Direct ও Indirect Object: খুঁজে বের করা ও ব্যবহার করার সহজ পদ্ধতি
পূর্ববর্তী Subject-Object বিষয়ক Lesson এ আমরা Object সম্পর্কে বিস্তারিত জেনেছি। বর্তমান পাঠ ‘Direct and Indirect Object’ এ প্রবেশের পূর্বে তুমি যদি পূর্বোক্ত lesson টি না পড়ে থাক, নিচের Link থেকে এখনই পড়ে নাও-
আমরা জেনেছি যে, Object হল বাক্যের একটি উপাদান (sentence element) যা সচরাচর Verb এর পরে বসে Verb এর Action গ্রহন করে বা Verb এর অর্থকে সম্পূর্ণতা (completeness) দান করে। এ কথাগুলো প্রযোজ্য Verb এর Object এর ক্ষেত্রে।
Verb এর Object ছাড়াও আছে Preposition এর Object, Infinitive এর Object এবং Participle এর Object।
সকল ধরনের Object এর ক্ষেত্রেই basically Object কে দুইভাগে ভাগ করা যায়-
- Indirect Object
- Direct Object
বিস্তারিত দেখ এবং অনুসরন কর-
Indirect Object vs Direct Object
আমরা দুটি উদাহরন দিয়ে শুরু করি-
- Mother is calling loudly. কিন্তু Mother কাকে (WHOM) ডাকতেছে? নিশ্চয় কাউকে না কাউকে ডাকতেছে।
- Mother is calling Lucy loudly. Lucy কে ডাকতেছে।
- এখানে Lucy হল ‘call’ verb টির Object।
- Rifat is writing at the desk. কিন্তু Rifat কি (WHAT) লিখিতেছে? নিশ্চয় কিছু লিখিতেছে।
- Rifat is writing a report at the desk. লিখিতেছে একটি Report।
- এখানে a report হল ‘write’ verb টির Object।
উপরের দুটি উদাহরনে Example A হল Indirect Object এবং Example B, Direct Object এর উদাহরন।
তাহলে চল দেখে নিই Indirect এবং Direct Object কি-
Indirect Object
Indirect Object সম্পর্কে নিচের Point গুলো পড়, সব কিছু স্পষ্ট হয়ে যাবে-
- Indirect Object হল সেটাই, Transitive verb এর ক্রিয়াশীলতা (Action) যার প্রতি (to whom) বা যার জন্য (for whom) আরোপিত হয়।
- Indirect Object হবে ব্যক্তিবাচক (Personal)।
- Indirect Object টি Noun হলে তা হবে ব্যক্তি বা প্রাণীর নাম (Shuva, Ruma, cat, father, mother, cow ….) আর Pronoun হলে হবে Personal pronoun এর Objective case (me, us, him, her, you, them …)।
- Indirect Object খুঁজে পাওয়ার সহজ উপায় হল Transitive verb টিকে ‘কাহাকে’ দ্বারা প্রশ্ন করা ।
- Indirect Object টি Transitive verb এর ঠিক পর পরই বসে।
- I love my mother.
love- whom? উত্তর হল ‘my mother’। সুতরাং my mother হল ‘love’ Transitive verb টির Indirect Object। - Your behavior hurt me.
hurt- whom? উত্তর হল ‘me’। এখানে me হল ‘hurt’ এর Indirect Object। - The prime minister thanked the nation during his speech.
thanked- whom? উত্তর হল ‘the nation’। সুতরাং the nation হল ‘thank’ verb টির Indirect Object।
Direct Object
এখন Direct Object সম্পর্কে Important Point গুলো জেনে নাও-
- Direct Object হল সেটাই, Transitive verb এর ক্রিয়াশীলতা (Action) টি ‘কি (WHAT)’ তা বুঝায়।
- Direct Object টি হবে অব্যক্তিবাচক (Impersonal)- বস্তু/অচেতন পদার্থ।
- Direct Object খুঁজে পাওয়ার সহজ উপায় হল Transitive verb টিকে ‘কি’ দ্বারা প্রশ্ন করা ।
- Direct Object টি Transitive verb এর ঠিক পর পরই বসে। যদি একই সাথে Direct ও Indirect Object থাকে তবে (V + In.Obj + Dir.Obj) এভাবে বসে।
- He bought a pencil and an eraser from a shop.
He bought- what? উত্তর হল ‘a pencil and an eraser’। সুতরাং ‘a pencil and an eraser’ হল ‘buy’ Transitive verb টির Direct Object। - In that situation, villagers built a temporary bamboo bridge over the canal.
এখানে Verb হল built; গ্রামবাসীরা ‘কি’ build করেছিল? উত্তর হল ‘a temporary bamboo bridge’। সুতরাং ‘a temporary bamboo bridge’ হল ‘build’ verb টির Direct Object। - My father was then reading a newspaper.
Father কি read করিতেছিল? উত্তর হল ‘a newspaper’। সুতরাং ‘a newspaper’ হল ‘read’ এর Direct Object।
Transitive Verb with Double Object
Transitive Verb এর পরে-
- কখনো কখনো শুধু Indirect Object বসে।
- আবার কখনো শুধু Direct Object বসে।
- কখনো কখনো Double Object অর্থাৎ Direct ও Indirect উভয় Object বসে।
সেটা অনেকটা নির্ভর করে Verb টির চরিত্রের উপরে।
কিছু কিছু Transitive verb আছে যারা শুধু Indirect Object ই গ্রহন করতে পারে। যেমন-
- help
- invite
- call
- beat
- praise
- cheat
- hate
- love
- like etc.
কিছু কিছু Transitive verb আছে যারা শুধু Direct Object ই গ্রহন করতে পারে। যেমন-
- eat
- drink
- drive
- grow
- write
- ride
- cook
- buy
- fly etc.
আবার কিছু কিছু Double Object এর Transitive আছে, যারা Direct ও Indirect উভয় Object ই গ্রহন করতে পারে। যেমন-
give | gift | show |
teach | pay | donate |
send | lend | repay |
grant | approve | allow |
feed | tell | offer etc. |
যখন Direct Object ও Indirect Object একই সাথে Transitive verb এর সাথে বসে তখন Indirect Object টি আগে বসে। Structure টি লক্ষ্য কর-
Sub + Transitive Verb + Indirect Object + Direct Object
Example:
Shiva | gave | me | a flower |
---|---|---|---|
Sub | Tr.verb | Ind.object | Dir.object |
Father | bought | Eva | a new dress |
---|---|---|---|
Sub | Tr.verb | Ind.object | Dir.object |
কিন্তু যদি Direct Object টি আগে বসিয়ে sentence টি করা হয় বা করার প্রয়োজন হয় তাহলে পরবর্তী Indirect Object এর আগে একটি preposition ‘to’ বা ‘for’ বসাতে হয়। তখন structure টি হবে-
Sub + Transitive Verb + Dir.Object + to/for + Ind.Object
যদি বর্তমান ফর্মূলায় উপরের উদাহরন দুটিকে পরিবর্তন করে লিখি, তাহলে দাড়ায়-
Example:
Shiva | gave | a flower | to | me |
---|---|---|---|---|
Sub | Tr. verb | Dir.object | Pre. | Ind.object |
Father | bought | a new dress | for | Eva |
---|---|---|---|---|
Sub | Tr.verb | Dir.object | Pre. | Ind.object |
**Note: যদি Indirect Object টি একটি long phrase হয় তবে সেটাকে সূত্র অনুযায়ী Direct Object এর পরে বসানো আবশ্যকীয়।.
কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়- এই দ্বিতীয় সূত্রটি অনুযায়ী আমরা কখন to এবং কখন for বসাব?
নিয়ম হল, সাধারনভাবে Indirect Object ও Direct Object যুক্ত একটি sentence এর Direct Object টিকে আগে লিখলে Indirect Object টির পূর্বে to বসে যা উপরের প্রথম উদাহরনে দেখানো হয়েছে।
কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে to না বসে for বসে (উপরের দ্বিতীয় উদাহরন)। এটা জানার জন্য আমাদেরকে সংশ্লিষ্ট আর একটি grammar term জানতে হবে, তা হল Dative of Interest।
কিন্তু এ বিষয়টি আমরা অন্য একটি Lesson এ আলোচনা করেছি। এটা সম্ভবতঃ হবে ২-৩ মিনিটের একটা reading। নিচের Link এ ক্লিক করে এখনি পড়ে নাও-
দীর্ঘ sentence হতে Direct ও Indirect Object খুঁজে বের করা
আশা করছি ইতোমধ্যেই বুঝে গেছ কিভাবে এ কাজটি করতে হবে।
আমরা Questioning বা প্রশ্ন করার মাধ্যমে তা করব। মনোযোগের সাথে লক্ষ কর-
- Father granted me three hundred dollar for my dress.
- এখানে Verb: granted (মঞ্জুর করা)
- Find Indirect Objectঃ Father granted WHOM? উত্তর হলঃ me; সুতরাংঃ me হল এখানে Indirect Object।
- Find Direct Object: আবার Father granted WHAT? উত্তর হলঃ three hundred dollar; সুতরাংঃ three hundred dollar হল এখানে Direct Object।
- সিদ্ধান্তঃ এটি একটি Double Object যুক্ত sentence যার Indirect Object হল me এবং Direct Object হল three hundred dollar।
- Today science teacher Mr. Abedin taught the students a very interesting thing in the practical class.
- এখানে Verb: taught (শিখানো)
- Find Indirect Object: শিক্ষক taught WHOM? উত্তর হলঃ the students; সুতরাংঃ the students হল Indirect Object।
- Find Direct Object: আবার শিক্ষক taught WHAT? উত্তর হলঃ a very interesting thing; সুতরাংঃ a very interesting thing হল Direct Object।
- সিদ্ধান্তঃ এটি একটি Double Object যুক্ত sentence যার Indirect Object হল the students এবং Direct Object হল a very interesting thing।
- Every Friday, Mother cooks special dishes for my family.
- এখানে Verb: cook (রান্না করা)
- Find Indirect Object: Mother cook WHOM? উত্তর হলঃ নেই/অসম্ভব/অপ্রাসঙ্গিক/হাস্যকর। সুতরাংঃ এখানে Indirect Object ও নেই।
- Find Direct Object: মা রান্না করেন WHAT? উত্তর হলঃ special dishes; সুতরাং এখানে Direct Object হল special dishes।
- সিদ্ধান্তঃ এই sentence এর একমাত্র Direct Object হল special dishes।
- Don’t cheat others even during playing.
- এখানে Verb: cheat (প্রতারনা করা)
- Find Indirect Object: cheat WHOM? উত্তর: others। সুতরাংঃ এখানে Indirect Object হল cheat ।
- Find Direct Object: cheat WHAT? উত্তর: নেই; সুতরাং এখানে Direct Object ও নেই।
- সিদ্ধান্তঃ এই sentence এর একমাত্র Indirect Object হল others।
- During the last Eid day, Shima sent an emergency message to her parents.
- এখানে Verb: sent (পাঠানো)
- Find Indirect Object: Lucy sent WHOM? উতত্রঃ সরাসরি নেই। সুতরাংঃ এখানে Indirect Object ও নেই।
- Find Direct Object: Lucy sent WHAT? উত্তর হলঃ an emergency message; সুতরাং এখানে Direct Object হল an emergency message।
- সিদ্ধান্তঃ এই sentence এর একমাত্র Direct Object হল an emergency message।
আশা করি Direct ও Indirect Object বিষয়ক সব কিছু তোমাদের আয়ত্বে চলে এসেছে।
এবার একটি 2-minute-10-mark Quiz এ অংশগ্রহন কর। Quiz টি Retake করতে থাক যতক্ষন না score 100% হয়।
Quiz area
‘Find out Direct and Indirect Object’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।