Direct and Indirect Speech: সূচনা
Narration series এর সকল lesson এর লিঙ্ক
Direct Narration থেকে Indirect: এখান থেকে শুরু কর
এই lesson টি student দের কাছে ‘Narration’ নামে পরিচিত। এখানে sentence বা Passage কে Direct Narration/Direct Speech থেকে Indirect Narration/Indirect Speech এ পরিবর্তন করতে দেওয়া হয়।
Academic exams, Job test, Admission test অথবা যে কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ‘Narration Changing’ বা ‘Direct থেকে Indirect Narration এ পরিবর্তন’ একটি favorite grammar item যা থেকে সচরাচর পরীক্ষায় প্রশ্ন থাকে।
পরীক্ষার challenge মোকাবেলা করা ছাড়াও Narration changing এর skill তোমাদেরকে যেভাবে develop করবে-
- Clause এর জটিলতা এড়িয়ে নির্ভূল Sentence গঠন করতে পারবে।
- Free hand writing কে গতিশীল করবে, এতে আত্ববিশ্বাস বাড়বে।
- Clause এর ধারনা স্বচ্ছ হবে।
- Grammar এর একটি গুরুত্বপূর্ন lesson ‘Sequence of Tense’ বুঝতে পারবে।
বর্তমান Lesson টি মূলতঃ Direct Speech ও Indirect Speech এর সূচনা। এটাকে এই site এর জন্য Narration Changing এর Homepage হিসাবেও treat করা যেতে পারে। এখানে Direct ও Indirect Narration এর মূল Idea টাকে উপভোগ্য উপায়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যা ৭ম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে যে কেউ বুঝবে।।
এই Lesson এ থাকছে ‘Passage Narration’ সহ Direct থেকে Indirect Narration এ পরিবর্তনের Rule গুলো নিয়ে post করা আমাদের প্রতিটি lesson এর Link।।
পরীক্ষায় ‘Single sentence’ বা ‘Passage’ এর Speech change করতে দেওয়া হয়। আমরা প্রথমতঃ Single sentence কে Direct কে Indirect করার Rule শিখিয়ে Student দেরকে “Passage Narration” এর জন্য প্রস্তুত করে নেব।।
যে কোন আগ্রহী শিক্ষার্থী, School-college-university students, Job seekers, NTRCA candidates, BCS candidates এই page টির মাধ্যমে ”Direct থেকে Indirect speech এ পরিবর্তন” সংশ্লিষ্ট challenge এর complete guideline পেতে পারেন। এর জন্য আলাদা কোন Learning materials প্রয়োজন হবেনা ।
থাকছে, প্রতি ক্যাটাগরির student দের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা Latest Suggestions।
Let’s proceed-
Narration পরিবর্তন বা Changing Speech এর মানে কি
Narration বা Speech পরিবর্তন ব্যাপারটি নির্ভর করে- কোন বক্তার বলা কথা বা উক্তি বা Speech টি কোন style এ প্রকাশ করা হল তার উপর।
এক্ষেত্রে দুটিই style । সুতরাং Grammar এ দুই ধরনের Narration বা Speech পাওয়া যায়-
- Direct Speech
- Indirect Speech
- Direct Speech: সহজ কথায়, Direct Speech হল বক্তা যে কথাটি বলল, তা যদি ‘ভয়েছ রেকর্ডার’ এ রেকর্ড করার পর প্লে করে শুনিয়ে দেওয়া হয় তা। অর্থাৎ- বক্তার কথাটা তার ভাষায় হুবহু তুলে ধরা।
- Indirect Speech: পক্ষান্তরে, Indirect Speech হল, বক্তা বা শ্রোতা নয় এমন কোন তৃতীয় পক্ষের কোন বর্ণনাকারীর বা Reporter এর ভাষায় সেটাকে তুলে ধরা।
নিচের ছবিটিই দিকে তাকালেই সব কিছু Clear হয়ে যাবে, যা সংজ্ঞার চেয়েও বড় কিছু-

Direct: Omar said to Maria, “I am looking for you.”
Indirect: Omar said to Maria that he was looking for her.
কথাবার্তা হচ্ছে Omar (বক্তা) ও Maria (শ্রোতা) এর মধ্যে। Omar, Maria কে সামনে রেখে যে কথাটি বলেছিল বা মুখ থেকে বের করেছিল, তা হল- “I am looking for you” বা “আমি তোমাকে খুঁজছি” (ছবিতে উপরের অংশ)।
লক্ষ্য কর, Direct Speech এ Omar এর কথাটিকে এভাবেই রেখে দেওয়া হয়েছে-
Direct: Omar said to Maria, “I am looking for you.“
Direct: উমর মারিয়াকে বলল, “আমি তোমাকে খুঁজছি।“
ঘটনার পশ্চাতে আর একজন (তৃতীয় ব্যক্তি) আছে যে হল বর্ণনাকারী বা Narrator বা Reporter (ছবিতে নিচের অংশ)। সে Omar ও Maria এই দুইজনের ঘটনাটাকে বর্ণনা করতে চায় বা, আরো খোলামেলাভাবে, পত্রিকায় Report করতে চায়। তাহলে, সে কিভাবে বিষয়টাকে লিখবে? লক্ষ্য কর-
Indirect: Omar said to Maria that he was looking for her.
Indirect: উমর মারিয়াকে বলল যে সে (উমর) তাকে (মারিয়াকে) খুঁজছিল।
এই হল Direct থেকে Indirect Narration বা Speech পরিবর্তন।
এখন, বক্তার বক্তব্য প্রকাশের এই যে দুটি style- এর দিকে কিছুক্ষন এক দৃষ্টিতে তাকিয়ে দেখত। Indirect এ Omar এর বক্তব্যে কি কি পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ? আর কি কি পরিবর্তন তোমার চোখে পড়ছে?
যাই হোক, এখনই সবকিছু বুঝে ফেলাটা জরুরী নয়। Next step এ আমরা প্রতিটি পরিবর্তনের দিকে দৃষ্টি দেব, চিহ্নিত করব এবং Clarify করব।
তার আগে জেনে নাও, Direct ও Indirect Speech এর কোন অংশের নাম কী। সামনে এগিয়ে যাওয়ার আগে এটা জেনে নেওয়া অত্যাবশ্যক।
line_styleDirect ও Indirect Speech এর প্রতিটি অংশ চিনে নাও
আমরা অন্য একটি উদাহরন নিই-
Direct: Father said to Luna, “She has sent me a toy for you today.”
Indirect: Father told Luna that she had sent him a toy for her that day.
এবার দেখে নাও Direct Narration এর কোন অংশকে কি বলে-
Direct Speech: Father said to Luna, “She has sent me a toy for you today.”
Reporting verb: said
Reporting verb এর Subject : Father
Reporting verb এর Object : Luna
Reported Speech: She has sent me a toy for you today.
- Reported Speech সব সময় Double Quotation (“…”) এর মধ্যে থাকে।
- Reported Speech থেকে Reporting verb সংশ্লিষ্ট অংশ (Subject + Reporting verb + Object) কে আলাদা করতে Comma (,) ব্যবহার করা হয়।
- Double Quotes বা Inverted comma (“…”) এর মধ্যে থাকা Reported Speech অংশটুকু মূলতঃ ‘Reporting verb এর Subject’ এর মুখ নিঃসৃত কথা।
- এবং পুরো Direct Speech টি হল তৃতীয় পক্ষ বর্ণনাকারীর বর্ণনা, যার নাম কোথাও থাকেনা।
- Reporting verb এর Object থাকাটা আবশ্যিক নয়।
এবার Indirect Narration এর দিকে দৃষ্টি ফেরানো যাক-
Indirect Speech: Father told Luna that she had sent him a toy for her that day.
Principal clause: Father told Luna
Subordinate clause: that she had sent him a toy for her that day
Linking word: that
- Indirect Narration টি একটি Complex sentence সাধারনভাবে যার আছে/থাকে একটি Principal clause, একটি Subordinate clause এবং এদেরকে সংযুক্তকারী একটি Linking word বা Linker (এখানে that)।
- Direct Narration এর Reporting verb সংশ্লিষ্ট অংশ (Subject + Reporting verb + Object) টিই হল Principal clause (এখানে-Father told Luna)।
- Linking word সহ Direct Narration এর Reported Speech অংশটুকুই হল Subordinate clause বা Dependent clause (এখানে-that she had sent him a toy for her that day)।
Direct থেকে Indirect Speech এ কি কি পরিবর্তন হয়
মোটামুটিভাবে, ৫ ধরনের পরিবর্তন হয়-
- সাধারনতঃ Reporting Verb এর পরিবর্তন হয়।
- Reporting Verb ও Reported Speech এর মাঝখানে একটি Linking word বসে।
- Reported Speech এর Person পরিবর্তিত হয়।
- Reported Speech এর Tense পরিবর্তিত হয়।
- Reported Speech এর সম্ভাব্য কিছু word/phrase পরিবর্তিত হয়।
যাই হোক, Direct থেকে Indirect Speech এ পরিবর্তনের এই Start-up lesson টি আমরা এ পর্যন্তই রাখতে চাই।
পরবর্তী ২য় Lesson এ আমরা এই পরিবর্তন সংশ্লিষ্ট Common rule গুলোর উপর Focus করব। এর জন্য নিচের Link টি অনুসরন কর-
প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Narration series এর সকল lesson এর link।
↑↓