Active/Passive voice mark-out/ চিহ্নিত করার সবচেয়ে সহজ পদ্ধতি

Active ও Passive Voice চিহ্নিত করার উপায়

Active ও Passive Voice এর পরিবর্তন নয় বরং এই Lesson এ আমরা Active ও Passive voice এর পার্থক্যটা স্পষ্ট করব যাতে কোন Sentence Active নাকি Passive সেটা চিহ্নিত করা সহজ হয়।

প্রসঙ্গত, Active ও Passive Voice এর পরিবর্তন এর জন্য নিচের Link থেকে শুরু কর-

কোন sentence টি Active এবং কোনটি Passive এ সম্পর্কে স্পষ্ট ধারনা অর্জন করতে পারলে, তোমার যা সুবিধা হবে-

  • তুমি sentence এর Active mode ও Passive mode ধরতে পারবে যা Spoken ও Written উভয় English এর জন্য এবং পরীক্ষার প্রশ্ন সমাধানের জন্য গুরুত্বপূর্ন।
  • যে কোন Sentence এর অর্থ উদ্ধার করা সহজ হবে।
  • Sentence এ নির্ভুলভাবে Verb বসানো সহজ হবে।
  • পরীক্ষায় ‘Right form of verb’ এর প্রশ্নগুলো সমাধান করা সহজ হবে।
  • Subject ও Object এর সূত্র ধরে Sentence কে Analyze (বিশ্লেষন) করা যাবে।

Active ও Passive Voice এর মধ্যে সম্পর্ক কী?

English sentence এর ভিত্তিভূমি হল Verb বা ক্রিয়া । Grammar এর ক্রিয়া বাস্তব জীবনের কাজ বা Science এর ক্রিয়া (work) এর সাথে পুরোপুরি মেলে না। Grammar এ যে কোন কিছু করা মানেই Verb, যেমন- হাঁটা (walk), খাওয়া (eat), চুরি করা (steal), ঘুমানো (sleep), হত্যা করা (kill), মিথ্যা বলা (lie), মারা যাওয়া (die), অনুভব করা (feel), হওয়া (be), থাকা (have) ইত্যাদি।

কিন্তু কোন একটি কাজ কে বা কারা করল (ভাল কাজ হোক বা অপকর্ম) সেটাও গুরুত্বপূর্ন। একটি বড় Sentence এর কাজটি কে করল সেটা না জানতে পারলে Sentence টি সম্বন্ধে অর্জিত জ্ঞান হবে অস্পষ্ট এবং নগন্য। সুতরাং এক দিক থেকে বলা যায় English sentence মূলতঃ Subject-Verb কেন্দ্রিক, মোটামুটিভাবে যার শুরুতে থাকে Subject এবং তারপর Verb। আর Verb টি Transitive (সকর্মক) হলে তার পরে থাকবে Object ।

এভাবে আমরা English sentence এর অন্যতম গুরুত্বপূর্ণ Structure টি পেয়ে যাই-

Subject + Verb + Object

মনে রেখ-

আর Active এবং Passive voice হল Verb এর সাথে Subject ও Object এর সম্পর্ক ভিত্তিক আলোচনা
সম্পর্কটা কীরূপ?

সহজ-সরল অর্থে-

  • Verb টিকে ‘কে/কারা’ দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তা হল Subject ।
  • আর Verb টিকে ‘কি/কাকে’ দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তা হল Object ।
Shiva buys a toy
Sub verb object

এখন, Verb এর সাথে Subject যদি এই সহজ-সরল সম্পর্কে থাকে তাহলে তা Active voice

আর Verb এর সাথে Subject যদি বিপরীত সম্পর্কে থাকে তাহলে তা Passive voice

অন্যভাবে,

Verb কে ‘কে/কারা’ দ্বারা প্রশ্ন করলে যে Subject পাওয়া যায়, তা যদি Subject এর স্থানেই থাকে তবে তা Active voice

আবার, Verb কে ‘কি/কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে Object পাওয়া যায়, তা যদি Subject এর স্থানে থাকে তবে তা Passive voice

কি অবাক হচ্ছ? ভাবছ, এমন কথা কোথাও শুননি?

অবাক হও এবং অবাক হতে হতে উপরের কয়েকটি লাইন ৫ বার পড় আর নিচের উদাহরণগুলো অনুসরণ কর । দেখবে এই দৃষ্টিভঙ্গিতে তাকালেই Active/Passive identify করা সবচেয়ে সহজ হয় । সবশেষে থাকবে Online Quiz যা Exercise করলে Active/Passive চিহ্নিতকরনে skilled হয়ে যাবে ।

Examples

নিচের উদাহরণগুলো কয়েকবার পড়-

  • EX-1: Every morning, Mother reads the holy Quran.
  • Ex-2: Football is played everywhere.
  • Ex-3: The message was written in English.
  • Ex-4: All the passengers returned the country safe and sound.
  • Ex-5: A baby is loved by everybody.

এখন চল প্রতিটি উদাহরন আলাদাভাবে analyze করি-

  • EX-1: প্রথম উদাহরনে Main verb হল read যার অর্থ- পড়া । যদি প্রশ্ন করি- কে/কারা পড়ে? উত্তর হল- Mother যা Subject এর স্থানে Subject হিসাবে আছে । সুতরাং স্পষ্টতঃই Sentence টি Active mode এ আছে ।
  • Ex-2: ২য় sentence এ Main verb হল play যার অর্থ- খেলা করা। কে/কারা খেলে? কোথাও এর উত্তর নেই । কিন্তু যদি প্রশ্ন করি কি খেলা হয়? উত্তর হল football যা একটি Object কিন্তু এটি Subject হিসাবে Subject এর স্থানে আছে বা Subject হিসাবে ব্যবহৃত হয়েছে । সুতরাং স্পষ্টতঃই Sentence টি Passive mode এ আছে বা এটি একটি Passive voice ।
  • Ex-3: এখানে Main verb হল write যার অর্থ- লেখা । কে লেখে? উত্তর নেই । কি লেখে? উত্তর- message । সুতরাং Sentence টি একটি Passive voice ।
  • Ex-4: Main verb- return যার অর্থ- ফিরে আসা । কে ফিরে আসে? উত্তর- All the passengers । সুতরাং এটি একটি Active voice ।
  • Ex-5: Main verb- love যার অর্থ- ভালবাসা । কে ভালবাসে ? শিশুটি কি নিজে ভালবাসে ? না, শিশুটি সবার দ্বারা ভালবাসা প্রাপ্ত । সবার দ্বারা -by everybody । কিন্তু everybody, Subject হিসাবে নেই । যদি প্রশ্ন করি- কি ভালবাসে ? তারও উত্তর নেই । প্রশ্ন- কাকে ভালবাসে? উত্তর- the baby যা মূলতঃ Object কিন্তু Subject হিসাবে আছে । সুতরাং Sentence টি একটি Passive voice ।

এখন কি সব কিছুই দিবালোকের (গ্রীষ্মকালের !) মত স্পষ্ট হয়ে গেলনা?

এসব কিছুই হল প্রথমে Verb কে চিহ্নিত করে, তাকে প্রশ্ন করে, অর্থের উপর নির্ভর করে, Subject ও Object বের করার মাধ্যমে Active Passive নির্ণয় করার পদ্ধতি

কিন্তু শুধু Sentence construction এর উপর নির্ভর করেও তুমি Active-Passive নির্ণয় করতে পার । দেখ-

Sentence construction সূত্রে Active-Pasive নির্ণয়

চল details এ প্রবেশ করার আগে Active ও Passive সম্পর্কে কিছু ‘সাধারন সত্য বাক্য’ জেনে নিই-

  • Passive voice এর Main verb শুধমাত্র Past participle (V3) হবে, অন্য কোন form নয়।
  • Passive voice এর পূর্নাঙ্গ Sentence এ Main verb এর পূর্বে অবশ্যই Helping verb থাকবে । Subject এর পর শুধুমাত্র Main verb থাকিলে সেটা Active ।
  • Helping verb am/is/are/was/were হলে Active voice এ Main verb এ ‘ing’ form ও Passive voice এ যথারীতি V3 হবে ।
  • have/has/had শুধুমাত্র Active voice এ বসে V3 সহ, Passive এ বসেনা।
  • শুধুমাত্র ‘have’ জাতীয় Helping verb (যেমন-have/has/had/shall have/will have/may have/might have/can have/could have/ should have/must have…) গুলোর সাথেই Active voice এ V3 বসে, অন্য সকল Helping verb এর ক্ষেত্রে V3 বসলে Sentence টি Passive ।
  • শেষে ‘been’ যুক্ত (have been, has been, will have been …) Helping verb গুলোর ক্ষেত্রে Active voice এ Main verb এ ‘ing’ form ও Passive voice এ যথারীতি V3 হবে ।
  • শুধুমাত্র Modal verb (shall, will, may, can, should, would, might, could, must, ought to ….) Active voice এ base form সহ বসে, Passive voice এ বসেনা ।
  • Modal + be এর ক্ষেত্রে (shall be, will be, may be, can be, must be ….) Active voice এ Main verb এ ‘ing’ বসে, Passive এ যথারীতি V3 বসে।
  • শেষে ‘being’ যুক্ত Helping verb গুলো শুধুমাত্র Passive voice এ V3 সহ বসে ।

উপরোক্ত Rule গুলো বার বার পড়লে আশা করা যায় Construction দেখে Active-Passive চিনার ক্ষেত্রে শতভাগ সফল হবে । এখন আরো দুটি Example নেওয়া যাক-

Examples
  • EX-6: The police has punished a thief. পুলিশ একটি চোরকে শাস্তি দিয়েছে
  • Ex-7: The police was punished for taking a bribe. পুলিশ ঘোষ খাওয়ার কারনে শাস্তি পেল

উভয় ক্ষেত্রে একই verb ‘punish’ বা শাস্তি দেওয়া এবং একই Subject ‘The police’ ব্যবহার করা হয়েছে । উভয় verb এর form V3 (punished) । এখন বলত কোনটি Active আর Passive । অর্থ থেকে নয়, Construction দেখে বলতে হবে ।

হ্যাঁ, ঠিকই ধরেছ । প্রথমটি Active কারন- have/has/had এর পরে V3 বসে শুধুয়াত্র Active এ ।

দ্বিতীয়টি Passive কারন- am/is/are/was/were এর পরে V3 বসলে সেটা Passive ।

একটি বিষয় লক্ষ্য কর, এই দুইটি উদাহরনে Verb এর অর্থ Active voice এর ‘শাস্তি দেওয়া‘ Passive voice এ হয়ে গেছে ‘শাস্তি পাওয়া’ বা ‘শাস্তিপ্রাপ্ত হওয়া’ । বাংলা বাক্যের ক্রিয়া Active থেকে Passive এ কিভাবে পরিবর্তন হয়ে যায় তার একটি তালিকা নিচে যুক্ত করা হল । আশা করি এটি Active ও Passive mode বুঝার ক্ষেত্রে সহায়ক হবে ।

Active Passive
শাস্তি দেওয়া শাস্তিপ্রাপ্ত হওয়া
পুরস্কার দেওয়া পুরস্কৃত হওয়া
প্রত্যাখ্যা করা প্রত্যাখ্যত হওয়া
পড়া পঠিত হওয়া
সম্মান করা সম্মানিত হওয়া
প্রহার করা প্রহৃত হওয়া
আকর্ষন করা আকৃষ্ট হওয়া
নিমন্ত্রন করা নিমন্ত্রিত হওয়া
প্রকাশ করা প্রকাশিত হওয়া
সম্পাদন করা সম্পাদিত হওয়া
পাওয়া প্রাপ্ত হওয়া
assessmentTest yourself

এখন নিচের Quiz (Online Test) টাতে অংশগ্রহন কর । Score কম হলে Retake Quiz এ click কর এবং বার বার দাও, যতক্ষন না score ১০০% হয় ।

Quiz area

favorite Welcome to your Quiz

‘Find-out Active/Passive’
 
  • এই Quiz এ ১০ টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
  • মোট সময়: ২ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
  • ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *