Interrogative Sentence কতভাবে গঠিত হতে পারে?

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)
line_style

Interrogative Sentence কতভাবে গঠিত হতে পারে?

Interrogative sentence কি তা আমরা পূর্বেই জেনেছি। অর্থাৎ-

যে Sentence দ্বারা প্রশ্ন করা হয়, সেটাই Interrogative sentence।

এবং আরো জেনেছি যে, Interrogative sentence দ্বারা দুই ধরনের প্রশ্ন করা হয়-

  • Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
  • WH-Word যুক্ত প্রশ্ন

কিন্তু এখানে আমরা Interrogative sentence কত ধরনের সেটা তুলে ধরবনা।

বরং, Interrogative sentence কতভাবে গঠিত হতে পারে সেটাই focus করব।

অর্থাৎ Interrogative sentence এর structure কতভাবে হতে পারে সেটাই দেখাব।

অর্থাৎ-Interrogative sentence এর গঠন বা structure নিয়ে আলোচনা করব।

এটা তোমাদের যে কোন ধরনের প্রশ্ন তৈরি করা, প্রশ্নের উত্তর তৈরি করা এবং প্রশ্ন বুঝার দক্ষতা বৃদ্ধি করবে।

Structure বা গঠন বিবেচনায় Interrogative sentence নিম্নলিখিত কয়েকভাবে গঠিত হতে পারে-

  1. Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন
  2. WH-Word দ্বারা সাধারন প্রশ্ন
  3. WH-Word কে Subject হিসাবে ব্যবহার করে প্রশ্ন
  4. WH-Word এর সাথে অতিরিক্ত word যোগে প্রশ্ন

প্রসঙ্গত, জেনে নাও- WH-Word হল W ও H দ্বারা গঠিত সেই সমস্ত Word গুলি (৯ টি) যেগুলো প্রশ্ন করার জন্য এবং Linking word হিসাবে ব্যবহৃত হয়। দেখে নাও ভাল করে-

Who? What? Which?
কে/কারা? কি? কোনটি?
When? Where? How?
কখন? কোথায়? কিভাবে?
Why? Whom? Whose?
কেন? কাহাকে? কাহার?
list

Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন

Yes/No Question বা হ্যাঁ/না জাতীয় প্রশ্ন হল এমন প্রশ্ন যার উত্তরে Yes বা No বলতে হয়। Yes/No Question তৈরির জন্য Sentence এর Helping verb টিকে Subject এর আগে বসিয়ে দিতে হয়। সকল Interrogative sentence এর শেষে অবশ্যই Question-mark (?) বসবে।

বিস্তারিত দেখ-

»»Yes/No Question এর structure ও উদাহরণ দেখ-««

Helping verb + Subject + Main verb + …. ?

Help.V. Sub. Main V. Ext.?
Will he go to school?
More examples
Help.V. Sub. Main V. Ext.?
Is the girl making tea?
Will she cook rice?
Were they sowing seeds?
Could you solve the sum?
Did mother call me then?
list

WH-Word দ্বারা সাধারন প্রশ্ন

WH-Word দ্বারা গঠিত সাধারন প্রশ্ন করা একেবারেই সহজ। শুধুমাত্র Yes/No Question এর শুরুতে WH-Word টি বসিয়ে দিলেই হয়ে যায়। এ ধরনের Question এ WH-Word ও Helping verb এর পরে আলাদা একটি Subject থাকে। পরে Verb থাকে।

WH-Word + Help. V. + Subject + Main V. + …. ?

WH-Word Help.V. Sub. Main V. Ext.?
When are you taking breakfast?
More examples
WH-Word Help.V. Sub. Main V. Ext.?
How have you solved this problem?
Where are the students going on picnic?
Why didn’t you go to school yesterday?
When do the tigers go hunting?
How can the cows cross this river?
list

WH-Word কে Subject হিসাবে ব্যবহার করে প্রশ্ন

কয়েকটি WH-Word (Who, What, Which, Whose) স্বয়ং Subject হিসাবে বসে এবং পরে Verb ও অন্যান্য অংশ বসে।

WH-Word + Verb + …. ?

WH-Word Verb Ext.?
Who called you?
More examples
WH-Word Verb Ext.?
Who is disturbing them?
What is paining you?
Which color is favorite to you?
Which cow gives more milk?
Who invented dynamite?
list

WH-Word এর সাথে অতিরিক্ত word যোগে প্রশ্ন

WH-Word এর সাথে অতিরিক্ত word (বিশেষতঃ Noun) যুক্ত হয়ে সম্পূর্ণ phrase টি WH-Word মত কাজ করে। WH-Word যুক্ত phrase টি উপরোল্লিখিত ২য় বা ৩য় উভয় Rule কেই অনুসরন করতে পারে।
যেমন-
  • What + Noun: What class do you study in?
  • What + Noun: What flower impresses you most?
  • What + kinds of + Noun: What kinds of video do you like?
  • Which + Noun: Which team is favorite to you?
  • Which + Noun: Which countries did you visit last year?
  • Whose + Noun: Whose umbrella did Asif borrow yesterday?
  • Whose + Noun: Whose performance charmed the audiences most?
  • How + many + Noun: How many women were present in the meeting?
  • How + many + Noun: How many stamps did she collect?

»»Structure ও উদাহরণ দেখ-««

(WH-Word + Ext.) + Help. V + Sub. + Main V + …. ?

(WH-Word + Ext.) + Verb + Extension?

Examples
WH-Word+ Ext. Help.V. Sub. Main V. Ext.?
What team did you play with?
Which pen did he need now?
WH-Word + Ext. Verb Extension?
Which food contains more food value?
Whose painting looks more beautiful?

আশা করি, বিভিন্ন পদ্ধতিতে Interrogative Sentence তৈরির কৌশলটা আয়ত্ব করতে পেরেছ।

↑ Back to Top


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *