Drug Addiction- Paragraph
Drug Addiction
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
Addiction means strong attraction for any harmful thing. In general sense, drug addiction means acute attraction for taking drugs like heroin, phensedyl, cocaine, opium, marizoana etc. by smoking or through injection. Nowadays these drugs have miserably grasped our young generation. It is not only a national problem but also a global problem.
When a person takes drugs, he feels great joy for a short time but later on, he feels acute pain in body. Over time, he loses appetite, physical weight and mental balance which lead him/her to death. Frustration is the main reason for entering into this dreadful drug world. Drugs are very expensive. The addict hardly can afford to buy them and therefore he has to take the path of social crime to arrange money. An addict can scarcely come back to natural life from his dreamland. Nowadays a slogan is frequently uttered, ‘An addict is sick, not bad, not mad’. Aiming to this slogan, many addict-care centers are being built for their treatment. However, to remove drug addiction from society, illegal trafficking, buying and selling and using of all kinds of drugs should strictly be prohibited. Besides, every family side by side the government should come forward to solve this problem. But first of all needs to create public awareness.
Drug addiction: Word/Phrase/term এর অর্থ
addiction | আসক্তি |
strong attraction | প্রবল আকর্ষন |
in general sense | সাধারন অর্থে |
acute | তীব্র |
drug | ঔষধ, নেশা |
opium | আফিম |
miserably | শোচনীয়ভাবে |
grasp | গ্রাস করা |
acute pain | তীব্র ব্যথা |
over time | সময়ের পরিপ্রেক্ষিতে |
appetite | ক্ষুধা |
mental balance | মানসিক ভারসাম্য |
frustration | হতাশা |
dreadful | ভয়ঙ্কর |
expensive | ব্যয়বহুল |
addict | আসক্ত ব্যক্তি |
afford | সমর্থ্য হওয়া |
social crime | সামাজিক অপরাধ |
arrange money | টাকা জোগাড় করা |
dreamland | স্বপ্নরাজ্য |
addict-care center | মাদকাসক্ত নিরাময় কেন্দ্র |
illegal trafficking | অবৈধ পাচার |
strictly | কঠোরভাবে |
Drug addiction: পূর্ণাঙ্গ বাংলায়
আসক্তি বলতে বোঝায় কোন ক্ষতিকর জিনিসের প্রতি প্রবল আকর্ষণ। সাধারণ অর্থে- মাদকাসক্তি বলতে বুঝায় মাদকদ্রব্য যেমন- হিরোইন, ফেন্সিডিল, কোকেইন, আফিম, মারিজুয়ানা ইত্যাদির প্রতি তীব্র আকর্ষণ।সাম্প্রতিককালে এই মাদকদ্রব্য গুলো শোচনীয়ভাবে আমাদের যুব সমাজকে গ্রাস করেছে। এটা শুধু জাতীয় সমস্যাই নয়, বৈশ্বিক সমস্যাও। যখন একজন লোক মাদকদ্রব্য গ্রহণ করে সে প্রচন্ড আনন্দ অনুভব করে কিছু সময়ের জন্য কিন্তু পরবর্তীতে সে শরীরে তীব্র ব্যথা অনুভব করে। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে, সে হারিয়ে ফেলে ক্ষুধা, শারীরিক ওজন ও মানসিক ভারসাম্য যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাদকের ভয়ঙ্কর পৃথিবীতে প্রবেশের প্রধান কারণ হলো হতাশা। মাদকদ্রব্য খুবই ব্যয়বহুল। একজন আসক্ত ব্যক্তি খুব কমই মাদক দ্রব্য কেনার টাকা যোগাড় করতে পারে যে কারণে তাকে সামাজিক অপরাধের পথ অবলম্বন করতে হয় মাদকের টাকা জোগাড় করতে। একজন আসক্ত ব্যক্তি খুব কমই তার এই স্বপ্নরাজ্য থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ইদানিং একটি স্লোগান প্রায়শই উচ্চারিত হচ্ছে-’একজন মাদকাসক্ত ব্যক্তি অসুস্থ- খারাপও নয়, পাগলও নয়। এই শ্লোগানকে লক্ষ্যে রেখে, অনেক মাদকাসক্ত পরিচর্যা-কেন্দ্র গড়ে উঠছে তাদের চিকিৎসার জন্য। যাই হোক, সমাজ থেকে মাদকাসক্তি কে দূর করতে হলে, অবৈধ মাদক পাচার এবং ক্রয়-বিক্রয় সহ সব ধরনের মাদক দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান করতে। কিন্তু সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি।
YOUTUBE
এ