Word ও Parts of Speech এর মধ্যে পার্থক্য আছে কি?
Word বনাম Parts of Speech
আমরা জেনেছি যে, sentence এর প্রতিটি word (শব্দ) ই এক একটি Parts of Speech। তাহলে কি প্রতিটি Parts of Speech ই এক একটি word?
পার্থক্যটা আসলে কোথায়?
দেখে নিই-
listWord অ Parts of Speech এর পার্থক্য কোথায়
দুটি উদাহরন নিই-
A: | I like tea.- আমি চা পছন্দ করি। |
B: | I like hot tea.- আমি গরম চা পছন্দ করি। |
A উদাহরনে-
তিনটি word আছে, এই তিনটি word তিনটি ভিন্ন Parts of Speech।
- I- Pronoun
- like- Verb
- tea- Noun
B উদাহরনে-
চারটি word আছে, এই চারটি word চারটি ভিন্ন Parts of Speech।
- I- Pronoun
- like- Verb
- hot- Adjective
- tea- Noun
উভয় উদাহরণে I হল Subject, like হল Verb।
তবে, A উদাহরনে Object হল ‘tea’। তাহলে B উদাহরণে Object কি?
হ্যাঁ, ঠিকই ধরেছ। B উদাহরণে Object একটি word নয়, দুটি word। আর তা হল- ‘hot tea’।
- Word হল sentence এর গঠন একক। একটি sentence চোখে দেখে আমরা সহজেই গুনে বলতে পারি এতে কয়টি word আছে।
- Parts of Speech হল sentence এর Function unit (ক্রিয়াশীলতার একক)। অর্থাৎ- একটি বা একাধিক word sentence এর মধ্যে কোন নির্দিষ্ট কাজটি করে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় সেটি কোন Parts of Speech।
- Parts of Speech word এর চেয়েও বেশি কিছু। ৫ word বিশিষ্ট একটি sentence এর ৫ টি word ৫ টি Parts of Speech তো হবেই, তার উপর ভিন্ন দৃষ্টিকোন থেকে একাধিক word মিলে গঠিত হতে পারে অন্য Parts of Speech।
- Finite verb নেই এমন একাধিক word (group of word) যখন কোন একটি Parts of Speech এর কাজ করে তখন সেটা হয় ঐ Parts of Speech এর Phrase (শব্দসমষ্টি)। যেমন- Noun এর কাজ করলে Noun phrase।
- Finite verb আছে এমন একাধিক word (group of word) যখন কোন একটি Parts of Speech এর কাজ করে তখন সেটা হয় ঐ Parts of Speech এর Clause (বাক্যাংশ)। যেমন- Noun এর কাজ করলে Noun Cause।
পড়ে ফেল-
আরো একটি উদাহরন নিই-
They beat the thief black and blue.
তারা চোরটিকে প্রহার করেছিল নির্দয়ভাবে।
এই উদাহরনের ৭ টি word নিম্নরূপ সাতটি Parts of Speech হয়।
- They- Pronoun
- beat- Verb
- the- Article (Adjective)
- thief- Noun
- black- Adjective
- and- Conjunction
- blue- Adjective
কিন্তু mark করা শেষের তিনটি word (black and blue- নির্দয়ভাবে) সম্মিলিতভাবে ‘কেমনভাবে প্রহার করেছিল’- এই প্রশ্নের জবাব দেয়। ফলে এই word group টি Adverb এর কাজ করছে। সুতরাং এটি একটি Adverbial phrase।
আশা করি Word ও Parts of Speech এর মধ্যে পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পেরেছ।