Making Tag Question: সাধারন rules গুলো সর্বদা স্মরনীয়

line_style

Tag Question তৈরিঃ সাধারন Rules

পূর্ববর্তী Start-up lesson টিতে (Link উপরে-বামে) আমরা দেখিয়েছি যে, Tag Question তৈরির জন্য প্রধানতঃ দুটি অংশ set করতে হয়-

  1. প্রথম অংশ: Helping verb এর সাথে not যুক্ত Contracted form বসাতে হয়।
  2. দ্বিতীয় অংশ: Subject এর Pronoun রূপ বসাতে হয়।

পরবর্তী ধাপে এই দুইটি বিষয় Clarify করা হয়েছে-


কিন্তু Tag Question তৈরির প্রধান দুটি মূলনীতি হল-

  • First: Sentence টি Affirmative (হ্যাঁবাচক) হলে Tag Question টি হবে Negative (নাবাচক)। অর্থাৎ- প্রথম অংশে Helping verb এর সাথে not (n’t) বসবে।
  • Second: পক্ষান্তরে, Sentence টি Negative (না-বাচক) হলে Tag Question টি হবে Affirmative (হ্যাঁ-বাচক)। অর্থাৎ- প্রথম অংশে Helping verb এর সাথে not (n’t) বসবেনা, শুধুমাত্র Helping verb টি বসবে।
Examples
  • Robin is going to market, isn’t he?
  • Samia does not waste time, does she?

সুতরাং সার্বিকভাবে, কোন একটি sentence এর সাথে Tag Question যোগ করতে হলে, নিম্নের কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে-

  • মূল sentence টি লিখতে হবে।
  • Sentence টির শেষে Comma (,) বসবে।
  • Sentence টি Affirmative (হ্যাঁবাচক) হলে Helping verb এর সাথে not যুক্ত contracted form বসবে।
  • Sentence টি Negative (নাবাচক) হলে শুধু Helping verb টি বসবে।
  • Subject টি Pronoun হলে Pronoun টি বসবে আর Noun হলে এর Pronoun রূপ বসবে।
  • শেষে Question-mark (?) বসবে।
line_style

Helping verb এর সাথে not যুক্ত Contracted form বসানো

Tag Question এ Auxiliary verb বা Helping verb এর সাথে not বসে Contracted form বা সংকুচিত/সংক্ষিপ্ত রূপে; অর্থাৎ- Helping verb ‘are’ থেকে ‘are not’ হবেনা, aren’t হবে।

কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবগুলো Helping verb এর সাথেই শুধু n’t যোগ করলেই হয়ে যায়। কয়েকটি ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সহ n’t বসে-

তাহলে চল, n’t সহ সম্ভাব্য সব কটি Helping verb এর তালিকাটা একটু দেখে নিই-

Helping Verb (Help. V + n’t)
BE Verb
am ain’t/aren’t
is isn’t
are aren’t
was wasn’t
were weren’t
HAVE Verb
have haven’t
has hasn’t
had hadn’t
MODAL Verb
shall shan’t
will won’t
may mayn’t
can can’t
should shouldn’t
would won’t
might mightn’t
could couldn’t
must mustn’t
ought oughtn’t
SEMI-MODAL Verb
need needn’t
dare daren’t
dared daredn’t
used usedn’t
DO Verb
do don’t
does doesn’t
did didn’t

লক্ষ্য কর, উপরের Table এ হালকা লাল shade এ চিহ্নিত verb গুলো কিছুটা ব্যতিক্রম। বাকি সবগুলো verb এর শেষে শুধু n’t যোগ করা হয়েছে, কিন্তু চিহ্নিত verb গুলোতে কিছুটা পরিবর্তন সহ n’t হয়েছে। চিহ্নিত করা ৫ টি verb এর n’t form বিশেষভাবে মনে রাখতে হবে।

Note: am এর n’t form হিসাবে amn’t এর ব্যবহার প্রচলিত নয়। পরিবর্তে ব্যবহৃত হয় aren’t বা ain’t । English language এ এই usage এর আছে historical background, যা এখানে আলোচ্য নয়। তোমরা Tag Question এ am থেকে aren’t বা ain’t এর যে কোনটা বসাতে পার। তবে মনে রেখ, এই ব্যবহারটা শুধু Question এর ক্ষেত্রেই প্রযোজ্য। Question এর বাইরে am এর negative হিসাবে ‘am not’ বা ‘amn’t’ বসাতে হবে।

যাই হোক, পরবর্তী lesson এ আমরা প্রতিটি Helping verb কে sentence এ প্রয়োগ করে Tag Question তৈরী করে দেখাব।

line_style

Subject এর Pronoun রূপ বসানো

Subject হতে পারে Noun বা Pronoun। নিয়মটি হল-

Subject যদি Pronoun ই হয় তাহলে Tag Question এ সেই Pronoun টিই বসবে (ব্যতিক্রম ছাড়া)। আর যদি Noun হয়, তাহলে তার Pronoun রূপ বসবে, অর্থাৎ Noun টিকে Pronoun এ পরিবর্তন করে বসাতে হবে।

এবং জেনে রাখ, নিচের Pronoun গুলো স্বাধীনভাবে একক Word হিসাবে Subject হিসাবে বসে যা Tag Question এর দ্বিতীয় অংশে অপরিবর্তিত অবস্থায় বসে-

  • I
  • We
  • You
  • He
  • She
  • They
  • It
  • This
  • That
  • These
  • Those etc.

লক্ষ্য কর, পরিবর্তিত হয়ে বসে এমন কিছু Pronoun এর তালিকা Next step এ অন্তর্ভূক্ত করা হয়েছে;

Examples
  • He is driving a taxi, isn’t he?
  • They will come in a minute, won’t they?
  • She has helped us a lot, hasn’t she?
  • That is enough for now, isn’t that?

আর Subject যদি Noun হয় তাহলে, তার Pronoun হিসাবে সচরাচর নিম্নলিখিত Pronoun গুলি বসে –

He She It They
  • He: Subject পুরুষ হলে তার পরিবর্তে বসে।
  • She: Subject স্ত্রী জাতি বুঝালে তার পরিবর্তে বসে।
  • It: অব্যক্তিবাচক Singular (একবচন) Subject এর বদলে বসে।
  • They: Subject, Plural number (বহুবচন) হলে বসে।
Examples
  • Father came home yesterday, didn’t he?
  • The lady goes shopping every week, doesn’t she?
  • Perseverance is the key to success, isn’t it?
  • Students should obey the rules of college, shouldn’t they?

কিন্তু Noun Subject টি দেখে যথার্থ Pronoun বের করার কাজটা যতটা মসৃন মনে হচ্ছে, ব্যাপারটা আদৌ তা নয়। অনেক ক্ষেত্রেই Subject এর স্থানে Confused (গোলমেলে) Word/Phrase থাকতে পারে যা থেকে যথার্থ Pronoun টি বের করা কঠিন হতে পারে। আবার কিছু কিছু Pronoun আছে যেগুলো পরিবর্তিত হয়ে বসে।

এটা বিবেচনায় রেখে Subject হিসাবে ব্যবহৃত এরূপ সম্ভাব্য Confused কিছু Word/Phrase এদের জন্য প্রযোজ্য Pronoun সহ তালিকাবদ্ধ করে দেওয়া হল। আশা করছি, Tag Question প্র্যাকটিসে এগুলো খুবই সহায়ক হবে-

Subject (Noun) Pronoun রূপ Subject (Noun) Pronoun রূপ
man he men they
woman she women they
child/baby it children/babies they
friend/student he/she friends/students they
dog/cat/tiger it dogs/cats/tigers they
[ANY COUNTRY] it [HOMELAND] she
Allah He (capital H)
One of the boys he One of the girls he
The father, পিতৃত্ব it The mother, মাতৃত্ব it
Everybody/Everyone they Anybody/Anyone they
Somebody/Someone they [EVERY + NOUN] they
Nobody/No one they None/Neither they
Everything it Nothing it
[EACH + NOUN] they [NO + NOUN] they

C

↑↓


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *