International Mother Language Day- Paragraph

International Mother Language Day

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

21st February is celebrated as the International Mother Language Day all over the world. The day is observed aiming to spread mother tongue, add variety in language and make awareness about language and cultural tradition throughout the world. There is a glorious history behind the day. After the division of India, the country Pakistan came into being which had two parts—West Pakistan (Urdu speaking province) and East Pakistan (Bengali speaking province- present Bangladesh). West Pakistani rulers always maintained inequality between the two nations in about all sections. In 1948, in a public meeting in Dhaka, the then Governor-General of Pakistan declared that Urdu would be the only official language of Pakistan. This declaration raised a storm of protest all over East Pakistan which increasingly turned into the famous Language Movement. The movement reached its peak on 21 February, 1952 when the government imposed section-144 to protest the movement. That day the students of Dhaka University challenged the law and brought out a protest procession. At one stage, police fired on the students killing a number of students. Later on, at the point of movement, the government was forced to include Bengali as one of the official languages. The day had been observed as Shaheed Dibosh (National Mourning Day) in Bangladesh every year. Afterward, on 17 November, 1999; the UNESCO declared the day as the International Mother Language Day to be observed globally in recognition of the language martyrs. To observe the day, people rise up at dawn, put on black badges, and go to Shaheed Minar walking barefooted in procession singing mourning songs. They pay cordial tribute to the martyrs offering various flowers. Discussion meetings and cultural functions are also held in different places. Now the sacrifice of the language martyrs is the source of motivation to the world to preserve the mother tongue.

International Mother Language Day: Sentence-wise বাংলায়

21st February is celebrated as the International Mother Language Day all over the world.
২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
The day is observed aiming to spread mother tongue, add variety in language and make awareness about language and cultural tradition throughout the world.
বিশ্বব্যাপী মাতৃভাষা ছড়িয়ে দেওয়া, ভাষার বৈচিত্র্য বৃদ্ধি করা এবং ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
There is a glorious history behind the day.
দিনটির পেছনে রয়েছে গৌরবময় ইতিহাস।
After the division of India, the country Pakistan came into being which had two parts—West Pakistan (Urdu speaking province) and East Pakistan (Bengali speaking province- present Bangladesh).
ভারত বিভাগের পর, পাকিস্তান দেশটির আত্বপ্রকাশ ঘটে যার দুটি অংশ ছিল- পশ্চিম পাকিস্তান (উর্দুভাষী প্রদেশ) এবং পূর্ব পাকিস্তান (বাংলাভাষী প্রদেশ- বর্তমান বাংলাদেশ)।
West Pakistani rulers always maintained inequality between the two nations in about all sections.
পশ্চিম পাকিস্তানি শাসকরা সর্বদা প্রায় সব বিভাগেই দুই জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল।
In 1948, in a public meeting in Dhaka, the then Governor-General of Pakistan declared that Urdu would be the only official language of Pakistan.
১৯৪৮ সালে, ঢাকায় এক জনসভায়, পাকিস্তানের তৎকালীন গভর্নর-জেনারেল ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র সরকারী ভাষা।
This declaration raised a storm of protest all over East Pakistan which increasingly turned into the famous Language Movement.
এই ঘোষণা সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় তোলে যা ক্রমশ বিখ্যাত ভাষা আন্দোলনে রূপ নেয়।
The movement reached its peak on 21 February, 1952 when the government imposed section-144 to protest the movement.
আন্দোলন চরমে পৌঁছে যখন সরকার ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে আন্দোলন দমনের জন্য ১৪৪ ধারা জারি করেন।
That day the students of Dhaka University challenged the law and brought out a protest procession.
ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অমান্য করে বিক্ষোভ মিছিল বের করে।
At one stage, police fired on the students killing a number of students.
একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়।
Later on, at the point of movement, the government was forced to include Bengali as one of the official languages.
পরবর্তীতে আন্দোলনের মুখে সরকার বাংলাকে অন্যতম সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়।
The day had been observed as Shaheed Dibosh (National Mourning Day) in Bangladesh every year.
দিবসটি প্রতি বছর বাংলাদেশে শহীদ দিবস (জাতীয় শোক দিবস) হিসেবে পালিত হয়ে আসছিল।
Afterward, on 17 November, 1999; the UNESCO declared the day as the International Mother Language Day to be observed globally in recognition of the language martyrs.
পরে, ১৭ নভেম্বর, ১৯৯৯; ভাষাশহীদদের স্মরণে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালনের ঘোষণা দেয়।
To observe the day, people rise up at dawn, put on black badges, and go to Shaheed Minar walking barefooted in procession singing mourning songs.
দিবসটি পালনের জন্য মানুষ ভোরবেলা ঘুম থেকে ওঠে, কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে মিছিল সহকারে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যায়।
They pay cordial tribute to the martyrs offering various flowers.
তারা নানা রকম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
Discussion meetings and cultural functions are also held in different places.
বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
Now the sacrifice of the language martyrs is the source of motivation to the world to preserve the mother tongue.
ভাষা শহীদদের আত্মত্যাগই এখন মাতৃভাষা রক্ষায় বিশ্বের প্রেরণার উৎস।

International Mother Language Day: পূর্ণাঙ্গ বাংলায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বব্যাপী মাতৃভাষা ছড়িয়ে দেওয়া, ভাষার বৈচিত্র্য বৃদ্ধি করা এবং ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিনটির পেছনে রয়েছে গৌরবময় ইতিহাস। ভারত বিভাগের পর, পাকিস্তান দেশটির আত্বপ্রকাশ ঘটে যার দুটি অংশ ছিল- পশ্চিম পাকিস্তান (উর্দুভাষী প্রদেশ) এবং পূর্ব পাকিস্তান (বাংলাভাষী প্রদেশ- বর্তমান বাংলাদেশ)। পশ্চিম পাকিস্তানি শাসকরা সর্বদা প্রায় সব বিভাগেই দুই জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। ১৯৪৮ সালে, ঢাকায় এক জনসভায়, পাকিস্তানের তৎকালীন গভর্নর-জেনারেল ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র সরকারী ভাষা। এই ঘোষণা সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় তোলে যা ক্রমশ বিখ্যাত ভাষা আন্দোলনে রূপ নেয়। আন্দোলন চরমে পৌঁছে যখন সরকার ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে আন্দোলন দমনের জন্য ১৪৪ ধারা জারি করেন। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অমান্য করে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে সরকার বাংলাকে অন্যতম সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। দিবসটি প্রতি বছর বাংলাদেশে শহীদ দিবস (জাতীয় শোক দিবস) হিসেবে পালিত হয়ে আসছিল। পরে, ১৭ নভেম্বর, ১৯৯৯; ভাষাশহীদদের স্মরণে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালনের ঘোষণা দেয়। দিবসটি পালনের জন্য মানুষ ভোরবেলা ঘুম থেকে ওঠে, কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে মিছিল সহকারে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যায়। তারা নানা রকম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ভাষা শহীদদের আত্মত্যাগই এখন মাতৃভাষা রক্ষায় বিশ্বের প্রেরণার উৎস।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *