Cognate Object সম্পর্কে নিশ্চিত ধারনা
Basic Grammar এর এই Lesson এ আমরা Cognate Object টা clarify করব।
Cognate Object এর সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত topic হল Transitive ও Intransitive verb।
Transitive ও Intransitive verb সম্পর্কে বিস্তারিত নিচের Link এ অনুসন্ধান কর-
যাই হোক, সংক্ষেপে বলা যায়-
I read a book.
এখানে read (পড়া) একটি Transitive verb কারন এর Object্ হল a book যা ‘কি পড়ি’ এই প্রশ্নের উত্তর দেয়।
পক্ষান্তরে, Intransitive verb হল তার উল্টোটা, অর্থাৎ-
In the classroom, Shimu sits with Shima.
এখানে sit (বসা) একটি Intransitive verb কারন একে ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করা অযৌক্তিক। ফলে এর কোন Object নেই।
প্রসঙ্গত, Subject ও Object সংশ্লিষ্ট আলোচনার জন্য নিচের Link গুলো visit করে আসতে পার-
তাহলে এখন প্রশ্ন, আমাদের উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে Cognate Object টা আবার কি? কি ধরনের Object?
What is Cognate Object
আমরা তো জানি, Intransitive verb এর কোন Object নেই, যেমন-
Last night Shakib slept- গত রাতে সাকিব ঘুমাল
এখানে verb হল sleep (ঘুমাল)। কিন্তু আমরা কি এ প্রশ্ন করতে পারি- গত রাতে সাকিব কি ঘুমাল? কাকে ঘুমাল? পারিনা, কারন প্রশ্নটা হাস্যকর/বিদঘুটে শোনাচ্ছে। এবং স্পষ্ট হল sleep এর কোন Object নেই।
কিন্তু sentence টি যদি এমন হয়- গত রাতে সাকিব ভাল ঘুম ঘুমাল- তাহলে তার English কি হবে?
এবার কিন্ত তুমি Object ব্যবহার না করে পারবেনা। এখন ‘sleep’ Intransitive verb হওয়া সত্ত্বেও তোমাকে এখানে জোর করে একটি Object ব্যবহার করতে হবে, ঠিক নিচের মত করে-
Adverbial | Subject | Verb | Object |
---|---|---|---|
গত রাতে | সাকিব | ঘুমাল | ভাল ঘুম |
Last night | Shakib | slept | a sound sleep |
এখানে আবশ্যিকভাবে যে Object টি চলে এসেছে (a sound sleep) তা একটি Noun phrase যার মূল (headword) হল sleep। Object এর এই sleep টি হল একটি Noun যার অর্থ-ঘুম। আর এই sleep টি Verb ‘sleep’ (ঘুমানো) এরই একটি রূপ (Derivatives)। বাইরের কোন word কে এনে এখানে Object করা সম্ভব নয়। আর এই object (a sound sleep) টিই হল Cognate Object (সমধাতুজ কর্ম)।
তাহলে, Cognate Object কি এ বিষয়টা clarify করি-
এই বিষয়টি Intransitive verb কে Transitive হিসাবে ব্যবহার করার অন্যতম উদাহরন।
আশা করছি বিষয়টা নিখুঁতভাবে বুঝতে পেরেছ।
কিন্তু Cognate Object সৃষ্টি করে Intransitive verb কে Transitive হিসাবে ব্যবহার করা যায় এমন Intransitive verb এর সংখ্যা কিন্তু খুব বেশী নয়। নিচের সচরাচর ব্যবহৃত (commonly used) এরূপ Intransitive verb উদাহরনসহ তালিকাবদ্ধ করা হল। underline করা verb টির পূর্বে Subject ও পরে Cognate Object টি লক্ষনীয়-
- Sleep: She slept a deep sleep. (sleep এর Noun- sleep)
- run: He ran a long race. (run এর Noun- race)
- dream: I dreamt a sweet dream last night. (dream এর Noun- dream)
- walk: We walked a long way. (walk এর Noun- way)
- sing:Dipok sang a folk song. (sing এর Noun- song)
- fight: They fought a dangerous fight. (fight এর Noun- fight)
- sigh: the wretched mother sighed a deep sigh. (sigh এর Noun- sigh)
- pray: The man prayed a heartiest prayer. (pray এর Noun- prayer)
- live: Tolstoy lived a long life. (live এর Noun- life)