Factitive verb কি ও কিভাবে ব্যবহার করতে হয়
Factitive verb হল এক ধরনের Transitive verb।
ইতোপূর্বে আমরা Transitive verb নিয়ে আলোচনা করেছি।
আমরা দেখিয়েছি যে Transitive verb এর থাকতে পারে একটি Object (Direct অথবা Indirect)। এছাড়া থাকতে পারে Double Object (Direct এবং Indirect)।
যা হোক, বর্তমান Factitive verb Lesson টি Double Object অর্থাৎ Direct ও Indirect Object এর সাথে সরাসরি জড়িত। তাই পাঠকদেরকে নিচের Link থেকে Direct ও Indirect Object সম্পর্কিত Lesson টা পড়ে আসার জন্য Suggest করছি-
যাই হোক, Direct ও Indirect Object এর সার কথা হল- কোন কোন Transitive verb একই সাথে দুটি Object কে ধারন করতে পারে- একটি হল Direct (ব্যক্তিবাচক) এবং অপরটি হল Indirect (অব্যক্তিবাচক)।
Father | gave | me | a gift |
---|---|---|---|
Subject | Transitive verb | Indirect object | Direct object |
এখন দেখা যাক, Factitive verb এর সাথে এর সম্পর্কটা কি-
Factitive verb ও Factitive Object
কিছু কিছু Transitive verb শুধু Indirect Object কে ধারন করতে পারে এবং এভাবেই sentence টি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে।
Everybody | believes | him |
---|---|---|
Subject | Transitive verb | Indirect object |
কিছু কিছু Transitive verb শুধু Direct Object কেই ধারন করতে পারে এবং এভাবেই sentence টি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে।
She | drinks | coffee |
---|---|---|
Subject | Transitive verb | Direct object |
কিন্তু লক্ষ্য কর- কিছু কিছু Transitive verb আছে যাদের পরে একটি Object বসালেও পূর্ণাঙ্গ (complete) অর্থ প্রকাশ পায় না, অপূর্ণাঙ্গ Object যুক্ত অপূর্ণাঙ্গ sentence টি আরো কিছু শোনার অপেক্ষা সৃষ্টি করে। যেমন-
We made him- আমরা তাকে বানালাম
কিন্তু কি বানালাম? এটা না জানা পর্যন্ত sentence অপূর্ণ থেকে যায়। হয়ত, আমরা তাকে বানালাম- নেতা (leader), captain, commander বা প্রতিনিধি (representative)।
এখন Sentence টিকে পূর্ণ করে নতুন করে লিখি-
We made him leader- আমরা তাকে নেতা বানালাম
এবার sentence টি পূর্ণাঙ্গ। কিন্তু আমরা যে অতিরিক্ত একটি Noun (leader) যোগ করলাম সেটা কি?
Noun টি Object এর অর্থকে পূর্ণ করতে ব্যবহার করা হয়েছে, তাই এটি হচ্ছে Objective Complement। এছাড়া এটিকে Factitive Object ও বলা হয়। আর Verb টিকে বলা হয় Factitive verb।
এবার Factitive verb ও Factitive Object যুক্ত sentence এর পূর্ণাঙ্গ structure টা দেখে নাও-
We | made | him | leader |
---|---|---|---|
Subject | Factitive verb | Object | Objective complement |
কিন্তু মনে রেখ,
যে সীমিত কয়েকটি Verb, Factitive verb হিসাবে ব্যবহৃত হয়, তার তালিকাটা দেখে নাও-
- make-বানানো
- call-ডাকা
- appoint-নিয়োগ দেওয়া
- choose-পছন্দমত বেছে নেওয়া
- elect-নির্বাচন করা
- select-বাছাই করা
- name-নাম দেওয়া
- prove-প্রমান করা
- designate-পদবী দেওয়া
- label-আখ্যা দেওয়া
- imagine-কল্পনা করা
- proclaim-ঘোষনা করা
- consider- বিবেচনা করা
- declare-ঘোষনা করা etc.
এখন চল প্রতিটি Factitive verb নিয়ে একটি করে sentence দেখি-
Subject | Factitive Verb | Object | Objective complement |
---|---|---|---|
We | made | Rohel | our Captain |
She | calls | her brother | ‘Little scholar’ |
The United club | appointed | Mr. Zahid | their manager |
The students | have choosen | her | group leader |
The country | elected | him | president |
The judge | selected | Rakibul | best player |
The nation | named | Kader | ‘Bagha Bangali’ |
The police | proved | him | a thief |
They | designated | Mr. Akbar | Cashier |
The learner | labeled | this picture | ‘Holy Home’ |
The child | imagines | this toy | a warship |
Nepoleon | Proclaimed | him | emperor |
I | consider | Rabindranath | a great poet |
They | declared | the boy | little programmer |
আশা করছি Factitive verb সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পেয়েছ।
এবার নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- We invited him
- You like them
- She loves Shima
- The rich help the helpless.
- These girls choose white dress
- The students learnt Arabic
- He led a happy life
- Nohash drove a new car
Quiz area
‘Active to Passive: Assertive with Principal verb’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।