিতে Tag Question এর প্রধান দুটি অংশ-

A. Helping verb এর সাথে n’t যুক্ত সংক্ষিপ্ত রূপ ও
B. Subject এর Pronoun রূপ

কিভাবে বসাতে হয় এ সংশ্লিষ্ট বিষয় সহ Common বিষয়গুলো focus করা হবে। এর জন্য নিচের Link টি অনুসরন কর-

প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Tag Question series এর সকল lesson এর link।

↑ Back to Top

↑↓


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *