How to Make WH-Question: ইংরেজিতে প্রশ্ন তৈরির মহা ক্লাস
Who? | What? | Which? |
---|---|---|
কে/কারা? | কি? | কোনটি? |
When? | Where? | How? |
কখন? | কোথায়? | কিভাবে? |
Why? | Whom? | Whose? |
কেন? | কাহাকে? | কাহার? |
এই নয়টি word হল ইংরেজিতে প্রশ্ন তৈরির ছাঁচ বা ডাইস। ছাঁচে ফেলে যেমন বিভিন্ন উপাদান দিয়ে একই আকৃতির পিঠা বা যে কোন জিনিস তৈরি করা হয়, এই word গুলো দিয়েও তেমনি প্রশ্ন তৈরি করা হয়।
এই word গুলো WH-Word নামেও পরিচিত। আর এদের দ্বারা তৈরি প্রশ্নকে বলা হয় WH-Question ।
line_styleWH-Question বা WH-Word দিয়ে প্রশ্ন তৈরির পদ্ধতি
WH-Question তুমি সহজেই তৈরি করতে পারবে, যদি শিখে নাও কিভাবে WH-Word ছাড়া প্রশ্ন তৈরি করতে হয়।
তাহলে কি WH-Word ছাড়াও প্রশ্ন তৈরি করা যায়?
হ্যাঁ যায়। এবং এ ধরনের প্রশ্নকে বলে হ্যাঁ/না জাতীয় প্রশ্ন বা Yes/No Question।
এবং Yes/No Question তৈরি করাটা খুবই সহজ। শুধুমাত্র Helping Verb টাকে Subject এর আগে বসিয়ে দিলেই চলে। চল দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় Yes/No Question।আর Yes/No Question তৈরি করা হয়ে গেলে এর শুরুতে WH-Word টি বসিয়ে দিলেই WH-Question প্রস্তুত হয়ে যায়। সত্যিই সহজ, তাই না?
listকিভাবে Yes/No বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন তৈরি করতে হয়
সাধারন Assertive sentence এর গঠন হয় এরকম-
Subject + Verb +……
আর Verb এর যদি (Helping verb + Principal verb) এই দুইটি অংশ হয়, তাহলে structure টি হবে-
Subject + Helping Verb + Principal verb + ……
একে Yes/No জাতীয় Interrogative sentence এ পরিণত করলে এর structure হবে-
Helping Verb + Subject + Principal verb + ……?
অর্থাৎ-
Assertive: | Subject + Helping Verb + Principal verb + …… . |
Yes/No Question: | Helping Verb + Subject + Principal verb + ……? |
উল্লেখ্য, Assertive sentence এর শেষের Full stop (.) উঠে গিয়ে Interrogative এ Question-mark (?) বসবে।
Assertive: He is drawing a picture. – সে ছবি আঁকিতেছে।
Yes/No Question: Is he drawing a picture?- সে কি ছবি আঁকিতেছে?.
Assertive: Omar can do difficult sum. – ওমর কঠিন অংক করতে পারে।
Yes/No Question: Can Omar do difficult sum?- ওমর কি কঠিন অংক করতে পারে?
Assertive: Mother has made a cake. – মা কেক তৈরি করেছে।
Yes/No Question: Has mother made a cake?- মা কি কেক তৈরি করেছে?.
Assertive: We must complete the work. – আমাদেরকে কাজটি অবশ্যই শেষ করতে হবে।
Yes/No Question: Must we complete the work?- আমাদেরকে কাজটি কি অবশ্যই শেষ করতে হবে।?.
Assertive: You will quit the job. – তুমি চাকরি ছেড়ে দেবে।
Yes/No Question: Will you quit the job?- তুমি কি চাকরি ছেড়ে দেবে?
Assertive এ Helping verb না থাকলে অর্থাৎ শুধু Principal verb থাকলে এর structure হবে-
Subject + Principal Verb +……
Subject এর পর শুধু Principal verb থাকলে Principal verb টি তিনটি অবস্থায় থাকতে পারে-V1, (Verb + s/es), V2 form। এক্ষেত্রে Subject এর পূর্বে Helping verb হিসাবে আসবে যথাক্রমে-Do, Does, Did। আর সর্ব অবস্থায় Principal verb টি base form বা V1 এ পরিণত হবে।
Assertive: | Subject + V1 + ………… . |
Yes/No Question: | Do + Subject + V1 + …… ? |
Assertive: We speak English. – আমরা ইংরেজিতে কথা বলি।
Yes/No Question: Do we speak English?-আমরা কি ইংরেজিতে কথা বলি?
Assertive: | Subject + (V + s/es) + ………… . |
Yes/No Question: | Does + Subject + V1 + …… ? |
Assertive: He speaks English. – সে ইংরেজিতে কথা বলে।
Yes/No Question: Does he speak English?- সে কি ইংরেজিতে কথা বলে?
Assertive: | Subject + V2 + ………… . |
Yes/No Question: | Did + Subject + V1 + …… ? |
Assertive: They spoke English. – তারা ইংরেজিতে কথা বলত।
Yes/No Question: Did they speak English?- তারা কি ইংরেজিতে কথা বলত?
Assertive: Education removes darkness. – শিক্ষা অন্ধকার দূর করে।
Yes/No Question: Does education remove darkness?- শিক্ষা কি অন্ধকার দূর করে?
Assertive: They ate banana. – তারা কলা খেয়েছিল।
Yes/No Question: Did they eat banana?- তারা কি কলা খেয়েছিল?
Assertive: Birds fly in the sky. – পাখিরা আকাশে উড়ে।
Yes/No Question: Do birds fly in the sky?- পাখিরা কি আকাশে উড়ে?
Assertive: The mosquito lays eggs on grass. – মশা ঘাসের উপর ডিম পাড়ে।
Yes/No Question: Does mosquito lay eggs on grass?- মশা কি ঘাসের উপর ডিম পাড়ে?
Helping verb এর একাধিক অংশ থাকলে শুধুমাত্র প্রথম অংশটি Subject এর পূর্বে আসবে এবং অবশিষ্ট অংশ যথারীতি Subject এর পরেই বসবে।
Assertive: Moral education should be the motto of our nation.
Yes/No Question: Should moral education be the motto of our nation?
- The earth moves round the sun.
- The wind blows violently.
- The tiger is sleeping inside the cage.
- They might reach home by this time.
- A little boy solved the puzzle.
- I rise early in the morning.
- The moon shines at night.
- It may rain today.
- You should keep quiet.
- Fire burns.
- You should have sense of duty.
- She has been waiting since morning.
Yes/No Question থেকে WH-Question তৈরি (১ম সূত্র)
একেবারেই সহজ! Yes/No Question এর structure এর শুরুতে WH-Word টি বসিয়ে দিলেই WH-Question তৈরি হয়ে যায়।
অন্যভাবে বলতে গেলে-
WH-Word টি বসিয়ে Helping Verb, Subject, Principal verb ধারাবাহিকভাবে বসালেই WH-Question তৈরি হয়ে যায়।
Yes/No Question: | Helping Verb + Sub + Principal verb + ……? |
WH-Question: | WH-Word + Help. Verb + Sub + Prin. verb + ……? |
Assertive: | He goes to school. – সে স্কুলে যায়। |
Yes/No Question: | Does he go to school? – সে কি স্কুলে যায়? |
WH-Question: | When does he go to school? – সে কখন স্কুলে যায়? |
Assertive: | You draw picture. – তুমি ছবি আঁক। |
Yes/No Question: | Do you draw picture? – তুমি কি ছবি আঁক? |
WH-Question: | What do you draw?- তুমি কী আঁক? |
Assertive: | He went to market. – সে মার্কেটে গিয়েছিল। |
Yes/No Question: | Did he go to market? – সে কি মার্কেটে গিয়েছিল? |
WH-Question: | When did he go to market?- সে কখন মার্কেটে গিয়েছিল? |
Assertive: | Father will go to office tomorrow. – বাবা কাল অফিসে যাবেন। |
Yes/No Question: | Will father go to office tomorrow? – বাবা কি কাল অফিসে যাবেন? |
WH-Question: | Where will father go tomorrow?- বাবা কাল কোথায় যাবেন? |
Assertive: | The rich woman lives in a hut. – ধনী মহিলাটি একটি কুটিরে থাকে। |
Yes/No Question: | Does the rich woman live in a hut? – ধনী মহিলাটি কি কুটিরে থাকে? |
WH-Question: | Why does the woman live in a hut?- ধনী মহিলাটি কেন কুটিরে থাকে?? |
Assertive: | Birds fly in the sky. – পাখিরা আকাশে উড়ে। |
Yes/No Question: | DO birds fly in the sky? – পাখিরা কি আকাশে উড়ে? |
WH-Question: | How do birds fly in the sky?- পাখিরা কিভাবে আকাশে উড়ে? |
Assertive: | You like the children. – তুমি শিশুদের পছন্দ কর। |
Yes/No Question: | Do you like the children? – তুমি কি শিশুদের পছন্দ কর? |
WH-Question: | Whom do you like?- তুমি কাদের পছন্দ কর? |
N.B: ২য় সূত্র ও অন্যান্য Condition অনুযায়ী কিভাবে Who, Which ও Whose দিয়ে WH-Question তৈরি করা যায়, তা পরবর্তী step গুলোতে দেখানো হয়েছে।
listWH-Question তৈরি (২য় সূত্র)
Yes/No Question এর সূত্র ধরে উপরোক্ত প্রথম সূত্র অবলম্বন ছাড়াও অন্য একটি Formula অনুসরণে WH-Question তৈরি করা যায়, তৈরি করতে হয়। Who, What, Which, Whose এই চারটি Word দিয়ে এই সূত্র অনুসরনে WH-Question তৈরি করা যেতে পারে।
এই সূত্রে, স্বয়ং WH-Word টিই Subject হিসাবে বসে। পরে Verb ও অন্যান্য অংশ বসে। অন্যভাবে, Assertive sentence এর Subject এর বদলে WH-Word টি বসিয়ে দিলেই হয়ে যায়।
অর্থাৎ-
Assertive: | Subject + Verb + …………….. . |
WH-Question: | WH-Word + Verb + …………….. ? |
Assertive: | The teacher helped me.- শিক্ষক আমাকে সাহায্য করেছিল। |
WH-Question: | Who helped you?- কে তোমাকে সাহায্য করেছিল? |
অথবা-
Assertive: | Subject + Helping Verb + Principal verb………. . |
WH-Question: | WH-Word + Helping Verb + Principal verb…… ? |
Assertive: | A fly is annoying me?- একটি মাছি আমাকে বিরক্ত করছে?. |
WH-Question: | Who is annoying you?- কে তোমাকে বিরক্ত করছে? |
Assertive: | Edison invented electric light. |
WH-Question: | Who invented electric light? |
Assertive: | Florence Nightingale was called ‘Lady with the lamp’. |
WH-Question: | Who was called ‘Lady with the lamp’? |
Assertive: | This scenery impresses everybody. |
WH-Question: | What impresses everybody? |
Assertive: | Walking makes us physically fit. |
WH-Question: | What makes us physically fit? |
Assertive: | The morning air refreshes body and mind. |
WH-Question: | Which air refreshes body and mind? |
OR, WH-Question: | What refreshes body and mind? |
Assertive: | The migratory birds add to the beauty of nature. |
WH-Question: | Which birds add to the beauty of nature? |
Assertive: | Shihab’s car is impressive to look at. |
WH-Question: | Whose car is impressive to look at? |
Assertive: | Cow’s milk contains vitamins and minerals. |
WH-Question: | Whose milk contains vitamins and minerals? |
লক্ষ্য কর: WH-Word এর সাথে অতিরিক্ত word যোগ করেও WH-Question তৈরি করা হয়; যেমন- Whose car, Which birds ইত্যাদি। এ সম্পর্কে পরবর্তী step এ আলোচনা করা হয়েছে।
listWH-Question তৈরি (WH-Word এর সাথে অতিরিক্ত word যোগে)
WH-Word এর সাথে এক বা একাধিক অতিরিক্ত word যোগ করেও WH-Question তৈরি করা হয়, তৈরি করা যায় এবং তৈরি করতে হয়। এটা প্রযোজ্য বিশেষ করে What, Which, Whose এবং How এর ক্ষেত্রে।
WH-Word এর সাথে অতিরিক্ত word যোগ করলে সেটা একটা phrase এ পরিণত হয় (বলা যেতে পারে WH-Phrase)। এই WH-Phrase টি একটিমাত্র WH-Word এর মতই কাজ করে। এবং একইভাবে পূর্বোক্ত প্রথম বা দ্বিতীয় সূত্রকে বা উভয়টাকে অনুসরন করে।
দেখ-
- What + Noun: What class do you study in?
- What + Noun: What flower charms you most?
- What + kinds of + Noun: What kinds of shirts do you like?
- What + types of + Noun: What types of job does she need?
- What + sorts of + Noun:What sorts of vegetables have you planted in the garden?
- What + kinds of + Noun: What kinds of poems please you?
- Which + Noun: Which team is favorite to you?
- Which + Noun: Which countries did you visit last year?
- Whose + Noun: Whose camera did Romel borrow yesterday?
- Whose + Noun: Whose performance satisfied the audiences most?
- How + many + Noun: How many people attended in the meeting?
- How + many + Noun: How many prizes did he get in the Sports Day?
- How + much + Noun: How much money do you need for admission?
- How + Adjective: How nice does the flower look?
- How + Adverb: How bravely did our soldiers fight?