Environment Pollution- Paragraph
Environment Pollution
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
The things and power around us which we live in constitute our environment. But this environment gets polluted in many ways which hampers normal flow of our life. Air pollution, water pollution, sound pollution, soil pollution etc. are increasing environmental crisis alarmingly. Among these, the first two are the major reasons for this great problem.
Air is mainly polluted by smoke coming out from motor vehicles, mills and factories, brick- fields and melted pitches while constructing roads. Again, water is being polluted by industrial and household wastes and unsanitary latrines emptied into river, pond or sea water. The modern technology based machines and equipment which are being used to make our life easier are greatly causing sound pollution. Pollution of soil by different wastes, filth and insecticides is endangering our cultivable lands. Truly speaking, we’re living life being in the grip of pollution. However, it is not possible to lead a healthy and happy life living in a polluted environment as pollution causes many diseases in the human body. If we don’t be conscious of keeping our environment clean, our one-and-only earth will turn unlivable for us.
Environment pollution: Word/Phrase/term এর অর্থ
things and power | বস্তু ও শক্তি |
constitute | গঠন করা |
polluted | দূষিত |
hamper | বিঘ্ন সৃষ্টি করা |
normal flow | স্বাভাবিক প্রবাহ/ধারা |
crisis | সংকট |
alarmingly | আশংকাজনক হারে |
major reason | প্রধান কারন |
motor-vehicles | মটর-যান |
brick-field | ইটখোলা |
melted-pitches | গলিত পিচ |
household-wastes | গৃহস্থালির আবর্জনা |
unsanitary latrines | অনিরাপদ লেট্রিন |
emptied into | উম্মুক্ত (কোন কিছুতে) |
technology-based machines | প্রযুক্তি-নির্ভর মেশিন |
equipment | যন্ত্রপাতি |
waste and filth | ময়লা-আবর্জনা |
insecticides | কীটনাশক |
endanger | বিপদগ্রস্ত করা |
cultivable land | আবাদি জমি |
truly speaking, | সত্যিকারভাবে বলতে গেলে, |
in the grip of | কবলে |
conscious | সচেতন |
one-and-only earth | এক ও একমাত্র পৃথিবী |
unlivable | অবাসযোগ্য |
Environment pollution: পূর্ণাঙ্গ বাংলায়
আমাদের চারপাশের বস্তু ও শক্তি যার মধ্যে আমরা বসবাস করি তাই আমাদের পরিবেশ কে গঠন করে।. কিন্তু এই পরিবেশ নানা উপায়ে দূষিত হয় যা জীবনের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে। বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি পরিবেশগত সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি করিতেছে। এদের মধ্যে প্রথম দুটি এই বিরাট সমস্যাটার প্রধান কারণ। বায়ু প্রধানত দূষিত হয় ধোঁয়ার মাধ্যমে যা নির্গত হয় মোটরযান, মিল কারখানা ও ইটের ভাটা থেকে এবং রাস্তা নির্মাণের সময়ে নির্গত গলিত পিচ থেকে। আবার পানি দূষিত হয় শিল্প কারখানা ও গৃহস্থালীর আবর্জনা দ্বারা এবং অনিরাপদ পায়খানার মাধ্যমে যা উন্মুক্ত হয় নদীতে, পুকুরে বা সাগরে। আধুনিক প্রযুক্তিনির্ভর মেশিন ও যন্ত্রপাতি যাহা ব্যবহৃত হচ্ছে আমাদের জীবনকে সহজতর করতে- এগুলো ব্যাপকভাবে শব্দ দূষণের কারণ হচ্ছে। বিভিন্ন ধরনের ময়লা, আবর্জনা ও কীটনাশক এর মাধ্যমে সংগঠিত মাটিদূষন আমাদের আবাদি জমিকে বিপদগ্রস্ত করে তুলছে। সত্যিকার ভাবে বলতে গেলে, আমরা দূষণের যার মধ্যে জীবন যাপন করছি। যাই হোক, দূষিত পরিবেশের মধ্যে বসবাস করে স্বাস্থ্যপ্রদ ও সুখী জীবনযাপন করা সম্ভব নয়, যেহেতু দূষণ মানব শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি করে। যদি আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের একমাত্র পৃথিবীটা আমাদের জন্য অবাসযোগ্য হয়ে পড়বে।
YOUTUBE
এ