How to bid Farewell: বিদায় জানানোর কৌশলটা শিখে নিন

প্রথমেই জেনে নাও, ‘বিদায়’ কে ইংরেজিতে কি বলে?

-Goodbye বা Farewell ।

কিন্তু ‘বিদায় জানানো’- যা একটি Verb form, এটাকে ইংরেজিতে কি বলে?

‘Say goodbye’ অথবা ‘bid farewell’

যেমন-

‘আমি তাকে বিদায় জানিয়েছিলাম’I

I said goodbye to him. অথবা,

I bade him farewell.

জেনে নাও, ‘bid’ একটি Verb যার কয়েকটি অর্থ আছে; এখানে প্রযোজ্য অর্থ হল- ‘আহবান করা বা আমন্ত্রন জানানো’। এর তিনটি form হল: bid-bade-bidden

ইংরেজিতে Farewell বা বিদায় জানানোর কৌশল

বাংলা ভাষায় আমরা কিভাবে বিদায় জানাই?

অথবা, বিদায় জানানোর সময় কোন কোন কথাগুলো সচরাচর বলে থাকি? দেখ-

  • বিদায়।
  • বিদায়, দোস্ত।
  • যাই/গেলাম/চললাম।
  • আসি।
  • এবার আসি।
  • আবার দেখা হবে।
  • আবার কথা হবে।
  • এক্ষুনি যেতে হবে।
  • আমাকে এক্ষুনি যেতে হবে।
  • আর থাকা যাচ্ছেনা।

আমরা প্রতিটি বাংলাকে আলাদা আলাদা ইংরেজি করতে যাবনা। সেটা হবে হাস্যকর এবং, সত্যি বলতে কি, ইংরেজি ভাষার উপর অত্যাচার।

ঠিক একই ভাব প্রকাশ (expression) করতে ইংরেজি ভাষাভাষিরা কি কি word/phrase/term/language ব্যবহার করে সেটা আমরা প্রথমে জানব। পরে সেগুলোর সাথে বাংলা ভাষার কথাগুলো মিলিয়ে নেব।

ইংরেজি expression গুলো হল-

  • Bye.
  • Bye, bye.
  • Good bye.
  • See you.
  • See you, bye.
  • See you next time.
  • See you again.
  • It’s nice to see you.
  • Good night.
  • Good day.

এবার চল দেখা নেওয়া যাক, এই English language গুলো বাংলায় মোটামুটি কি অর্থ দেয়। তাহলে তোমরা নিজেরাই স্থির করতে পারবে, কোন পরিস্থিতিতে ইংরেজিতে কোনটি বলতে হবে।

  • Bye- বিদায়।
  • Bye, bye- বিদায় (জোর প্রয়োগ)।
  • Good bye- শুভ বিদায়।
  • See you- দেখা হবে।
  • See you, bye- দেখা হবে, বিদায়।
  • See you next time- পরে দেখা হবে।
  • See you again- আবার দেখা হবে।
  • It’s nice to see you- দেখা হলে চমৎকার হবে।
  • Good night- শুভ রাত্রি।
  • Good day- শুভ দিন।

এই হল মোটামুটি অর্থ। এবার মিলিয়ে নাও তোমার মত করে, কখন কি বলবে।

তুমি নিশ্চয় তোতাপাখি নও যে যা শিখিয়ে দেই তাই বলবে। তুমি যখন বাস্তবে (in real life situation) কথা বলতে যাবে, তখন প্রয়োজনীয় কথা যোগ করে বা পরিবর্তন করে নিজের মত করে ভাষা তৈরি করে নিবে।

এবার উপরের তালিকাগুলো অনুসরন করে, বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি করা নিচের sentence গুলো দেখ এবং শিখে নাও।

: বিদায়, ফাহিম।
: Bye, Fahim. .

: কাল আবার দেখা হবে।
: See you again tomorrow.

: মাঠে দেখা হবে।
: See you at the playground.

: গেলাম, পরে কথা হবে।
: Bye, talk to you next time.

: আসি, কাল সাক্ষাৎ হবে।
: Bye, meet you tomorrow.

: শুভ রাত্রি, নিরাপদে থেকো।
: Good night, keep safe and sound.

বিদায়ের সাথে সংশ্লিষ্ট আরো কিছু কথাবার্তা শিখে নাও-

: আমাকে যেতে হবে।
: I have to go.

: আমাকে এখুনি যেতে হবে।
: I’ve to go now.
: OR, I’ve got to go now.
: OR, Got to go now.

: আমার একটা জরুরী কাজ আছে।
: I have an urgent piece of business.

: আমি এখানে আর থাকতে পারছিনা।
: I cannot stay here any longer.


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *