Direct speech to Indirect: Part-4- ‘Let + Object’ যুক্ত Imperative (us ব্যতিত)

line_style

Direct থেকে Indirect: Imperative (Let + us ব্যতিত অন্য Object)

Let us দিয়ে শুরু Imperative গুলো দ্বারা প্রস্তাব বুঝায়; যেমন- Let us go to play (চল খেলতে যাই)। এ ধরনের sentence গুলোর জন্য আমাদের পরবর্তী lesson।

বর্তমান lesson টি Let এর পরে us ছাড়া অন্যান্য Object বসে এই ধরনের sentence এর জন্য। এগুলো অনুমতি প্রকাশক; যেমন- Let me do it. আমাকে এটা করতে দাও।

Let এর সাথে বসে এরূপ সম্ভাব্য Object গুলো লক্ষ্য কর-

  • Let me
  • Let him
  • Let her
  • Let them
  • Let it
  • Let + Noun; যেমন- Let Kamal

এ ধরনের sentence গুলোর structure হল-

Let Object Verb (base) Ext.
Let them go to school

তাদেরকে স্কুলে যেতে দাও

এধরনের Imperative sentence কে Direct থেকে Indirect করতে নিম্নলিখিত পরিবর্তন করতে হবে-

  • Reporting verb: Reporting verb ‘say’ (যদি to + object না থাকে) কে অপরিবর্তিত রাখা যায় বা ‘say’ এর বদলে ‘wish’ বসানো যায়।
  • Reporting verb: যদি to + object থাকে, তাহলে ‘say to’ এর বদলে ‘tell’ বা ‘request’ বসাতে হবে।
  • Linking word: Reported Speech এর পূর্বে Linking word হিসাবে that বসবে।
  • Reported Speech এর Subject বসবে।
  • Subject এর পরে Verb এর base form এর পূর্বে may/might/might be allowed to বসবে ও পরে Verb এর base form টি বসবে।
  • অবশিষ্ট অংশ বসবে।
  • Person-Tense-Word: অতিরিক্ত কোন clause না থাকলে tense এর পরিবর্তন হবেনা। যথারীতি Person ও সম্ভাব্য Word এর পরিবর্তন হবে।

এছাড়া সকল Sentence এর জন্য Common পরিবর্তনের Rule গুলি প্রযোজ্য হবে; যেমন-

  • Direct Narration এর Reported Speech এর Inverted Comma (“….”) উঠে যাবে।
  • Reporting verb পরবর্তী বা (Reporting verb + Object) পরবর্তী যে Comma (,) থাকে, সেটা উঠে যাবে।
  • Inverted Comma এর ভিতরের sentence এর প্রথম letter টি Capital হয়। Indirect এ Inverted Comma উঠে যায় বলে Capital letter থাকবেনা।
  • Indirect sentence টির শেষে Period/Full stop (.) বসবে।
Examples

Direct: The woman said, “Let me eat something.”
Indirect: The old man wished that she might eat something.

Direct: The boy said to me, “Let me go to my mother.”
Indirect: The boy requested me that he might go to his mother.

Direct: Ruby said to Suma, “Let me see your purse.”
Indirect: Ruby told Suma that she (R) might be allowed to see her (S) purse.

Direct: The guardians said, “Let the children run to and fro now.”
Indirect: The guardians said/wished that the children might run to and fro

Direct: The player said to the captain, “Let me change my uniform now.”
Indirect: The player requested the captain that he might change his uniform then.

Direct: The game-teacher said, “Let the girls stand front.”
Indirect: The game teacher said that the girls might stand front.

Direct: The trainer said to students, “Let me make this clear to you.”
Indirect: The trainer requested the students that he might make that clear to them.

Note: Reported speech টি যদি Negative হয় অর্থাৎ sentence টিতে যদি ‘Let + OBJECT + not + VERB’ থাকে তাহলে, Indirect এ might এর সাথে not বসবে।

Direct: The teacher said, “Let him not lead the group.”
Indirect: The teacher wished that he might not lead the group.

Note: Reported Speech এ যদি Linking word দ্বারা যুক্ত অতিরিক্ত কোন clause থাকে, তবে সেই clause এর tense এর যথারীতি পরিবর্তন হবে।

Direct: The lady said, “Let me wait until the manager will arrive.”
Indirect: The lady wished that she might wait until the manager would arrive.

প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Narration series এর সকল lesson এর link।

↑ Back to Top

↑↓


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *