Interrogative Sentence কতভাবে গঠিত হতে পারে?
Level-1 | Level-2 | Level-3 | Level-4 |
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) | (Level কি?) |
Basic→Sentence→Level-2
Interrogative Sentence কতভাবে গঠিত হতে পারে?
Interrogative sentence কি তা আমরা পূর্বেই জেনেছি। অর্থাৎ-
এবং আরো জেনেছি যে, Interrogative sentence দ্বারা দুই ধরনের প্রশ্ন করা হয়-
- Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
- WH-Word যুক্ত প্রশ্ন
কিন্তু এখানে আমরা Interrogative sentence কত ধরনের সেটা তুলে ধরবনা।
বরং, Interrogative sentence কতভাবে গঠিত হতে পারে সেটাই focus করব।
অর্থাৎ Interrogative sentence এর structure কতভাবে হতে পারে সেটাই দেখাব।
অর্থাৎ-Interrogative sentence এর গঠন বা structure নিয়ে আলোচনা করব।
এটা তোমাদের যে কোন ধরনের প্রশ্ন তৈরি করা, প্রশ্নের উত্তর তৈরি করা এবং প্রশ্ন বুঝার দক্ষতা বৃদ্ধি করবে।
Structure বা গঠন বিবেচনায় Interrogative sentence নিম্নলিখিত কয়েকভাবে গঠিত হতে পারে-
- Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
- WH-Word দ্বারা সাধারন প্রশ্ন
- WH-Word কে Subject হিসাবে ব্যবহার করে প্রশ্ন
- WH-Word এর সাথে অতিরিক্ত word যোগে প্রশ্ন
প্রসঙ্গত, জেনে নাও- WH-Word হল W ও H দ্বারা গঠিত সেই সমস্ত Word গুলি (৯ টি) যেগুলো প্রশ্ন করার জন্য এবং Linking word হিসাবে ব্যবহৃত হয়। দেখে নাও ভাল করে-
Who? | What? | Which? |
---|---|---|
কে/কারা? | কি? | কোনটি? |
When? | Where? | How? |
কখন? | কোথায়? | কিভাবে? |
Why? | Whom? | Whose? |
কেন? | কাহাকে? | কাহার? |
Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
বিস্তারিত দেখ-
»»Yes/No Question এর structure ও উদাহরণ দেখ-««
Helping verb + Subject + Main verb + …. ?
Help.V. | Sub. | Main V. | Ext.? |
---|---|---|---|
Will | he | go | to school? |
Help.V. | Sub. | Main V. | Ext.? |
---|---|---|---|
Is | the girl | making | tea? |
Will | she | cook | rice? |
Were | they | sowing | seeds? |
Could | you | solve | the sum? |
Did | mother | call | me then? |
WH-Word দ্বারা সাধারন প্রশ্ন
WH-Word + Help. V. + Subject + Main V. + …. ?
WH-Word | Help.V. | Sub. | Main V. | Ext.? |
---|---|---|---|---|
When | are | you | taking | breakfast? |
WH-Word | Help.V. | Sub. | Main V. | Ext.? |
---|---|---|---|---|
How | have | you | solved | this problem? |
Where | are | the students | going | on picnic? |
Why | didn’t | you | go | to school yesterday? |
When | do | the tigers | go | hunting? |
How | can | the cows | cross | this river? |
WH-Word কে Subject হিসাবে ব্যবহার করে প্রশ্ন
WH-Word + Verb + …. ?
WH-Word | Verb | Ext.? |
---|---|---|
Who | called | you? |
WH-Word | Verb | Ext.? |
---|---|---|
Who | is disturbing | them? |
What | is paining | you? |
Which color | is | favorite to you? |
Which cow | gives | more milk? |
Who | invented | dynamite? |
WH-Word এর সাথে অতিরিক্ত word যোগে প্রশ্ন
- What + Noun: What class do you study in?
- What + Noun: What flower impresses you most?
- What + kinds of + Noun: What kinds of video do you like?
- Which + Noun: Which team is favorite to you?
- Which + Noun: Which countries did you visit last year?
- Whose + Noun: Whose umbrella did Asif borrow yesterday?
- Whose + Noun: Whose performance charmed the audiences most?
- How + many + Noun: How many women were present in the meeting?
- How + many + Noun: How many stamps did she collect?
»»Structure ও উদাহরণ দেখ-««
(WH-Word + Ext.) + Help. V + Sub. + Main V + …. ?
(WH-Word + Ext.) + Verb + Extension?
WH-Word+ Ext. | Help.V. | Sub. | Main V. | Ext.? |
---|---|---|---|---|
What team | did | you | play | with? |
Which pen | did | he | need | now? |
WH-Word + Ext. | Verb | Extension? |
---|---|---|
Which food | contains | more food value? |
Whose painting | looks | more beautiful? |
আশা করি, বিভিন্ন পদ্ধতিতে Interrogative Sentence তৈরির কৌশলটা আয়ত্ব করতে পেরেছ।