Sentence কত ধরনের হয়? কোনটি কোন sentence চিনব কি করে?

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)
line_style

Sentence কত প্রকার

Sentence ৫ প্রকার। আরো নির্দিষ্ট করে বললে-

অর্থ অনুসারে Sentence ৫ প্রকার, যথা-

  • Assertive (বর্ণনামূলক/বিবৃতিমূলক)
  • Interrogative (প্রশ্নবাচক)
  • Imperative (আদেশ-অনুরোধ সূচক)
  • Optative (ইচ্ছা-প্রার্থনা সূচক)
  • Exclamatory (আবেগ সূচক)

বিশেষভাবে মনে রেখ: Sentence এই ৫ টি ভাগ হল অর্থ অনুসারে। Structure বা গঠন অনুসারে Sentence ৩ প্রকার- Simple, Compound ও Complex যা Level-3 তে আলোচনা করা হয়েছে।

»»চল এক নজরে উদাহরনের মাধ্যমে প্রতিটি Sentence এর সাথে পরিচিত হয়ে নিই««

  • Assertive: Bangladesh is our homeland. – বাংলাদেশ আমাদের জন্মভূমি। (সাধারন বর্ণনা বুঝাচ্ছে)
  • Interrogative: What is your name?- তোমার নাম কি? (প্রশ্ন বুঝাচ্ছে)
  • Imperative: Open your book. – তোমার বই খোল। (আদেশ বুঝাচ্ছে)
  • Optative: May you live happily.- তুমি সুখে থাক। (ইচ্ছা বুঝাচ্ছে)
  • Exclamatory: How vast the sky is! – আকাশটা কতইনা বিশাল! (আবেগের একটি রূপ ‘বিস্ময়’ বুঝাচ্ছে)

»»এবার আলাদাভাবে প্রতিটি Sentence কে ঘনিষ্টভাবে চিনে নাও««

list

Assertive Sentence

যে Sentence দ্বারা সাধারনভাবে কোন বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় সেটাই Assertive sentence। অর্থাৎ- Assertive sentence সাধারনভাবে কিছু একটা বলার জন্য ব্যবহৃত হয়। এতে থাকবেনা কোন প্রশ্ন, আবেগ বা আদেশ-নিষেধের ভাব।
Structure

Assertive sentence এর সবচেয়ে বড় পরিচয় হল এর Structure বা গঠন।

এই Sentence এর Structure হল English Grammar এর সবচেয়ে মৌলিক Structure টি; অর্থাৎ- প্রথমে Subject ও তারপরে Verb বসে।

Assertive sentence এর শেষে Full stop (.) বসে।

Subject + Verb + ….. .

উদাহরনসহ দেখে নাও-

Subject Verb Object/Ext.
The boy goes to school
ছেলেটি যায় স্কুলে
More examples

[Subject ও Verb আলাদাভাবে চিহ্নিত]

  • They play cricket.- তারা ক্রিকেট খেলে।
  • The farmers grow vegetables here.- কৃষকেরা এখানে সব্জি উৎপাদন করে।
  • The earth is a planet.- পৃথিবী একটি গ্রহ।
  • My father lives in Canada.- আমার বাবা কানাডায় থাকেন।
  • Knowledge is power.- জ্ঞানই শক্তি।

আরো পড়-

list

Interrogative Sentence

যে Sentence দ্বারা প্রশ্ন করা হয়, সেটাই Interrogative sentence।

Interrogative sentence দ্বারা দুই ধরনের প্রশ্ন করা হয়-

  • Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
  • WH-Word যুক্ত প্রশ্ন
যেমন-
  • Yes/No Question: Are you tired? – তুমি কি ক্লান্ত? [যার উত্তর হবে হ্যাঁ বা না।]
  • WH-Word যুক্ত প্রশ্ন: Why are you tired? – তুমি কেন ক্লান্ত? [যার উত্তরে কিছু একটা বলতে হবে, হ্যাঁ/না বললে হবেনা।]

»»কিন্তু এই দুই ধরনের প্রশ্নের গঠনে বা structure এ চমৎকার মিল আছে এবং শেখা খুবই সহজ। শুধু Yes/No structure টির শুরুতে WH-Word (What, Why, Whom ইত্যাদি) বসিয়ে দিলেই চলে। দেখ-««

Interrogative sentence এর শেষে সর্বদা Question-mark (?) বসে।

Structure
Yes/No Question:

Helping verb + Subject + Main verb + …. ?

Help.V. Sub. Main V. Ext.?
Can you draw a circle?
WH-Word যুক্ত Question:

WH-Word + Help. V. + Subject + Main V. + …. ?

WH-Word Help.V. Sub. Main V. Ext.?
How Can you draw a circle?

»»এবার আরো কিছু উদাহরন দেখে নাও-««

More examples
Yes/No Question:
Help.V. Sub. Main V. Ext.?
are you reading now?
Will they help the girl?
Was the class listening to the teacher?
Have the children brought homeworks?
Should you leave school today?
WH-Word যুক্ত Question:
WH-Word Help.V. Sub. Main V. Ext.?
What are you doing now?
When do the farmers sow jute-seeds?
How are you going to office?
Where did you meet him?
Which country are you visiting next week?

আরো পড়-

list

Imperative Sentence

যে Sentence দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, আহ্‌বান, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় সেটাই Imperative sentence।

»»আবার দেখে নাও এক নজরে, Imperative sentence কি কি প্রকাশ করে-««

  • আদেশ: Bring the spectacles at once.- চশমাটা এক্ষুনি আন।
  • অনুরোধ: Please, give me your pen.- অনুগ্রহ করে তোমার কলমটি দাও।
  • উপদেশ: Always speak the truth.- সর্বদা সত্য কথা বলবে।
  • নিষেধ: Never disturb the class.- কখনো ক্লাসে বিরক্ত করবেনা।
  • আহ্‌বান: Come with me, Mita.- আমার সাথে আস, মিতা।
  • প্রার্থনা: Please, give me two days’ leave, sir.- স্যার, দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন।
  • নির্দেশ : Turn left, soldiers.- সৈন্যরা, বামে ঘোর।
Structure

Imperative sentence এর সবচেয়ে বড় পরিচয় এর Structure বা গঠন। অর্থাৎ-

  • Imperative sentence শুরু হয় Verb দিয়ে। Subject ‘YOU’ উহ্য থাকে। কারন, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় (আদেশ, নির্দেশ।।) সেই second person ‘YOU’ বক্তার সামনেই থাকে।
  • Imperative sentence এর Negative অর্থাৎ ‘নিষেধ’ প্রকাশ করতে Verb এর পূর্বে ‘Don’t/Never’ বসাতে হয়।
  • Imperative sentence এর শেষে সর্বদা Full stop (.) বসে।

»»তাহলে এবার উদাহরনসহ structure গুলো দেখে নাও এক নজরে,-««

1
Verb Object/Ext.
Come quickly.
2
Don’t/Never Verb Object/Ext.
Don’t neglect the poor.
3
Let us Verb Object/Ext.
Let us go to play.
4
Let Object Verb Object/Ext.
Let him go home.
More examples

[Verb টি আলাদাভাবে চিহ্নিত]

  • Prepare your lesson quickly.- তাড়াতাড়ি তোমার পড়া তৈরি কর।
  • Do not study late at night.- অধিক রাত্রে পড়াশোনা করিওনা।
  • Never drink impure water.- কখনো অবিশুদ্ধ পানি পান করোনা।
  • Let us arrange a picnic this week.- চল এই সপ্তাহে একটা পিকনিক করা যাক।
  • Let me carry your bag, father.- বাবা, আমাকে তোমার ব্যাগটি বহন করতে দাও।

পড়ে নাও-

list

Optative Sentence

যে Sentence দ্বারা ইচ্ছা, প্রার্থনা/আশীর্বাদ প্রকাশ করা হয় সেটাই Optative sentence।

দুইটি বিষয়- ১) ইচ্ছা ২) আশীর্বাদ বা প্রার্থনা। বুঝে নাও নিজের মত করে-

ইচ্ছা
বক্তার ইচ্ছা যে, কোন কিছু একটা ঘটুক। কারো ভাল বা মন্দ কিছু একটা হোক।

May you be happy in life
তুমি জীবনে সুখি হও

প্রার্থনা/আশীর্বাদ/দোয়া
বক্তা আল্লাহ/God/ঈশ্বর এর কাছে প্রার্থনা/আশীর্বাদ/দোয়া করেন যাতে কারো বা কোন কিছুর ভাল বা মন্দ হয়।

May Allah grant you a long life.
আল্লাহ তোমায় দীর্ঘ জীবন দান করুন।

Note: লক্ষ্য কর, Optative sentence এর প্রার্থনা এবং Imperative sentence এর প্রার্থনা এক নয়। Imperative sentence এর প্রার্থনাটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোন সুবিধা পাওয়ার জন্য কারো আকুল আবেদন বুঝায়। আর Optative sentence এর প্রার্থনাটি সৃষ্টিকর্তা/God/Allah এর কাছে অন্য কারো জন্য দোয়া করা বুঝায়।

Structure

গঠন দেখে Optative sentence সহজেই চেনা যায়। সচরাচর Optative sentence নিচের দুইটি structure কে অনুসরন করে। উল্লেখ্য, Optative sentence এর পরে সর্বদা Full stop (.) বসে।

May + Subject + Verb + ….. .

Long live + Subject + …. .

»»এবার উদাহরনসহ দেখে নাও-««

Examples
1
MAY Subject Verb Object/Ext.
May you be happy in life.
May God bless you.
May your son come round soon.
May Allah brighten your future.
May you get A+ in the exam.
2
LONG LIVE Subject
Long live Bangladesh.
Long live our prime minister.
Long live this unity of the people.
list

Exclamatory Sentence

যে Sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ; যথা- রাগ, ক্রোধ, দুঃখ, ভয়, হতাশা, আনন্দ, বিস্ময়, ঘৃনা ইত্যদি প্রকাশিত হয়, সেটাই Exclamatory sentence।

Exclamatory sentence এরও বিশেষ কিছু structure আছে, যা অনুসরন করে সহজেই এই sentence তৈরি করা যায় বা এই sentence কে চিহ্নিত করা যায়।

আর Exclamatory sentence এর শেষে সাধারনভাবে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) বসে।

Interjection দিয়ে শুরু Exclamatory sentence এ Interjection এর পরে ! বসে, এবং sentence এর শেষে সচরাচর Full stop (.) বা ! ও বসতে পারে। বিষয়টি পরের ধাপে clarify করা হয়েছে।

»»তাহলে চল দেখে নিই Exclamatory sentence এর সচরাচর ব্যবহার্য structure গুলো-««

Structure
1

How + Adjective + Subject + Verb + …. !

HOW Adjective Sub. Verb
How beautiful the bird is!
2

What a/an + Adj. + Noun + Sub. + Verb + …. !

What a/an Adj. Noun Sub. Verb
What an interesting book it is!
3

Interjection + ! + Subject + Verb + Extension …. !

Interjection ! Subject Verb Extension.
Alas ! All his money is lost now.
More examples

[Subject ও Verb আলাদাভাবে চিহ্নিত]

  • How strange his behaviour was!- তার আচরন কতই না অদ্ভূত ছিল!
  • How happily the woman lives in the hut!- মহিলাটি তার কুটিরে কতইনা সুখে থাকে!
  • Hurrah! Father is coming home today!- কি মজা! বাবা আজ বাড়ি আসছেন!
  • Ah! It was pathetic.- আহা! এটা ছিল মর্মান্তিক।
  • What a foolish work you have done!- তুমি কতই না বোকামিপূর্ণ কাজ করেছ!
line_style

কোনটি কোন sentence কিভাবে চিনব?

আশা করছি, এতক্ষনে তোমাদের কাছে সমস্ত বিষয়টিই পরিস্কার হয়ে গেছে। কোন sentence কিভাবে চেনা যাবে, সেই প্রশ্নের উত্তর নিশ্চয় অনেক সহজ হয়ে গেছে।

ক্লাস সিক্স/সেভেন এ পরীক্ষার প্রশ্নপত্রে সচরাচর কয়েকটি sentence থেকে কোনটি কোন sentence সেটা খোঁজে বের করতে দেওয়া হয়।

আসলে এ ধরনের প্রশ্ন সমাধান করতে sentence এর structure গুলোর দিকে দৃষ্টিপাত করাই যথেষ্ট।

প্রধানতঃ sentence এর structure এবং বিরাম চিহ্ন দেখেই কোনটি কোন sentence তা বুঝা যায়, যা আমরা ইতোমধ্যাই আলোচনা করা ফেলেছি।

যাই হোক, কখনো প্রশ্নপত্রে বিরাম চিহ্ন (Full stop, comma, Interrogation mark ইত্যাদি) দেওয়া না থাকলেও শুধু Structure কে অনুসরন করেও সহজে sentence চিহ্নিত করা যায়।

»»যাই হোক, চল পুণরায় এক নজরে দেখে নিই, কিভাব কোন sentence বের করতে হয়««

  • Assertive: সাধারনতঃ প্রথমে Subject দিয়ে শুরু হয়ে পরে Verb ও বাকি অংশ বসে (Subject + Verb + …), এরকম sentence ই Assertive sentence। বড় sentence এ Subject এর পূর্বেও Adverb, Participle ইত্যাদি থাকতে পারে। শেষে অবশ্যই Full stop (.) থাকবে।
  • Interrogative: Interrogative sentence Helping verb (am, is, are, was, were, have, can ইত্যাদি) দিয়ে বা Question-Word (Who, What, Which, How, When, When ইত্যাদি) দিয়ে শুরু হবে। শেষে Interrogation mark বা প্রশ্নবোধক চিহ্ন (?) থাকবে।
  • Imperative: Imperative sentence শুরু হবে Verb দিয়ে বা Do not/Never দিয়ে বা Let দিয়ে। এসব কিছুর পূর্বে শুরুতে Adverb ও থাকতে পারে (যেমন- always)। শেষে Full stop (.) থাকবে।
  • Optative: Optative sentence শুরু হয় May দিয়ে বা Long live দিয়ে। শেষে Full stop (.) থাকে।
  • Exclamatory: Exclamatory sentence এর শুরুটা হয় How বা What a/an দিয়ে। এটা কোন Interjection word দিয়েও শুরু হতে পারে। শেষে বা Interjection এর পূর্বে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) থাকে।

Note-1: Assertive, Imperative এবং Optative তিনটিরই শেষে Full stop (.) থাকলেও এদের মধ্যে গঠনগত দিক থেকে আছে সুস্পষ্ট পার্থক্য।

আশা করি, Sentence এর প্রকার এবং কোনটি কোন sentence তা খোঁজে বের করার পদ্ধতিটা আয়ত্ব করে ফেলেছ।

↑ Back to Top


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *