Imperative Sentence কত ধরনের হতে পারে

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)
line_style

Imperative Sentence কতভাবে গঠিত হয়?

Imperative sentence কি এ বিষয়ে আমরা পূর্বেই জেনেছি। আবার দেখে নিই-

যে Sentence দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, আহ্‌বান, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় সেটাই Imperative sentence।

এবং আমরা আরো জেনেছি যে, Imperative sentence শুরু হয় প্রধানতঃ Verb দ্বারা। Verb এর পরে Object বা অন্য কিছু বসে। Subject ‘YOU’ সর্বদা silent (উহ্য) থাকে।

Verb Object/Ext.
Open your book.

Imperative সম্পর্কে পড় এখানে-

কিন্তু এখানে আমরা Imperative sentence কতভাবে গঠিত হতে পারে, সেই বিষয়টা তুলে ধরব।

অর্থাৎ Imperative sentence এর structure বা গঠন কতভাবে হতে পারে, সেটাই দেখাব।

সচরাচর Imperative sentence নিম্নলিখিত Structure বা গঠন অনুসরন করে চলে-

  1. Verb + Object/Extension
  2. Don’t/Never + Verb + Object/Ext.
  3. Verb + Indirect Object + Direct Object
  4. Let + Indirect Obj. + Verb + Direct Obj./Ext.
  5. Let us + Verb + Object/Ext.

এখন প্রতিটি structure থেকে একটি করে উদাহরন দেখে নাও, যাতে সকল Imperative sentence সম্পর্কে একটি সম্যক ধারনা পেতে পার।

1
Verb Object/Extension
Come to me.
2
Don’t/Never Verb Object/Ext.
Don’t/Never eat too much.
3
Verb Indirect Object Direct Object
Show me your ID.
4
LET Indirect Obj. Verb Direct Obj./Ext.
Let the boy go home
5
LET US Verb. Obj./Ext.
Let us eat something.
এবার বিস্তারিত
list

Verb + Object/Extension

(Verb + Object/Ext.)- এটা হল Imperative sentence এর সরল structure। একটি Verb দিয়েও একটি sentence হয়, যখন সে Verb এর কাজটি কাউকে করতে আদেশ-নির্দেশ করা হয়। Verb এর সাথে Object বা Extension বসিয়ে sentence টিতে আরো তথ্য যোগ করা যায়। Imperative sentence এর শেষে সব সময় Full stop (.) বসে। Imperative sentence এর Verb টি সর্বদা base form (V1) হয়।

Verb + Object/Extension

Run fast.
দ্রুত দৌড়াও।

More examples
Verb Object/Extension
Do it.
Leave this room.
Switch on light.
Break the bundle.
list

Don’t/Never + Verb + Object/Extension

(Don’t/Never + Verb + Object/Extension) এই structure টি Imperative এর Negative অর্থাৎ নিষেধ বুঝাতে ব্যবহৃত হয়। স্পষ্টতঃ বুঝা যাচ্ছে, পূর্ববর্তী Structure (Verb + Object/Ext.) এর শুরুতে Don’t/Never বসিয়ে দিলেই বর্তমান Structure টি পাওয়া যায়।

তুলনাটা দেখে নাও-

Verb + Object/Ext.

Come here.
এখানে এসো।

Don’t/Never + Verb + Object/Ext.

Don’t come here.
এখানে এসো না।

Don’t/Never + Verb + Object/Ext.

Never come here.
কখনো এখানে এসো না।

More examples
DON’T/NEVER Verb Object/Ext.
Don’t tell a lie.
Never touch the glass.
Never neglect the poor.
Don’t kill your time.
list

Verb + Indirect Obj. + Direct Obj.

Double Object যুক্ত Verb এর ক্ষেত্রেই শুধুমাত্র এই Formula টি প্রযোজ্য। যেমন- give, show, teach, lend ইত্যাদি। Verb এর পর প্রথম Object টি হল Indirect বা ব্যক্তিবাচক (me, him, her, the man ইত্যাদি) এবং পরবর্তী Object টি হল অব্যক্তিবাচক (ব্যক্তি ছাড়া অন্য কিছু)।

পড়ে নাও-

Verb + Indirect Obj. + Direct Obj.

Give me a pen.
আমাকে একটি কলম দাও।

More examples
Verb Indirect Obj. Direct Obj.
Give them shelter.
Show me your picture.
Lend me some money.
Buy him a calculator.
list

LET + Indirect Obj. + Verb + Direct Obj.

এই ক্ষেত্রে Let পরবর্তী Indirect Object টি হবে us ছাড়া অন্য কিছু (me, him, them, the girl ইত্যাদি)। Imperative sentence এর এই structure টি দ্বারা অনুমতি দেওয়া বুঝায়। কাউকে কিছু করতে দেওয়া বা করতে অনুমতি দেওয়া।

LET + Indirect Obj. + Verb + Direct Obj/Ext.

Let him do it.
তাকে এটা করতে দাও (অনুমতি)।

More examples
Let Indirect Obj. Verb Direct Object/Ext.
Let me try again.
Let the man rest for a while.
Let the children play now.
Let her go with you.
list

LET US + Verb + Object/Ext.

Let us দ্বারা শুরু Imperative sentence দ্বারা ‘প্রস্তাব’ বুঝায়। অর্থাৎ বক্তা second person (you) কে তার সাথে একত্রে কিছু করতে প্রস্তাব করছে। যেমন- চল বাড়ি যাই। Let us যুক্ত sentence বাংলায় ‘চল’ দ্বারা শুরু হয়।

LET US + Verb + Object/Ext.

Let us us play chess.
চল দাবা খেলি।

More examples
LET US Verb Object/Ext.
Let us take tea.
Let us go out for a walk.
Let us arrange a party.
Let us go shopping.

আশা করি, Imperative sentence এর বিভিন্ন construction বা গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়েছ।

↑ Back to Top


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *