Giving Thanks: কিভাবে ধন্যবাদ জানাতে হয়

কেউ কোনরকম Help করলে বা উপকার করলে তা যতই কম গুরুত্বপূর্ণ হোক, তাকে ধন্যবাদ জানাতে হয়।

ধন্যবাদ না জানানোই বরং অভদ্রতা। কৃতজ্ঞ মন উপকারির প্রতি ধন্যবাদ জানাতে না পারলে তার কাছে ঋনী বোধ করে।

ধন্যবাদ কিভবে জানাতে হয়?

বাংলায় ‘ধন্যবাদ’ বা ‘তোমাকে/আপনাকে ধন্যবাদ’ এবং ইংরেজিতে ‘Thank you’, ‘Thank you very much’ ইত্যাদি পদগুচ্ছ ব্যবহার করেই সচরাচর ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কিন্তু প্রশ্ন হল-

বাংলায় শিক্ষিত, সংস্কৃতিবান মানুষেরাই সচরাচর ‘ধন্যবাদ’ বা এ ধরনের শব্দ উচ্চারন করে ধন্যবাদ দিয়ে থাকে। সাধারন বাঙ্গালি মন কি এভাবে ধন্যবাদ দিতে অভ্যস্ত?

আসলে, সাধারন বাঙ্গালির কৃতজ্ঞতাবোধ কোন অংশ কম নয়। মৌখিকভাবে ‘ধন্যবাদ’ উচ্চারন না করলেও মুখের অভিভঙ্গি বা গলার কৃতজ্ঞতাসূচক স্বরও তার ধন্যবাদকে প্রকাশ করে প্রাণকে জুড়িয়ে দেয়।

যাই হোক, এ পর্যায়ে আমরা দেখে নেব, ইংরেজিতে কিভাবে ধন্যবাদ জ্ঞাপনের রীতি প্রচলিত আছে। এবং ধন্যবাদের জবাবে কি বলতে হয়।

How to thank: ইংরেজিত কিভাবে ধন্যবাদ দিতে হয়

ইংরেজিত ধন্যবাদ দেওয়ার জন্য সচরাচর নিম্নলিখিত expression গুলো ব্যবহার করা হয়-

  • Thank you,
  • Thanks,
  • Thank you very much,
  • Thank you so much,
  • Thanks a lot,
  • Many thanks to you,
  • Many many thanks,
  • Oh, thanks

এই term গুলো বাংলাতে কি ধরনের ভাবকে উম্মুক্ত করে দেয়, তা সহজেই অনুমান করা যায়।

আর ধন্যবাদের জবাবে সাহায্যকারি ব্যক্তি নিচের কথাগুলো বলে থাকে-

  • Welcome,
  • You’re welcome,
  • Most welcome,
  • That’s all right,
  • Don’t mention it,
  • It’s a pleasure.
এর মাধ্যমে সাহায্যকারি ব্যক্তির অতিরিক্ত বিনয়ই প্রকাশ পায়। এই term গুলোর মাধ্যমে সাহায্যকারি ব্যক্তি বলতে চায়, আপনি যে ধন্যবাদ দিয়েছেন-
  • এর জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি।
  • এটা আনন্দের বিষয়।
  • এটা আর বলার দরকার নেই।
  • এটা আর এমন কি করলাম, ইত্যাদি।

এবার দেখে নিই, কিভাবে বিভিন্ন situation এ কিভাবে ধন্যবাদ (thanks) দিতে হয়।

1

♦Client: Could you give your pen, please?
        দয়া করে আপনার কলমটা দেবেন?
♦Officer: Sure, here you’re.
        নিশ্চয়, এই নিন।

♦Client: Thanks?
        ধন্যবাদ?
♦Officer: You’re welcome.
        আপনাকে স্বাগত।

2

♦Passenger: Excuse me.
        মাফ করবেন।
♦Station Master: Yes.
        জি।

♦Passenger: Is there any local train towards Tongi?
        টঙ্গি অভিমুখে কোন লোকাল ট্রেন আছে কি?
♦Station Master: No. Our Tongi-bound next train is Titas Commuter. It is going to leave Narsingdi station at 11.30 a.m.
        জি না। আমাদের টঙ্গিগামী পরবর্তী ট্রেন হল তিতাস কমিউটার। এটা ১১.৩০ টায় নরসিংদী স্টেশন ছেড়ে যাবে।

♦Passenger: Thank you so much.
        অনেক ধন্যবাদ।
♦Station Master: That’s all right.
        ঠিক আছে।

3

♦Boy: How can I get to the Union parishad office, uncle?
        চাচা, আমি কিভাবে ইউনিয়ন পরিষদ অফিসে পৌঁছাতে পারি?
♦Old man: Don’t you see, the UP office is behind you?
        দেখছনা, ইউপি অফিস তোমার পিছনেই আছে।

♦Boy: Oh, thanks.
        ও, ধন্যবাদ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *